Extraordinary benefits of leafy lemons and tomatoes.

in blurthealth •  3 years ago 

IMG_20211221_185026.jpg
লেবুর অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা:

আমরা প্রাত্যহিক জীবনে লেবু, সকলেই কম বেশি খেয়ে থাকি। সাধারণত খাবারের স্বাদ বাড়ানোর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় । আবার অনেকে এটির আচার তৈরি করেও খেয়ে থাকেন। লেবু আকারে ছোট ফল হলেও এর উপকারিতা প্রচুর আর পুষ্টিগুণেও ভরপুর।

আসুন জেনে নিন লেবুর অসাধারণ কিছু উপকারিতা-

ক্যান্সার প্রতিরোধ করে

লেবুতে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদানের সমারোহ যা শরীরকে বিভিন্ন ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। নিয়মিত লেবু খাদ্যতালিকায় রেখে আমারা ক্যান্সারের হাত থেতে রক্ষা পেতে পারি।

পাকস্থলীকে সুস্থ রাখে

যারা পেটের গোলযোগে ভুগছেন তাদের জন্য লেবু আদর্শ টনিক। পেটের গোলযোগের মধ্যে ডায়রিয়া, বদহজম, কোষ্টকাঠিন্য, আমাদের অস্বস্তিতে ফেলে দেয়, শুরুতে এক গ্লাস লেবু+লবন পানি আপনাকে এই যন্ত্রনা থেকে মুক্তি দেবে। লেবুর সঙ্গে এক চা চামচ মধু হলে আরো ভাল।

ফুসফুসের জন্য ভাল

লেবু ফুসফুসের যত্ন নেয় এবং শরীর থেকে বিষাক্ত দ্রব্য বের করে দেয়, লেবু শরীরের চর্বি ও লিপিডের মাত্রা কম রাখে।

ক্ষত সারায়

লেবুর উচ্চ ভিটামিন যা শরীরের রোগ প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি করে যে কোন ভাইরাস জনিত ইনফেকশন যেমন ঠান্ডা, সর্দি, জ্বর দমনে লেবু খুব কার্যকারী, মুত্রনালীর ক্ষত সারাতেও লেবুর গুরুত্ব রয়েছে।

হাইপার টেনশন কমায়

যারা খাবারে যথেষ্ট পটাশিয়াম গ্রহণ করে না, তারা সহজেই নান রকম হৃদরোগে আক্রন্ত হয়ে পড়ে। লেবুর রসে যথেষ্ট পরিমান পটাশিয়ামরয়েছে যা হাইপার টেনশন কমাতে সাহয্য করে।

ত্বকের যত্নে

প্রাকৃতিক পরিষ্কারক হিসাবে লেবুর জুড়ি নেই, এটি ত্বকের লাবণ্য ধরে রাখতে সাহায্য করে, মধুর সাথে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। এটি ত্বকের সংকোচন সৃষ্টিকারী পদার্থকে নিয়ন্ত্রণ রাখে। চামড়ার অতিরিক্ত তেল অপসারণ করে। লেবুর রস প্রাকৃতিক অ্যানটি সেপটিক। ব্যাকটেরিয়ার সংক্রমণ দূর করে। ব্রণ সারিয়ে তোলে, ত্বকের রং উজ্জ্বল করে। বয়সের বলিরেখা দূর করে।

মুখের দুর্গন্ধ দুর করে

মাড়ির ব্যথা, দাঁতের সমস্যা, মুখের দুর্গন্ধ দূর করে। লেবুর পানি খাবার পর দাঁত ব্রাশ করার প্রয়োজন নেই।

নখকে সুন্দর করে

একটুকরা লেবু দিয়ে নখ পলিশ করলে নখ তার বিবর্ণতা থেকে উজ্জল রং ফিরে পায়। লেবুর পানিতে পা, হাত, ডুবিয়ে রাখলেও একটি উপকার হয়।

টমেটোর উপকারিতা :

টমেটো একটি সুস্বাদু ও পুষ্টিকর সবজি। টমেটো শীতকালীন সবজি হলেও এখন সারা বছর পাওয়া যায়। কাঁচা কিংবা পাকা দুভাবে টমেটো খাওয়া যায়। খাবারের স্বাদ বাড়াতে টমেটোর জুড়ি মেলা ভার। অনেকে আবার সালাদে টমেটো খেয়ে থাকেন। শুধু খাবারে স্বাদই বাড়ায় না, টমেটো থেকে তৈরি হয় নানা রকমের কেচাপ, সস।

