There are six benefits to eating nuts regularlyregularly.

in blurthealth •  3 years ago 

IMG_20211223_094250.jpg

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি আমি আজ আপনাদের মাঝে বাঁধন সম্পর্কে কিছু কথা শেয়ার করতে চাই যে আমাদের প্রতিদিন নিয়মিত যে বাদামগুলো খায় তার সম্পর্কে আপনাদের মাঝে আমি কিছু কথা শেয়ার করব চলুন শুরু করা যাক....

পুষ্টিগুণ এবং শরীরিক উপকারিতার দিক থেকে দেখতে গেলে বাদামের কোনও বিকল্প হয় না বললেই চলে। এতে রয়েছে শরীরে মজুত রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ফাইবার, সেলেনিয়াম,ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং আরও কত কী, যা নানাভাবে শরীরের কাজে লেগে থাকে।

বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত কেউ যদি এক বাটি করে বাদাম খাওয়া শুরু করেন, তাহলে শরীরে এমন কিছু উপাদানের প্রবেশ ঘটে, যা এই যুদ্ধ শরীরকে চাঙ্গা তো রাখেই, সেই সঙ্গে একাধিক রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।

বাদাম খাওয়ার উপকারিতা:

১. হাড়ের স্বাস্থ্য়ের উন্নতি ঘটে: বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাদামে উপস্থিত ফসফরাস শরীরে প্রবেশ করার পর এমন কিছু কাজ করে যার প্রভাবে হাড়ের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। তাই তো প্রতিদিন এক বাটি করে বাদাম খাওয়া শুরু করলে জীবনে কোনও দিন কোনও হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না।

২. ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়: আমেরিকার অ্যান্ড্রস ইউনিভার্সিটির গবেষকদের করা এক পরীক্ষায় দেখা গেছে বাদামে এমন কিছু উপাদান রয়েছে, যা কগনিটিভ পাওয়া, সহজ কথায় বললে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদের নিয়ম করে বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

৩. ক্যান্সারের মতো রোগ দূরে থাকে: বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্যে দিয়ে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখানেই শেষ নয়, অ্যান্টিঅক্সিডেন্ট আরও নানা উপকারে লেগে থাকে। যেমন, অ্যাক্সিডেটিভ ট্রেস কমিয়ে কোষেদের ক্ষত রোধ করে, সেই সঙ্গে ত্বকের এবং শরীরের বয়স কমাতেও সাহায্য করে থাকে।

৪. পুষ্টির ঘাটতি দূর হয়: মধ্যপ্রাচ্য থেকে এসে এদেশে ঝাঁকিয়ে বাসা এই প্রকৃতিক উপাদনটির শরীরে রয়েছে প্রায় ৩.৫ গ্রাম ফাইবার, ৬ গ্রাম প্রোটিন, ১৪ গ্রাম ফ্যাট সহ ভিটামিন ই, ম্যাঙ্গানিজ, ভিটামিন বি২, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। এই সবকটি উপাদানই শরীরকে সুস্থ রাখতে বিশেষ প্রয়োজনে লাগে। কিছু কিছু ক্ষেত্রে তো একাধিক ক্রনিক রোগকে দূরে রাখতেও এই উপাদানগুলি সাহায্য করে। প্রসঙ্গত, এক মুঠো বাদাম খেলে শরীরে মাত্র ১৬১ ক্যালরি প্রবেশ করে। ফলে এই খাবারটি খেলে ওজন বেড়ে যাওয়ার কোনও ভয় থাকে না।

৫. রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়: এটি হল এমন একটি উপাদান যা ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্যে দিয়ে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখানেই শেষ নয়, অ্যান্টিঅক্সিডেন্ট আরও নানা উপকারে লেগে থাকে। যেমন, অ্যাক্সিডেটিভ ট্রেস কমিয়ে কোষেদের ক্ষত রোধ করে, সেই সঙ্গে ত্বকের এবং শরীরের বয়স কমাতেও সাহায্য করে থাকে।

৬. খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে: গত কয়েক দশকের পরিসংখ্যান ঘাঁটলে দেখতে পাবেন কীভাবে অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের কারণে হার্টের রোগে আক্রান্তের হার বৃদ্ধি পয়েছে। তাই এই বিষয়ে সাবধান থাকাটা জরুরি। শরীরে যাতে কোনও ভাবেই বাজে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই কাজটি করবেন কীভাবে? খুব সহজ! প্রতিদিনের ডায়েটে বাদামের অন্তর্ভুক্তি ঘটান, তাহলেই দেখবেন হার্টের স্বাস্থ্য নিয়ে আর চিন্তায় থাকতে হবে না। আসলে বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকরি উপাদান শরীরে অন্দরে ভাল কোলেস্টরলের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবেই খারাপ কোলেস্টরলের মাত্রা কমতে শুরু করে। সেই সঙ্গে কমে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও।

Translation:

Assalamu alaikum how are you all I hope you are all well I am also very good in your prayers I want to share with you today about some of the nuts that we regularly eat every day I will share with you some things let's start .. ..

In terms of nutrition and physical benefits, there is no substitute for nuts. It contains a lot of protein, calcium, vitamin E, fiber, selenium, vitamin C, antioxidants, amino acids, potassium and omega three fatty acids and many more, which are used by the body in many ways.

Several studies have shown that if one starts eating nuts in a bowl on a regular basis, certain substances enter the body, which not only keeps the body strong but also plays a special role in keeping away many diseases.

Benefits of eating nuts:

  1. Improves bone health: Several studies have shown that the phosphorus present in nuts acts after entering the body, which in turn increases bone strength. That's why if you start eating nuts in a bowl every day, there is no risk of getting bone disease any day in your life.

  2. Increases Brain Power: A study by researchers at Andrews University in the United States found that nuts contain a number of ingredients that are found to be cognitive and, in simple terms, play a key role in boosting brain power. That is why students are advised to eat nuts before the exam.

  3. Diseases like cancer stay away: The antioxidants present in nuts play a special role in preventing various diseases as well as preventing cancer as well as improving immunity. And last but not least, the antioxidant has many other benefits. For example, reducing oxidative traces prevents cell injury, as well as helping to reduce skin and body age.

  4. Nutritional deficiencies are eliminated: This natural ingredient comes from the Middle East and shakes up the country. The body contains about 3.5 grams of fiber, 6 grams of protein, 14 grams of fat along with Vitamin E, Manganese, Vitamin B2, Phosphorus and Magnesium. All these elements are needed to keep the body healthy. In some cases, these ingredients also help to keep away multiple chronic diseases. By the way, eating a handful of nuts enters the body only 161 calories. As a result, there is no fear of gaining weight by eating this food.

  5. Improves immunity: It is an ingredient that plays a special role in preventing cancer as well as in preventing various infections by improving immunity. And last but not least, the antioxidant has many other benefits. For example, reducing oxidative traces prevents cell injury, as well as helping to reduce skin and body age.

. Decreased levels of bad cholesterol: Over the past few decades, statistics show that uncontrolled cholesterol has increased the risk of heart disease. So it is important to be careful about this. Care must be taken not to increase the level of bad cholesterol in the body in any way. And how to do this work? Very easy! Include nuts in your daily diet, then you will not have to worry about heart health. In fact, some of the nutrients in nuts increase the level of good cholesterol in the body. As a result, bad cholesterol levels naturally begin to decrease. At the same time, the risk of heart disease is reduced.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!