Benefits of drinking cumin water.

in blurthealth •  3 years ago 

IMG_20211223_094205.jpg

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি আমি আজ আপনাদের মাঝে জিরা পানি পান করার উপকারিতা সম্পর্কে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি চলুন শুরু করা যাক...
জিরা বাংলাদেশ সহ পৃথিবীর সর্বএ জন্মে। তবে কাশ্মীরের জিরা সর্বোৎকৃষ্ট। বৈজ্ঞানিক গবেষণায় মানব দেহের জন্য কতটুকু উপকারিতা ও অপকারিতা তা নিন্মে বিস্তারিত আলোচনা করা হলঃ

১। ওজন কমাতে –
জিরার পানি শরীরের চর্বি নিঃসরণে বিশেষ কার্যকর ভাবে ভূমিকা রাখে। এতে দেহের ওজন তাড়াতাড়ি হ্রাস পায়। হেদের ওজন সঠিক মাএায় ফিরে আসে। জিরার পানি দিনে দু’বার খেলে এটি পেটের ক্ষুধা কমিয়ে দেয় যার ফলে খাওয়ার ইচ্ছেটা কমে যায়।

২। রোগ প্রতিরোধে ও বৃদ্ধিতে-
জিরাতে পর্যাপ্ত পরিমানে আয়রন বিদ্যমান। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধে বিশেষ কার্যকর। জিরাতে আয়রনের পাশাপাশি ভিটামিন এ ও সি আছে। দেহের জন্য অনেক উপকারি।

৩। রক্তশূন্যতার চিকিৎসায়-
জিরাত আয়রন বিদ্যমান থাকায় হিমোগ্লোবিনের পরিমান বৃদ্ধিতে রক্তশূন্যতা দূর করে। এতে শারীরিক দূর হয়।

৪। অ্যাসিডিটি নিরাময়কে-
জিরার পানি অ্যাসিডিটির সমস্যা দূর করে। যে কোন কঠিন খাবার বা দেরিতে হজম হয় এমন খাদ্য খাওয়ার পর জিরার পানি বা সামান্য জিরার চূর্ণ সেবন করলে অ্যাসিডিটির আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে।

৫। কোষ্ঠকাঠিণ্য নিরাময়ে-

জিরাপানি পানের আর একটি স্বাস্থ্য উপকারিতা হচ্ছে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়। যাদের এই রোগ আছে তাদের দিনে দুইবার সেবন করতে পারেন।

৬। গ্যাষ্ট্রিক নিরাময়ে-

জিরার পানি গ্যাষ্ট্রিক নিরাময়ে উত্তম ঔষধ হিসেবে কাজ ও নিরাময় করে। তাই জিরার পানি পান করুন গ্যাষ্ট্রিক থেকে মুক্ত থাকুন।

৭। বমিভাব দূরীকরনে-
জিরাপানি বমি বমি ভাব দূরীকরনে করনে বিশেষ ভাবে কাজ করে। তাই গর্ভবতী মহিলারা গর্ভবাস্হায় জিরা পানি করতে পারেন।

৮। দেহের পানিশূন্যতা দূরীকরণে-
জিরার পানি গরম কালে শরীরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। জিরার পানি স্বাস্থ্যসম্মত প্রাকৃতিক ভাবে দেহের তাপমাত্রা কমায়।

৯। অনিদ্রা দূরীকরনে-
জিরার পানি সেবন করলে ভাল ঘুম আনায়ন করে। যারা দীর্ঘদিন অনি্দ্রায় ভোগছেন তারা নিয়মিত কিছুদিন জিরার পানি পান করুন। এতে ভাল ঘুম হবে। জিরার পানি ঘুমের জন্য খুবই উপকারী ভেষজ বীজ।

১০। স্মৃতিশক্তি উন্নত করে-
জিরার পানি স্মৃতিশক্তি বাড়ায় এবং মস্তিস্কে শক্তিশালি করতে বিশেষ ভাবে করে। নিয়মিত কাছুদিন জিরার পানি পান করলে উল্লেখযোগ্য ভাবে স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তাকে বৃদ্ধি করে।

১১। দেহের দূষিত পদার্থ দূরীকরণে-
জিরার পানি পান করলে যকৃতের ও পাকস্থলীর জন্য খুবই উপকারী এবং জিরার বিদ্যমান এন্টিঅক্সিডেন্ট দেহের এবং ভেতরের অঙ্গের বিষাক্ততা দূর করে।

১২। গর্ভবতী ও স্তন্যদান মায়েদের বাড়তি পুষ্টিতে-
জিরার পানিতে পর্যাপ্ত আয়রন বিদ্যমান থাকায় গর্ভবতী ও স্তন্যদান মায়েদের জন্য খুবই উপকারি ভেষজ উপাদান। তাই গর্ভস্থ ভ্রুণের, বাচ্চার এবং মায়ের আয়রনের চাহিদা মেটাতে সাহায্য করে।

১৩। ত্বকের সুস্হ্যতায়-
জিরার পানি সেবনে ত্বক সুস্হ্য ও টানটান রাখে। জিরা পানি দেহকে আভ্যন্তরীণ ভাবে শক্তিশালী ও স্বাস্থ্যবান করে।

১৪। বার্ধ্যক রোধে-
জিরাতে পর্যাপ্ত পরিমানে ভিটামিন এ,সি,ই ও এন্টিঅক্সিডেন্ট এবং এন্টিএজিং বিদ্যমান। তাই জিরার পানি পান করলে অকাল বুড়ীয়ে যাওয়া থেকে প্রতিরোধ করে।

১৫। ব্রণ নিরাময়ে-
জিরা পানি ব্রণের জন্য প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে। জিরার পানি পান করলে ব্রণ নিরাময় হয়।

১৬। জ্বালাপোড়া নিরাময়ে-
জিরাপানি ত্বকের ও দেহের জ্বালাপোড়া ভাব দূর করতে সাহায্য করে।

Translation:

Assalamu Alaikum how are you all I hope everyone is well I am also very good in your prayers I am going to share with you today about the benefits of drinking cumin water Let's get started...
Cumin is grown all over the world including Bangladesh. But Kashmir's cumin is the best. The advantages and disadvantages of scientific research for the human body are discussed in detail below:

1.To lose weight -
Cumin water plays a very effective role in the excretion of body fat. This leads to rapid weight loss. The weight of the head returns to the correct maya. Drinking cumin water twice a day reduces appetite and reduces appetite.

2.In disease prevention and growth-
Adequate amount of iron is present in cumin. Which enhances immunity and is especially effective in preventing disease. Cumin contains iron as well as vitamins A and C. Many benefits for the body.

3.Treatment of anemia-
Girat eliminates anemia by increasing the amount of hemoglobin due to the presence of iron. It eliminates the physical.

4.To cure acidity-
Cumin water eliminates the problem of acidity. Drinking cumin water or a little cumin powder after eating any solid food or food which is digested late can prevent the onset of acidity.

5.Cure Constipation-

Another health benefit of drinking cumin is getting rid of constipation. Those who have this disease can take it twice a day.

6 .Gastric or peptic ulcer:
Cumin water works as a good medicine for gastric healing. So drink cumin water to stay free from gastric.

7.To get rid of nausea-
Jirapani works especially well in relieving nausea. So pregnant women can water cumin during pregnancy.

8.In eliminating dehydration of the body-
Cumin water helps to retain body moisture in hot weather. Cumin water lowers body temperature in a healthy natural way.

9.To eliminate insomnia-
Drinking cumin water brings good sleep. Those who suffer from insomnia for a long time should drink cumin water regularly for some time. It will sleep well. Cumin water is a very useful herbal seed for sleep.

10.Improves memory-
Cumin water enhances memory and specially strengthens the brain. Regular drinking of cumin water for a few days significantly enhances memory and intelligence.

11.In the removal of contaminants from the body-
Drinking cumin water is very beneficial for the liver and stomach and the antioxidants present in cumin remove toxins from the body and internal organs.

12.Excess Nutrition for Pregnant and Breastfeeding Mothers-
Adequate iron is present in cumin water which is a very beneficial herbal ingredient for pregnant and lactating mothers. So it helps to meet the iron needs of the fetus, baby and mother.

13.Skin health-
Drinking cumin water keeps the skin healthy and taut. Cumin water strengthens and heals the body internally.

14.Anti aging-
Cumin contains adequate amounts of vitamins A, C, E and antioxidants and antiaging. So drinking cumin water prevents premature aging.

15.Acne Cure -
Cumin water acts as a natural remedy for acne. Drinking cumin water cures acne.

16.To cure burns-
Zirapani helps to relieve skin and body burns.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  


** Your post has been upvoted (1.48 %) **

Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote