অপর দিকে অসমস্বত্ব মিশ্রণের উপাদানগুলি মিশ্রণের সর্বত্র সুষমভাবে বিন্যস্ত থাকে না এবং একটিকে অপরটি থেকে খুব সহজে আলাদা করা যায়। সুতরাং উপরোক্ত সংজ্ঞার আলোকে দ্রবণ, সাসপেনশন ও অসমস্বত্ব মিশ্রণের মধ্যে মূল পার্থক্য হলো অসমস্বত্ব মিশ্রণে ১ উপকরণগুলো খুব সহজেই চিহ্নিত করা যায় ও আলাদা করা যায়। ২। সাসপেনসনের ক্ষেত্রে উপকরণগুলো চিহ্নিত করা গেলেও সহজে আলাদা করা যায় না। আর দ্রবণের ক্ষেত্রে উপকরণগুলো চিহ্নিতও করা যায় না। এবং সহজে আলাদাও করা যায় না।
উদ্দীপকের ব্লুমার উপকরণগুলো অর্থাৎ ময়দা ও পানি মিশিয়ে তৈরি করা মিশ্রণটি হবে একটি অসমস্বত্ব মিশ্রণ। কারণ এখানে উপাদানসমূহ একে অপরের সাথে সম্পূর্ণ মিশে যাবে না এবং উপাদানসমূহ মিশ্রণের সর্বত্র সুষমভাবে বিন্যস্ত থাকবে না। কিন্তু মিশ্রণটি মূলত একটি সাসপেনসন। কারণ আমরা জানি সাসপেনসন হলো এমন এক প্রকার অসমন্বত্ব মিশ্রণ যেখানে কঠিন পদার্থের ছোট ছোট কণাগুলো তরলে ছড়িয়ে থাকে কিন্তু দ্রবীভূত হয় না।