আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভাল আছি। আমাদের সবার প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগে আবারো নিয়ে আসলাম রেনডম ফটোগ্রাফি । যেটা করতে আমাকে খুব ভালো লাগে । আমার ভালো লাগা গুলো আপনাদের সামনে শেয়ার করার জন্য আজকের পোস্টটি নিয়ে আসলাম। তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমার মুঠো ফোন দিয়ে তোলা রেনডম ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক:
আজকে যে ফুলটি নিয়ে আলোচনা করব সেটি হলো গোলাপী ডালিয়া ফুল। এই ফুলের অনেক গুলো ধাপ নিয়ে বর্ননা করেছি। ছবি গুলো অনেক কষ্টের মধ্যদিয়ে তুলেছি তাই ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন।
📸 ধাপ নং ১ 📸
এটা হচ্ছে কচি ডালিয়া ফুল। অনেক সুন্দর একটা ফুল তাই নিজের হাতে তুললাম। ফুলটা নতুন ফুটেছে তাই এর রং হলুদ,সাদা,গোলাপী।
📸 ধাপ নং ২ 📸
এটা হচ্ছে গভীর গোলাপী ডালিয়া ফুল। ফুলটার রং গাড়ো গোলাপি, মন কেড়ে নেওয়ার মতো।
📸 ধাপ নং ৩ 📸
এটা হচ্ছে ইলেকট্রনিক বেগুনি গোলাপী ডালিয়া ফুল। ফুলটার রং ঘন বেগুনী হওয়ার কারনে এর নাম ইলেকট্রনিক বেগুনি গোলাপী।
📸 ধাপ নং ৪ 📸
এটা হচ্ছে উজ্জ্বল সাদা গোলাপী ডালিয়া ফুল। ফুলটার রং বেশি পরিমানে সাদা হওয়ায় এর নাম উজ্জ্বল সাদা গোলাপী।
📸 ধাপ নং ৫ 📸
এটা হচ্ছে ইলেকট্রনিক সাদা গোলাপী ডালিয়া ফুল। এর উজ্জল কিছুটা কম থাকায় এর নাম ইলেকট্রনিক সাদা গোলাপী। অনেক সুন্দর একটি ফুল 🥰🥰
📸 ধাপ নং ৬ 📸
এটা হচ্ছে ধুলোময় গোলাপী ডালিয়া ফুল। ফুলটার রং অতিরিক্ত গোলাপী তাই ফুলটা ধুলোময় গোলাপী নামে পরিচিত।
ডিভাইস | Infinix Hot 9 Play |
---|---|
ফটোগ্রাফার | raju333 |