একগুচ্ছ অনুকবিতা "ভবঘুরের ডাইরি" Sagor Sarkar || Poetry Recitation 2022

in blurtlife •  3 years ago 

একগুচ্ছ অনুকবিতা "ভবঘুরের ডাইরি" || Vondo Squad || Sagor Sarkar || Poetry Recitation 2022

♡ ♥💕❤

বেলাবোস, সেই কবে ফোনে খুঁজেছিলাম তোমায়,
প্রহর শেষের এক বিষণ্ণ গোধূলি বেলায় ।
পাগলের মতো চিৎকার করে,
বলেছিলাম - চাকরিটা আমি আজ সত্যি পেয়েছি বেলা ।
কিছু বলো, উত্তর দাও ।
আবার হাতে হাত রেখে বন্ধ কেবিনে,
সুখস্বপ্নের নীড় বাঁধার ইচ্ছেটা ফেরাতে চাই ।

চাকরিটা শেষে আমি সত্যি পেয়েই গেলাম বেলা,
শুধু যার জন্য এতো চেষ্টা, এতো ব্যাকুলতা,
যাকে ঘিরে স্বপ্ন ছিল হাজার,
তাকে পেলাম না ।

সেদিন পাগলের মতো কত কথা বলেছিলাম,
চিৎকার করে কত স্বপ্নের কথা বলেছিলাম তবু,
তোমার কণ্ঠ নিরুত্তরই ছিল ।
একটা রুদ্ধ কান্নার অস্পষ্ট শব্দ শুধু
ধ্বনিত হয়েছিল টেলিফোনের ও প্রান্তে ।

চাকরিটা আমি পেয়েই গেলাম বেলা,
শুধু যার জন্য আমি পেতে চেয়েছিলাম,
তাকেই পেলাম না আর।

পার করে চলেছি শুধু হাজারো বিকেল,
রোদ্দুরহীন, উষ্ণতাবিহীন, বিষন্নতায় মোড়া ।
টেলিফোন বুথে যাই আজও ,
ডায়াল করি ২৪৪১১৩৯,
নিঃশব্দ ওপাশ, বেলাবোসের টেলিফোনটা আজ মৃত ।


জীবনের বাঁকে বাঁকে হাজারো অচেনা মানুষের ভিড়ে,
খুব চেনা হঠাৎ করে দু-এক জনকে পাওয়া ।
তারা তো অচেনাই ছিল, তবুও তো আজ আপনজনের মতোই প্রিয়।
আত্মীয় নয়, প্রেমিক বা প্রেমিকাও নয়, তাদের বলে বন্ধু।

♡ ♥💕❤

লেখকঃ- ফ্যান্টম
আবৃতিঃ- সাগর

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!