কথায় বলে ‘আদা সকল রোগ নিরাময়ে দাদা’। যার অর্থ আমাদের শরীরে সব রোগ নিরাময়ের জন্য আদা যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম। আদায় রয়েছে পটাশিয়াম, আয়রণ, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিংক, ম্যাঙ্গানিজ, ভিটামিন এ, বি৬, ই ও সি এবং অ্যান্টি–ব্যাকটেরিয়াল এজেন্ট ও অ্যান্টি–ইনফ্লামেটরি এজেন্ট বিদ্যমান। যার কারণে সব বয়সী মানুষ আদা খেতে পারেন, বিশেষ করে শিশুদের জন্য আদা–মধু–জল সুস্থ দেহ ও সতেজ মনের জন্য খুবই কার্যকর।
জেনে নেওয়া যেতে পারে আমাদের কোন কোন সমস্যা নিবিড়ভাবে কাজ করে আদা।
আমাশয়, পেটফাঁপা, পেটব্যথা
যাঁরা এসব সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য খাওয়ার পর এক কাপ গরম পানিতে এক চা–চামচ আদার রস মিশিয়ে খেলে আমাশয়, পেটফাঁপা, পেটব্যথা দূর হবে। যাঁরা এ সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, তাঁরা এক চা–চামচ করে আদার রস, লেবুর রস ও মধু, একত্রে এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে দিনে এবং রাতে নিয়মিত খেলে সুফল পাবেন।
হাঁপানি ও ফুসফুসে সংক্রমণ
ফুসফুসের ধমনিতে কোনো সংক্রমণ থাকলে এবং শ্বাস নিতে কষ্ট হলে অথবা হাঁপানি থাকলে প্রতিদিন দুবেলা এক চা–চামচ করে আদার রস, লেবুর রস, মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে এবং ঠান্ডাজাতীয় খাবার এড়িয়ে চললে ১৫ দিনের মধ্যে এর সুফল পাবেন।
শরীরের ভেতরের বায়ু ও কোষ্ঠবদ্ধতা, পেটে গ্যাস, কোনো খাবার খেলেই গ্যাস বের হতে থাকে, সেই সঙ্গে কোষ্টকাঠিন্য, প্রতিদিন মলত্যাগ হয় না, মলে দুর্গন্ধ এবং শক্ত, তাঁদের জন্য প্রথম সাত দিন এক চা–চামচ আদার রস এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে ছয় থেকে সাতবার খেতে হবে। এতে সমস্যার কিছুটা সমাধান হবে; তারপর প্রতিদিন দুবেলা এক চা–চামচ করে আদার রস, লেবুর রস ও মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেতে হবে। তাহলে গ্যাসের স্থায়ী সমাধান মিলবে। মনে রাখতে হবে, গ্যাসের সমস্যার প্রধান কারণ শরীর বিরুদ্ধ খাবার; আসলে যে খাবার আপনার শরীরের জন্য ক্ষতিকর তা এড়িয়ে গেলে কোনো ওষুধেরই প্রয়োজন হয় না।
হৃদ্রোগ
হৃদ্রোগের বিভিন্ন উপায় আছে প্রাকৃতিক উপায়ে নিরাময়ের জন্য। যাঁদের হৃদ্রোগ আছে কিন্তু উচ্চরক্ত চাপ নেই, তাঁরা দুবেলা এক চা–চামচ করে আদার রস, লেবুর রস ও মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খাবেন। সেই সঙ্গে গ্যাসজনিত সমস্যা থাকলে সাত দিন এক চা–চামচ আদার রস গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে ছয় থেকে সাতবার খাবেন। ধৈর্যসহ নিয়মিত এ নিয়মে চললে হৃদ্রোগের সমস্যা দূর হতে থাকবে।
জ্বর জ্বর, বমি বমি ভাব
এক চা–চামচ আদার রস গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে ছয় থেকে সাতবার খেলে জ্বর জ্বর ভাব ও বমি বমি ভাব কেটে যাবে।
মাইগ্রেন, সাইনাস, গলা ও মাথাব্যথায়
তাৎক্ষণিক সমাধানের জন্য সামান্য লবণ দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেতে হবে। কিন্তু রোগ সারাতে হলে প্রতিদিন দুবেলা এক চা–চামচ করে আদার রস, লেবুর রস ও মধু গরম এক কাপ পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে মাইগ্রেনের সমস্যা দূর হবে।
আহারে রুচি আসে, ক্ষুধা বাড়ায়, হজমে সহায়তা করে
সামান্য লবণ দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেলে আহারে রুচি আসে।
কাশি কমায়, কফ দূর করে
প্রতিদিন দুবেলা এক চা–চামচ করে আদার রস, লেবুর রস ও মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে কাশি কমে, কফ দূর হয়।
পাকস্থলী ও লিভারের শক্তিবর্ধক
সমপরিমাণে আদার গুঁড়া, মধু ও আমলকীর গুঁড়া একসঙ্গে মিশিয়ে রেখে প্রতিদিন তিনবার চা হিসেবে খাওয়া যেতে পারে। এ ছাড়া প্রতিদিন দুবেলা এক চা–চামচ করে আদার রস, লেবুর রস ও মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে পাকস্থলী ও লিভারের শক্তি বৃদ্ধি পাবে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে
প্রতিদিন দুবেলা এক চা–চামচ করে আদার রস, লেবুর রস ও মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজে আসবে। ডায়েবেটিস রোগীদের মধু বাদ দিয়ে খেতে হবে।
Translation:
Ginger is said to cure all diseases. Which means ginger is able to play a significant role in curing all diseases in our body. Extracts contain potassium, iron, magnesium, calcium, phosphorus, sodium, zinc, manganese, vitamins A, B6, E and C and anti-bacterial agents and anti-inflammatory agents. Due to which people of all ages can eat ginger, especially for children, ginger-honey-water is very effective for a healthy body and fresh mind.
It is possible to know which of our problems Ginger works intensively.
Diarrhea, flatulence, abdominal pain
For those who are suffering from these problems, after eating a cup of hot water mixed with a teaspoon of ginger juice will relieve diarrhea, flatulence, stomach pain. Those who have been suffering from this problem for a long time, they will get benefits by taking a teaspoon of ginger juice, lemon juice and honey, mixed together in a cup of hot water and drinking it regularly like tea day and night.
Asthma and lung infections:
If you have an infection in the pulmonary artery and have difficulty breathing or have asthma, take one teaspoon twice a day with ginger juice, lemon juice, honey mixed in a cup of hot water and drink it like tea and avoid cold foods.
Flatulence, constipation, gas in the stomach, constipation, daily bowel movements, stool odor and hardness, for them for the first seven days a teaspoon of ginger juice mixed with a cup of hot water like tea Eat six to seven times. This will solve some of the problems; Then twice a day with a teaspoon of ginger juice, lemon juice and honey mixed in a cup of hot water to eat like tea. Then a permanent solution of gas will be found. Remember, the main cause of gas problems is food against the body; In fact, avoiding foods that are harmful to your body does not require any medication.
Heart disease:
There are several ways to treat heart disease in a natural way. For those who have heart disease but do not have high blood pressure, they should take one teaspoon of ginger juice, lemon juice and honey mixed in a cup of hot water twice a day. Also, if you have gas problems, mix one teaspoon of ginger juice in hot water for seven days and eat it six to seven times like tea. If you follow this rule regularly with patience, the problem of heart disease will continue to be eliminated.
Fever fever, nausea
Mix one teaspoon of ginger juice in hot water and drink it like tea six to seven times to get rid of fever and nausea.
Migraine, sinus, sore throat and headache
For instant solution, chew raw ginger with a little salt. But if you want to cure the disease, mix one teaspoon of ginger juice, lemon juice and honey in a cup of hot water twice a day and drink it like tea to get rid of migraine problem.
Appetite, appetite, aids digestion
Chewing raw ginger with a little salt tastes good.
Reduces cough, eliminates phlegm
Mix one teaspoon of ginger juice, lemon juice and honey in one cup of hot water twice a day and drink it like tea.
Stomach and liver tonic
Ginger powder, honey and mango powder can be mixed together and taken as tea three times a day. In addition, twice a day with a teaspoon of ginger juice, lemon juice and honey mixed with a cup of hot water to play like tea will increase the strength of the stomach and liver.
Helps to control high blood pressure
Mix one teaspoon of ginger juice, lemon juice and honey in a cup of hot water twice a day and drink it like tea to control high blood pressure. Patients with diabetes should eat honey.
Your post has been upvoted (1.19 %)
Delegate more BP for better support and daily BLURT reward 😉
Delegate BP Here
Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote