মোটরসাইকেল বাংলাদেশের মৃত্যুফাঁদ

in blurtstory •  2 years ago 

মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশে মৃত্যুর হার সারা বিশ্বে সর্বোচ্চ।

  • প্রতিবছর দেশে প্রতি ১০ হাজার মোটরসাইকেলের বিপরীতে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন ২৮ দশমিক ৪ জন

  • নিহতদের ৪০ শতাংশেরই বয়স ২৪ থেকে ৩০ বছর

  • সবচেয়ে বেশি মোটরসাইকেল ব্যবহার করেন ভিয়েতনামের মানুষ

  • ভিয়েতনামে প্রতি ১ হাজার মানুষের বিপরীতে মোটরসাইকেল আছে ৩৫৮টি

  • আর বাংলাদেশে প্রতি ১ হাজার মানুষের জন্য মোটরসাইকেল আছে মাত্র ৭টি

  • ভিয়েতনামে দুর্ঘটনার হার ৪ দশমিক ১ (আমাদের ২৮ দশমিক ৪)

  • মৃত্যুহারে বাংলাদেশের পরেই রয়েছে কম্বোডিয়া

  • কম্বোডিয়ায় মৃত্যুহার বাংলাদেশের অর্ধেকের কম, ১১ দশমিক ৯ (আমাদের ২৮ দশমিক ৪)

  • ভারতে প্রতি ১০ হাজার মোটরসাইকেলের বিপরীতে প্রাণ হারান ৯ জন (আমাদের ২৮ দশমিক ৪)

  • ভূটানে প্রতি ১০ হাজার মোটরসাইকেলের বিপরীতে মারা যান ২ জন (আমাদের ২৮ দশমিক ৪)
    FB_IMG_1656414857410.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!