The nutritional value of beef.

in blurthealth •  3 years ago 

IMG_20211216_173600.jpg

রেড মিট হিসেবে গরুর মাংস অনেকের কাছে অত্যন্ত প্রিয় খাবার। কোন অনুষ্ঠান বা আপ্যায়নে গরুর মাংস ছাড়া যেনো জমেই না। বর্ষায় গরু-খিচুড়ির নাম শুনলেই জিভে পানি চলে আসে। হালিমে গরুর মাংসের গুণ বলে শেষ করার মত নয়। আর পুষ্টিও হয়েছে অধিক।

কেবল বাংলাদেশ নয় বিশ্বের রুচিশীল মানুষের প্রধান খাবারের একটি অংশ জুড়ে আছে গরুর মাংস। বিখ্যাত ম্যাকডোনাল্ডের বিগ বার্গার অনেক জনপ্রিয়। আমেরিকানদের সবচেয়ে প্রিয় খাবার হলো বিফ স্টেক।

গরুর মাংস স্বাদে অতুলনীয় এবং পুষ্টি উপাদানসমৃদ্ধ একটি আর্দশ খাবারও বটে। এ মাংস থেকে উচ্চমাত্রায় প্রোটিন পাওয়া যায়, যা শারীরিক গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গরুর মাংসে মানব দেহের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড থাকে, যা ত্বকের জন্য খুবই জরুরি।

এবার গরুর মাংসের পুষ্টিগুণ জেনে দেওয়া যাক

প্রোটিন: পুষ্টিগুন বিবেচনায় গরুর মাংসের অবস্থান সবার উপরে থাকছে। গরুর মাংসে রয়েছে উচ্চ মাত্রার প্রোটিন যা শারীরিক গঠন ও বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গরুর মাংসে হয়েছে সবচেয়ে উঁচু মানের প্রোটিন। এজন্য শরীরে মাংসপেশি গঠনে গরুর মাংসের তুলনা নেই। এ মাংসে থাকা অ্যামাইনো এসিড ত্বক ও হাড়ের জন্য কার্যকরি ভূমিকা রাখে। ১০০ গ্রাম গরুর মাংসে ২২.৬ গ্রাম প্রোটিন থাকে।

ফ্যাট: গরুর মাংসের হয়েছে অধিক পরিমাণে চর্বি । যার উপস্থিতিতে গরুর গোশত অনেক মজাদার হয়ে থাকে। কচি গরু অপেক্ষা বড় গরুর মাংসে এই ফ্যাটের পরিমাণ কম থাকে। প্রতি ১০০ গ্রাম গরুর মাংসে ফ্যাট রয়েছে ২.৬ গ্রাম।

মিনারেলস: এক টুকরো গরুর গোশতে অনেক ধরনের মিনারেল পাওয়া যায়। বিশেষ করে জিংক, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, কপার, সেলেনিয়াম, ফসফরাস ও ম্যাগনেশিয়াম। এ মাংসে শরীরের জন্য প্রয়োজনীয় অনেক খনিজ উপাদান রয়েছে। আয়রন মানব শরীরের রক্ত স্বল্পতা দূর করে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে। রক্তশূন্যতায় ভুগছেন এমন রোগীর জন্য গরুর মাংস হতে পারে আয়রনের প্রধান উৎস।

মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জিংক খুবই কার্যকর। প্রতি তিন আউন্স গরুর মাংসে দৈনিক চাহিদার ৩৯% জিংক পাওয়া যায়। বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের জিংকের অভাব বেশি দেখা দেয়, যা দূর করতে গরুর মাংসের বিকল্প নেই।

ভিটামিন: গরুর মাংসে অনেক প্রয়োজনীয় ভিটামিন পাওয়া যায়, বিশেষ করে ভিটামিন বি-৬, ভিটামিন বি-১২ ও রিবোফ্ল্যাবিন। যেগুলো শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে। মানসিক স্বাস্থ্য রক্ষায়ও এই ভিটামিনগুলো অনেক কার্যকরি। হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের মতে, দৈনিক ২.৪ মিলিগ্রাম বি-১২ মানব দেহের জন্য প্রয়োজন। তিন আউন্স গরুর মাংসে ফসফরাস, ভিটামিন বি১২, প্রোটিন, জিংক ও সেলেনিয়ামের খুবই ভালো উৎস। তিন আউন্স কচি গরুর গোশত আয়রন, নায়াসিন, বি৬ ও রিবোফ্ল্যাভিন পাওয়া যায়। গরুর মাংসের ফসফরাস দাঁত ও হাড়কে মজুবত করে।

Translation:

Beef as red meat is a favorite food of many. Beef is not frozen in any ceremony or entertainment. When you hear the name of cow-khichuri in the rain, water comes to your tongue. Halim is not the same as the quality of beef. And nutrition has been more.

Beef is a staple food not only in Bangladesh but also in many parts of the world. The famous McDonald's Big Burger is very popular. Beef steak is the favorite food of Americans.

Beef is also an ideal food that is incomparable in taste and rich in nutrients. This meat contains high levels of protein, which plays a vital role in building the body. Beef contains essential amino acids for the human body, which are very important for the skin.

Now let us know the nutritional value of beef.

Protein: Beef ranks first in terms of nutrition. Beef contains high levels of protein which play a vital role in body building and growth. Beef has the highest quality protein. Therefore, there is no comparison between beef in building muscle in the body. The amino acids in this meat are effective for skin and bones. 100 grams of beef contains 22.6 grams of protein.

Fat: Beef is high in fat. In the presence of which beef becomes very interesting. Larger beef than young beef contains less of this fat. Beef contains 100 grams of fat per 100 grams.

Minerals: There are many types of minerals found in one piece of beef. Especially zinc, iron, sodium, potassium, copper, selenium, phosphorus and magnesium. This meat contains many essential minerals for the body. Iron helps in getting oxygen to every cell of the body by eliminating anemia in the human body. Beef can be a major source of iron for a patient suffering from anemia.

Zinc is very effective in boosting the immune system of the human body. Every three ounces of beef contains 39% of the daily requirement of zinc. Adolescents are more prone to zinc deficiency during adolescence, which is not a substitute for beef.

Vitamins: Beef contains many essential vitamins, especially Vitamin B-6, Vitamin B-12 and Riboflavin. Which help to increase the strength of the body. These vitamins are also very effective in maintaining mental health. According to the Harvard School of Public Health, the human body needs 2.4 mg of B-12 daily. Three ounces of beef is a good source of phosphorus, vitamin B12, protein, zinc and selenium. Three ounces of young beef contains iron, niacin, B6 and riboflavin. Phosphorus in beef strengthens teeth and bones.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  

Your post has been upvoted (2.08 %)

Delegate more BP for better support and daily BLURT reward 😉
Delegate BP Here
Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote