Benefits of eating raw olives in winter.

in blurthealth •  3 years ago 

IMG_20211215_090226.jpg

শীতকালের জনপ্রিয় ফল জলপাই। শুধু খেতেই সুস্বাদু নয়। নিয়মিত জলপাই খেলে পেতে পারেন এমন সব উপকারিতা যেগুলো প্রতিটি স্বাস্থ্য সচেতন মানুষ চায়। নিচে জলপাইয়ের কয়েকটি উপকারি গুণ নিয়ে আলোচনা করা হলো :

ত্বক ও চুলের যত্নে : কালো জলপাইয়ের তেল আছে ফ্যাটি এসিড ও এ্যান্টি অক্সিডেন্ট যা কিনা ত্বক ও চুলের যত্নে কাজ করে। জলপাইয়ের ভিটামিন ই ত্বকে মসৃনতা আনে। চুলের গঠনকে আরও মজবুত করে। ত্বকের ক্যানসারের হাত থেকেও বাঁচায় জলপাই। সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বকের যে ক্ষতি হয় তা রোধ করে জলপাই।

ক্যান্সার প্রতিরোধে : কালো জলপাই ভিটামিনেরই ভালো উৎস। জলপাইতে আছে মনোস্যাটুরেটেড ফ্যাট। জলপাইয়ের ভিটামিন-ই কোষের অস্বাভাবিক গঠনে বাধা দেয়। ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে।

হৃদযন্ত্রের উপকারিতা : যখন মানুষের হৃদপিণ্ডের রক্তনালীতে চর্বি জমে, তখন হার্টএ্যটাক করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। জলপাইয়ের অ্যান্টি অক্সিডেন্ট হার্ট ব্লক হতে বাধা দেয়। জলপাইয়ে রয়েছে মোনো-স্যাচুরেটেড ফ্যাট, যা আমাদের হার্টের জন্য খুবই উপকারী।

ওজন কমাতে : যখন জলপাইয়ের মোনো-স্যাচুরেটেড ফ্যাট অন্য খাবারে বিদ্যমান স্যাচুরেটেড ফ্যাটের বদলে গ্রহণ করা হয় তখন তা দেহের ভেতরের ফ্যাট সেলকে ভাঙতে সাহায্য করে। জলপাইয়ের তেলেও রয়েছে লো কোলেস্টেরল যা ওজন এবং ব্লাডপ্রেশার কমাতে সহায়ক।

আয়রনের উৎস : জলপাই বিশেষ করে কালো জলপাই আয়রনের উৎস, আয়রন আমাদের দেহে রক্ত চলাচল করাতে সহায়তা করে, আর প্রাকৃতিক আয়রনের উৎসের জন্য জলপাই-ই সেরা।

কোষ্ঠকাঠিন্য দূর করতে : জল পাইয়ে যে খাদ্যআঁশ আছে তা মানুষের দেহের পরিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে এবং হজমে সহায়তা করে।

চোখের যত্নে : জলপাইয়ে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এ চোখের জন্য ভালো। যাদের চোখ আলো ও অন্ধকারে সংবেদনশীল তাদের জন্য ওষুধের কাজ করে জলপাই।

অ্যালার্জি প্রতিরোধে : গবেষণায় দেখা গেছে, জলপাই অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করে। জলপাইয়ে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের ইনফেকশন ও অন্যান্য ক্ষত সারাতে কার্যকরী ভুমিকা রাখে।

Translation:

The most popular winter fruit is olive. Not just delicious. The benefits of regular olive eating are what every health conscious person wants. The following are some of the benefits of olives:

Skin and hair care: Black olive oil contains fatty acids and antioxidants that work in skin and hair care. Vitamin E in olives brings smoothness to the skin. Strengthens hair structure. Olives also protect against skin cancer. Olives prevent damage to the skin caused by the sun's ultraviolet rays.

Cancer prevention: Black olives are a good source of vitamins. Olives contain monounsaturated fat. Vitamin E in olives prevents abnormal cell formation. This reduces the risk of cancer.

Benefits of the heart: When fat accumulates in the blood vessels of the human heart, the chances of having a heart attack are highest. The antioxidants in olives prevent heart block. Olives contain mono-saturated fat, which is very good for our heart.

To lose weight: When the mono-saturated fat in olives is taken in place of the saturated fat present in other foods, it helps to break down the fat cells inside the body. Olive oil also contains low cholesterol which helps in reducing weight and blood pressure.

Sources of Iron: Olives are a source of iron, especially black olives. Iron helps our body circulate blood, and olives are the best source of natural iron.

To relieve constipation: The dietary fiber contained in water accelerates the digestive function of the human body and helps in digestion.

Eye Care: Vitamin A is found in olives. Vitamin A is good for the eyes. Olives are a medicine for those whose eyes are sensitive to light and darkness.

Allergy prevention: Studies have shown that olives help prevent allergies. Olives are rich in Vitamin C which helps in healing skin infections and other wounds.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  

Your post has been upvoted (1.16 %)

Delegate more BP for better support and daily BLURT reward 😉
Delegate Here
Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote