Benefits of animal liver.

in blurthealth •  3 years ago 

IMG_20211224_122139.jpg
আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি আমি আজ আপনাদের মাঝে প্রাণীদের কলিজার উপকারিতা সম্পর্কে কিছু কথা শেয়ার করব চলুন শুরু করা যাক....
প্রাণীর দেহের যেসকল অংশগুলো আমরা খেয়ে থাকি কলিজা তার মধ্যে একটি অন্যতম। কলিজা খাবার হিসেবে গ্রহণ করার ফলে আমাদের শরীরের বিভিন্ন উপকার সাধিত হয়ে থাকে। খাদ্য হিসেবে কলিজা আমাদের শরীরের কোন কোন ধরনের উপকার করে থাকে আসুন আমরা তা জানার চেষ্টা করি।

রক্ত মানব শরীরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। রক্তহীন কোনও মানুষ বাচতে পারে না। আর এই রক্ত তৈরির প্রধান উপাদান হচ্ছে আয়রন। এই আয়রন প্রচুর পরিমাণে রয়েছে গরু, ছাগল বা ভেড়ার কলিজায়। রক্তের প্রধান উপাদানের নাম লোহিত রক্ত কণিকা আরবিসি। এই কণিকার পরিমাণ বৃদ্ধি ও পুষ্ট করার জন্য আয়রনের গুরুত্ব অপরিহার্য। আর শরীরের আয়রন বৃদ্ধিতে কলিজা খাওয়া বিশেষ উপকারী।বড় কোনও অপারেশনের পর, প্রচুর রক্তক্ষরণের পর, গর্ভাবস্থায়, সন্তান জন্মদান বা মাতৃদুগ্ধ দানকালীন সময়ে কলিজা খাওয়া যথেষ্ট উপকারী। তবে হৃৎপিণ্ডের বাইপাস সার্জারি বা রিং পরানো, উচ্চ রক্তচাপ জনিত রক্তক্ষরণের পরে কলিজা খাওয়া ঠিক নয়। কারণ, এতে দেহে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পায়। শিশু থেকে ৪০ বছর বয়স্ক মানুষের জন্য যথেষ্ট দরকারি খাদ্য উপাদান হলো কলিজা। কলিজায় ভিটামিন ‘এ’এবং আমিষ রয়েছে প্রচুর পরিমাণে। এই উপাদানগুলো দেহের বর্ধনের জন্য অতি গুরুত্বপূর্ণ।

কলিজায় আরও রয়েছে উচ্চমাত্রার ভিটামিন বি-সিক্স। কলিজার ভিটামিন ‘এ’ শীতকালীন ঠাণ্ডা-কাশির বিরুদ্ধে যুদ্ধ করে । আমাদের শরীরের শিরা-উপশিরার ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হয়। কলিজার কোলাজেন ও ইলাস্টিন নামের উপকরণ এই শিরা- উপশিরার দেয়ালকে প্রসারিত করে । ফলে রক্ত প্রবাহ সহজ হয়।

সেলেনিয়াম নামের আরও একটি জরুরি উপাদান আছে এই কলিজায়। সেলেনিয়াম হ্রাস করে ক্লোন ক্যানসারের পরিমাণ। এছাড়াও সেলেনিয়াম শ্বাসকষ্ট, হাঁপানি, ইনফেকশন, শরীরের জয়েন্টে ব্যথা, কৃমির পরিমাণকে কমিয়ে দেয়।

আমাদের শরীরে ঠাণ্ডা জনিত জ্বর, টনসিলাইটিস, সর্দি সৃষ্টিকারী ভাইরাস নামক জীবাণুর বিরুদ্ধে কাজ করে জিংক। কলিজায় রয়েছে মাত্রা অতিরিক্ত পরিমাণে জিংক। তাই শরীরের জিংকের চাহিদা মেটানোর জন্য কলিজা খাওয়া খুবই জরুরী।

ছোটদের জন্য মুরগির কলিজাও উপকারী। শিশু থেকে ৪০ বছর পর্যন্ত বয়সীদের নিয়মিত কলিজা খাওয়া উচিত। বয়স ৪০ অতিক্রম করলে কলিজা না খাওয়ায় উত্তম, আর যদি খেতেই হয় তবে অল্প পরিমাণে দীর্ঘ দিন পর পর।

যাদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে বা রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি এমন ব্যক্তিদের জন্য কলিজা খাওয়া উচিত না। সঠিক বয়সে পরিমাণ মতো নিয়মিত কলিজা খেলে আমাদের শরীরের সুস্থতায় বিশেষ অবদান রাখে কলিজা।

Translation:

Assalamu Alaikum how are you all I hope everyone is well I am also very good in your prayers I will share with you today about the benefits of animal liver.Let's get started....
The liver is one of the parts of the animal body that we eat. Consumption of the liver as food results in various benefits to our body. Let's try to find out what kind of food the liver does to our body.

Blood is one of the most important components of the human body. No bloodless person can survive. And the main ingredient in making this blood is iron. This iron is abundant in the liver of cows, goats or sheep. The main component of blood is called red blood cell RBC. Iron is essential for the growth and nourishment of these particles. Eating liver is especially beneficial for increasing the body's iron content. However, it is not advisable to eat the liver after heart bypass surgery or wearing a ring, bleeding due to high blood pressure. Because, it increases the amount of cholesterol in the body. The liver is an essential nutrient for people from children to 40 years of age. The liver is rich in Vitamin A and meat. These elements are very important for the growth of the body.

The liver also contains high levels of vitamin B-6. Vitamin A in the liver fights colds and coughs in winter. Blood flows through the veins and sub-veins of our body. Collagen and elastin, called collagen, expand the walls of these veins. As a result blood flow is easier.

There is another essential element called selenium in this liver. Selenium reduces the amount of clone cancer. Selenium also reduces shortness of breath, asthma, infections, joint pain and worms.

Zinc works in our body against germs called cold-causing fever, tonsillitis, cold-causing virus. The liver contains excess amounts of zinc. So it is very important to eat liver to meet the zinc needs of the body.

Chicken liver is also beneficial for children. Children up to 40 years of age should eat liver regularly. If you are over 40 years of age, it is better not to eat liver, and if you have to eat, then a small amount after a long day.

People who have high blood pressure and diabetes or have high blood cholesterol should not eat liver. Regular liver consumption at the right age contributes significantly to the health of our body.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  


** Your post has been upvoted (0.90 %) **

Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote