আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি আমি আপনাদের মাঝে গরুর ভুরি সম্পর্কে কিছু কথা শেয়ার করব আমরা অনেক মানুষ রয়েছে যারা গরুর ভুরি খেয়ে থাকি অপছন্দ করে থাকি বিশেষ করে আমরা কোরবানির ঈদে যেমন গরুর মাংস খেতে খুব পছন্দ করি ও পাল্লা দিয়ে দিয়ে তেমনি গরুর ভুরি খেতে আমরা খুবই প্রতিযোগিতা শুরু করে দিয়ে বাড়ির কিছু মানুষজন সেই সম্পর্কে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি চলুন শুরু করা
সারাবছরই গরুর মাংসের বিভিন্ন পদ আমরা কব্জি ডুবিয়ে খেয়ে থাকি। তবে কোরবানির ঈদ এলেই মাংসের পাশাপাশি ভুঁড়ি খাওয়ারও যেন প্রতিযোগিতা বাড়ে। ছোট বড় সবারই প্রিয় পদের মধ্যে ভুঁড়ি ভাজি বা ভুনা অন্যতম। এজন্যই এখন মাংসের চেয়ে এর চাহিদাই বেশি।
তবে জানেন কি? মজা লাগলেও ভুঁড়ি খেলে হতে পারে বিপদ। কারণ এর রয়েছে কিছু ক্ষতিকর দিক। ভুঁড়ি গরুর মাংসের চেয়েও বেশি ক্ষতি করে স্বাস্থ্যের। তবে এর উপকারী দিকও রয়েছে।
এতে রয়েছে জিঙ্গ, সেলেনিয়াম, আয়রনসহ ক্যালসিয়াম। যা শরীরের জন্য খুবই উপকারী। তবে অনেকের জন্য ভুঁড়ি হতে পারে বিপজ্জনক। জেনে নিন কারা খাবেন না ভুঁড়ি আর খেলেও কতটুকু খেতে পারবেন-
হার্টের রোগীরা একেবারেই এড়িয়ে চলুন ভুঁড়ি। এতে শরীরে কোলেস্টেরল বেড়ে গিয়ে আপনার হার্টের আরো বেশি ক্ষতি করতে পারে। তবে দিনে ২০০ মি.গ্রার মতো খেতে পারেন।
ভুঁড়িতে দুই ধরনের ফ্যাট থাকে। স্যাচুরেটেড ফ্যাট আর ট্রান্স ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা এক দশমিক তিন গ্রাম আর ট্রান্স ফ্যাটের মাত্রা শূন্য দশমিক দুই গ্রাম। এতে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি।
খাওয়ার আগে অবশ্যই ভুঁড়ি ভালোভাবে পরিষ্কার করুন। রান্নার সময় ভালোভাবে সিদ্ধ করুন। গরুর শরীরের এই অংশে প্রচুর ব্যাকটেরিয়া জমা থাকে। যা শরীরের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে।
Assalamu alaikum how are you all I hope you are all well I am also very good in your prayers I will share with you some things about beef bhuri We have started a lot of competition to eat cow dung with kari and palla. Some people in the house are going to share some things with you about that. Let's get started.
Throughout the year, we eat different items of beef by dipping our wrists. However, as soon as the Eid-ul-Adha comes, the competition for eating meat as well as the belly increases. Bhuri bhaji or roasting is one of the favorite items of everyone, big or small. That is why it is more in demand now than meat.
But you know what? Even if it is fun, playing belly can be dangerous. Because it has some harmful aspects. Belly is more harmful to health than beef. However, it also has beneficial aspects.
It contains zinc, selenium, iron and calcium. Which is very beneficial for the body. However, for many, belly fat can be dangerous. Find out who doesn't eat belly and how much you can eat even if you eat-
Absolutely avoid heart patients belly. This can increase cholesterol in the body and cause more damage to your heart. However, you can eat about 200 mg a day.
There are two types of belly fat. Saturated fat and trans fat. The level of saturated fat is one point three grams and the level of trans fat is zero point two grams. It is more likely to gain weight.
Be sure to clean the stomach well before eating. Cook well during cooking. This part of the cow's body is full of bacteria. Which can cause serious damage to the body.
Your post has been upvoted (1.14 %)
Delegate more BP for better support and daily BLURT reward 😉
Delegate BP Here
Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote