বুয়েটে না টিকলে অনেক ভালোই হইতো। Atleast আশা, আক্ষেপ আর প্রতিযোগিতার অনল থাকতো না। সালার এই খানে এসে বড়ই ভুল করেছি। এটারে নাকি Land of Living করে বলে ডাকা হয়৷ না ভাই এটা Land of Lord। এইখানে ভাই সত্যিই আগুন, একবার স্লিপ খাইয়া দেখিয়েন! ভাই আপনি আগুনের গহীনে পড়ে যাবেন, কেউ আপনারে গুণবেই না। মন বলে, সালার বুয়েটে না টিকলেই ভালো হইতো।
ভাই, আমি শুধু আটকে থাকা পড়াশুনার কথা বলতেছি না। এই যান্ত্রিক বইয়ে, কিছু যান্ত্রিক যন্ত্রে একে অপরকে ছাড়িয়প যেতেই বড্ড উদ্যত সবাই। ভাই এই প্রতিযোগিতায় আমি আজ বড্ড ক্লান্ত। আশা আকাঙ্ক্ষার সাথে আমি একদমই তাল মিলাইতে পারতেছি না। কি কষ্টের এই জীবন!
বিশ্বাস করেন ভাই এই ক্যাম্পাসে আসার আগে এইটারেই আমার সব থেকে বড় আশা, সাফল্য ভাবতাম। ভাবতাম এটা পাইলে আর এই ক্যাম্পাসে পা রাখলে হয়তো জীবনটা রঙিন হয়ে যাবে ।
এখন ভাই আমি আর কোন আশা আকাঙ্ক্ষার পিছে ছুটতে পারতেছি না। ছেড়ে দিসি ভাই । এইগুলো আমার কাছে বিলাসিতাই লাগে শুধু। আমাকে আর মানায় না। কিন্তু সমাজের চাপে ভাই আমি অন্ধ । বিশ্বাস করেন ভাই, চার বছর পর বের হইলেই লোকজন জিগাবে ছয় ডিজিটের সালারি কই? বুয়েট থেকে বের হয়ে চাকরির জন্য ঘুরান লাগে ক্যান ? আমরাও তো মানুষ ভাই।
ভাই আমি প্রচন্ড Introvert একজন ছেলে। সহজে মিশতে পারি না। তাই বন্ধু ও নাই। যে কয়টাকে বন্ধু ভাবতাম তারাও আর গুণে না। দেখা হইলে এখন বড়জোর দুই এক জন সর্বোচ্চ Hi Hlw দিয়া চলে যায়। পিছনের last bench টা জায়গা আমার। মেধাও ততোটা ভালা না। প্রচন্ড Effort দিয়ে বুয়েটে আসছিলাম। তাই ভাই পড়াশোনার জন্যও কাউকে পাই না। যোগাযোগের অক্ষমতাও ভাই ভুগাইতেছে অনেক!
বুয়েটের এই ক্যাম্পাসের Posh মানুষ জনের সাথে তাল মিলাইয়ে চলা অনেক কঠিন ভাই । এইখানে নাকি টিউশনির অভাব নাই। হায় রে ভাই আপনি তোহ জানেন ও না এই খানে Tution পাইতে হইলেও smart হইতে হয়। নাইলে দূর দূর কইরা তাড়ায় দেয়। আর যাই হোক এক নিম্নমধ্যবিত্ত ছেলের এই অপমানটা সহ্য হয় না ।
ভাই আমি পড়াইতে চাইসি। রাতদিন পড়তেছিলাম ও। কিন্তু ভাই পরের দিন CT te 0 পাইসি। কিন্তু আমার পাশের রুমের ছেলেটা সারাদিন চিল করে এসেও ঠিকই সতের আঠারো করে পায়। ভাই সেদিনই আমি বুঝে গেসি বুয়েট আমার জন্য না।
ভাই আমি র্টামে প্রচুর পড়সি। একই পড়া পড়ে যখন দেখি আমার রুমমেট High সিজি পায় আর আমি নামে মাত্র পাস করি তখনই বুঝে গেসি, আমার যোগ্যতা আসলেই কম। আমার বুয়েট ছেড়েই দেওয়া উচিত। যেদিন আব্বা ফোন দিয়ে রেজাল্টের কথা জানতে চাইসিল, সেদিন বুকটা ফেটে গেসিল ভাই।
এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেদের প্রথম টার্গেট থাকে কি জানেন ভাই? এরা জব পাওয়া টাই main terget রাখে। পাস করেই পরিবারের হাল ধরা লাগবে তো!! সেইখানেও তো প্রতিযোগিতা ভাই। নিজেকে গড়ে তুলতে হবে অনেকদিন! Smart হতে হবে। ভালো English পারতে হবে। ওইখানেও তো পারবোনা ভাই। ভাই আমার আর আশা নাই জীবনে!
যাকে ভালবাসতাম, আপন ভাবতাম যে পাশের ক্যাম্পাসেই পড়ত। ভাবতাম যে তার মাঝে সুখ খুজে পাইব। কিন্তু ভাই যেদিন তাকে আমি এই ক্যাম্পাসেই এক private ভার্সিটির ছেলের সাথে দেখলাম সেই রাতে ভাই বিশ্বাস করেন আমি পাগল হয়ে গেসিলাম। ভাবতাম এই ক্যাম্পাসে পা রাখলে হয়তো তাকে পাওয়া কেউ আটকাতে পারবে না । কিন্তু এখন তাকে পাওয়ার আশাও ছেড়েই দিসি।
এখন মনে হয় এক জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলেই ভালো হইতো। অন্তত তখন এত বড় বড় আশা আার স্বপ্ন দেখে, আশা ছেড়ে দেওয়া লাগতো না। তখন হয়তো আর স্বপ্নই দেখতাম না। হয়তো না দেখেই জীবন সুন্দর হইতো।
ভাই বুয়েট আমারে বুয়েটিয়ান একখান ট্যাগ দিসে। তার সাথে দিছে অনেক উচ্চবিত্ত আশা। কিন্তু দিন দিন আমার অক্ষমতায় সব আশাও ছেড়ে দিতেসি। যে সিগারেট রে আমি ঘৃণা করতাম, সেই সিগারেটের আগুনে দেখি আমি বুয়েটের যোগ্য না।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!