• পুষ্টিতে ভরপুর টমেটো। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে, ফলেট এবং পটাসিয়াম। টমেটো থেকে আরও পাওয়া যায় থায়ামিন, নায়াসিন, ভিটামিন বি৬, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং কপার। এ ছাড়াও এই এক কাপের টমেটোর মধ্যেই থাকে দুই গ্রামের মতো ফাইবার। অনেকটা পানিও রয়েছে এর মধ্যে।

• চর্মরোগের জন্য টমেটো অত্যন্ত কার্যকর উপাদান। ত্বকে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তবে প্রক্রিয়াজাত করে টমেটোর ব্যবহার করতে পারেন। চর্মরোগ নিরাময়ে এর রস কাজ করে থাকে।

• মুখের সৌন্দর্য ধরে রাখতে এবং বয়সের ছাপ দূর করতে টমেটো বেশ কার্যকর। এর রস মুখের ত্বক মসৃণ ও কোমল করে। বয়স বাড়তে থাকলে মানুষের মুখে যে বয়সের ছাপ পড়ে, তা টমেটো দেওয়ার ফলে সেই ছাপ লুকাতে সাহায্য করে।

• এটি খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। প্রতিদিন সকালে খালি পেটে একটি বা দুটি টমেটো খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক ইতিবাচক ভূমিকা রাখতে সাহায্য করে।

• রক্তস্বল্পতা দূরীকরণে সাহায্য করে। যাঁরা রক্তস্বল্পতায় ভুগছেন, তাঁদের জন্য টমেটো বেশ উপকারী। প্রতিদিন
এক বা দুইবার টমেটো খেলে রক্তস্বল্পতার সমস্যা অনেকটাই দূর হতে পারে।

Translation:

Some of the remarkable health benefits of lemon:

We eat lemons in our daily life, we all eat more or less. It is usually used to enhance the taste of food. Again, many people eat it by making pickles. Although it is a small fruit in the form of lemon, it has many benefits and is also rich in nutrients.

Let's find out some of the great benefits of lemon-

Prevents cancer

Lemons contain a variety of nutrients that help the body build resistance against various cancers. By keeping lemon in our regular diet, we can prevent cancer.

Keeps the stomach healthy

Lemon is an ideal tonic for those who suffer from stomach upset. Stomach upset, diarrhea, indigestion, constipation, our discomfort, initially a glass of lemon + salt water will relieve you from this pain. One teaspoon of honey with lemon is better.

Good for the lungs

Lemon takes care of the lungs and removes toxins from the body. Lemon keeps the body fat and lipid levels low.

Heals wounds

Lemon is high in vitamins which boosts the body's immune system. It is very effective in fighting any viral infections like cold, flu, fever and is also important in healing urinary tract ulcers.

Reduces hyper tension

People who do not get enough potassium in their diet are more likely to develop heart disease. Lemon juice contains sufficient amount of potassium which helps in reducing hypertension.

Skin care

Lemon is not a natural cleanser, it helps to retain the beauty of the skin, using lemon juice mixed with honey enhances the beauty of the skin. It controls the contraction of the skin. Removes excess oil from the skin. Lemon juice is a natural anti-septic. Eliminates bacterial infections. Heals acne, brightens skin tone. Eliminates age wrinkles.

Eliminates bad breath

Eliminates gum pain, dental problems, bad breath. No need to brush your teeth after eating lemon water.

Makes nails beautiful

When you polish your nails with a little lemon, the nails get a bright color from their discoloration. Dipping the feet, hands, in lemon water is also a benefit.

Benefits of Tomato:

Tomato is a delicious and nutritious vegetable. Although tomatoes are a winter vegetable, they are now available all year round. Tomatoes can be eaten either raw or ripe. A pair of tomatoes match the weight to enhance the taste of the food. Many people eat tomatoes in salads again. Not only does it enhance the taste of food, it also makes a variety of ketchup and sauces from tomatoes.

টো Nutritious tomatoes. It is rich in vitamins A, C, K, folate and potassium. Tomatoes also contain thiamine, niacin, vitamin B6, magnesium, phosphorus and copper. In addition, this one cup of tomato contains two grams of fiber. There is a lot of water in it.

Tomato is a very effective ingredient for skin diseases. If there is any problem in the skin, you can use processed tomatoes. Its juice works to cure skin diseases.

Tomatoes are very effective in maintaining the beauty of the face and removing the impression of age. Its juice makes the skin of the face smooth and soft. Giving tomatoes helps to hide the impression of age on the face of a person as he gets older.

• It helps in controlling high blood pressure. Eating one or two tomatoes every morning on an empty stomach helps to play a very positive role in controlling high blood pressure.

Helps to eliminate anemia. Tomatoes are very beneficial for those who are suffering from anemia. Every day
Eating tomatoes once or twice can alleviate the problem of anemia.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!