গড়মিল হলে সমস্যা।
জীবনের চলার পথে আমরা সবাই কোনো না কোন দায়িত্ব পালন করে থাকি। দায়িত্ব গুলো সঠিক ভাবে পালন করতে না পারলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য আমরা সবাই চেষ্টটা করি ছোট হোক বা বড়, সকল দায়িত্বই সঠিক ভাবে সততার সাথে পালন করার। আমি বর্তমানে যে আবাসিক থাকি। সেখানে আমরা এক সাথে প্রায় ৫০ জন এক ফ্লাটে থাকি। সবাই এক সাথে খাওয়া দাওয়া করি। প্রতি মাসে এক রুমের তিন জন করে ১৫ দিনের জন্য ম্যানেজারির দায়িত্ব নেয় এবং খাবারের সকল দিক পরিচালনা করে। টাকা তোলা থেকে শুরু করে খাবার মেনু ঠিক করা, যাবতীয় দায়িত্ব চলতি ১৫ দিনের জন্য তাদেরকে পালন করতে হয়। এভাবে সবাইকেই ম্যানেজারির দায়িত্ব পালন করতে হয়।
চলতি মাসের ১১ তারিখ থেকে আমার এবং আমার দুই রুমমেটকে দায়িত্ব দেওয়া হয়েছে ম্যানেজারের। এই মাসের ৩০ তারিখ পর্যন্ত মানে ২০ দিন আমাদেরকে খাবারের দায়িত্ব পালন করতে হবে। সবার কাছ থেকে টাকা তুলতে হবে এবং সবাইকে খাওয়াতে হবে৷ মেনু ঠিক করতে হবে৷ কে কতগুলো মিল খাচ্ছে সেটা হিসাব করে রাখতে হবে৷ এর আগে আমি কখনও মেসে এতো জনের ম্যানেজারি করি নাই। এই প্রথমবার প্রায় ৫০ জনের ম্যানেজারি করতেছি৷ বেশির ভাগ দায়িত্ব আমাকেই পালন করতে হয়। খালা রান্না করতে এসে আমাকে জিগায় মামা কি রান্না করব, এদিকে বাজারের লিস্টও করা লাগে,, টাকার হিসাব রাখা লাগে, কোথায় কতটাকা খরচ করলাম সেটা লিখে রাখা লাগে।
কেউ মিল অফ করলে বা চালু করলে সেটাও আমাকে বলে যাবে। মোটামুটি আর কি সবাই সারা দিন এসে রুমে নক দিবেই৷ এজন্য একটু শান্তিতে পড়াশুনা ঠিক ঠাক করতে পারতেছি না। দায়িত্বটা সঠিক ভাবে পালন করতে পারলেই একটু শান্তি। আবার মেনু একটু খারাপ হলেই সবাই এসে অভিযোগ শুরু করে দেয়। রান্নার স্বাদ না হলে জানাতে আসে। সব দিক দিয়েই যেনো ব্যস্ত সময় পার হচ্ছে। আবার হিসাবে কোনো গড়মিল হলেই যেন বিপদ। এজন্য যত কষ্টই হোক চেষ্টটা করে যাচ্ছি প্রতিটা হিসাব সঠিক ভাবে পাল করার জন্য। ইনশাআল্লাহ সব কিছু ঠিক ঠাক ভাবে পালন করতে পারব। আবার সবাই এদিকে বলবে মিল রেট যেন কম হয়। সব দিকেই যেনো ঝামেলার শেষ নাই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
ধন্যবাদ।