বাংলাদেশের বিশাল এলাকা জুড়ে বিদ্যুৎ নেই

in blurthealth •  2 years ago 

বাংলাদেশের বিশাল এলাকা জুড়ে বিদ্যুৎ নেই। কেন, সেটার কারন এখনো পরিষ্কার না। তবে সম্ভবত কোন বিদ্যুতকেন্দ্রে সমস্যা হয়েছে।
একটা মাত্র বিদ্যুতকেন্দ্রের জন্য দেশের অর্ধেক অংশের বিদ্যুৎ চলে যেতে পারে?
পাওয়ার গ্রিড খুব জটিল একটা যন্ত্র কারন গ্রিডের সাথে সংযুক্ত প্রতিটা বিদ্যুৎকেন্দ্রকে একসাথে তাল মিলিয়ে (সিনক্রোনাইজড হয়ে) চলতে হয় নয়তো গ্রিড বিপর্যয় ঘটতে পারে। তাই বলা হয় পাওয়ার গ্রিড বিংশ শতাব্দীর সবচাইতে বড় প্রকৌশলগত অর্জনগুলির একটি। সেনাবাহিনীর কুচকাওয়াজের সময় যেরকম একজন উলটাপালটা তালে চললে সেটা সম্পূর্ন বাহিনীর মার্চকে নষ্ট করে দিতে পারে, তেমনি গ্রিডে সংযুক্ত একটা বিদ্যুৎকেন্দ্র যদি তাল মিলিয়ে না চলে, সেটা পুরো গ্রিডকে ঝামেলায় ফেলে দিতে পারে।

  • যদি একটা বিদ্যুতকেন্দ্র হঠাত করে কোন কারনে বন্ধ হয়ে যায়, তাহলে সরবরাহ কমে যাওয়ার সাথে তাল মিলিয়ে চাহিদাও কমিয়ে দিতে হবে গ্রিড থেকে, নয়তো সমস্যা হবে। এই চাহিদা কমানোকেই বলা হয় "লোড শেডিং", এবং সময়মত সেটা না করলে বেশি চাহিদা সামলাতে না পেরে জেনারেটরের ক্ষতি এড়ানোর জন্য অন্য বিদ্যুতকেন্দ্রগুলি নিজে থেকে বন্ধ হয়ে যাবে, ফলে গ্রিড বিপর্যয় ঘটবে।
  • এটার উল্টোটাও সম্ভব। যদি নতুন চালু করা একটা জেনারেটর গ্রিডে সিনক্রোনাইজ না করেই যোগ করা হয়, তাহলেও সেটা গ্রিডে ঝামেলা সৃষ্টি করবে।
    সিনক্রোনাইজ করতে সময় লাগে, এটা বাসার লাইটের সুইচের মত তাৎক্ষনিক না। তাই সমস্যার গোড়া খুঁজে বের করলেই যে সাথে সাথে বিদ্যুৎ ফেরত আসবে এমন না।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!