Advantages and disadvantages of eating beef.

in blurthealth •  3 years ago 

IMG_20211222_144923.jpg

সামনেই কোরবানির ঈদ। এই ঈদে প্রত্যেক বাড়িতেই গরুর মাংস থাকে। দেখা যায় টানা বেশ কয়েকদিন সব বাড়িতেই গরুর মাংস রান্না হয়। তাই খাওয়াও হয় বেশি। গরুর মাংস পরিমিত পরিমাণে সঠিকভাবে খেলে এর থেকে যে পরিমাণ পুষ্টি পাওয়া যায় তার সমপরিমাণ পুষ্টি অন্য কিছু থেকে পাওয়া কঠিন। তবে সঠিক পরিমাণ ও নিয়মে না খেলে মারাত্মক কিছু ক্ষতিও হতে পারে।
তাই ঈদে গরুর মাংস খাওয়ার পূর্বে এর উপকারিতা, অপকারিতা ও খাওয়ার পরিমাণ সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। চলুন তবে এই বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক-

উপকারিতা

আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় নয়টি পুষ্টি উপাদান আছে গরুর মাংসে। এগুলো হলো প্রোটিন, জিঙ্ক, ভিটামিন বি১২, সেলেনিয়াম, ফসফরাস, নায়াসিন, ভিটামিন বি৬, আয়রন এবং রিবোফ্লেভিন।

গরুর মাংস শুধু শারীরিক বর্ধন নয়, বুদ্ধি-বৃত্তিক গঠন এবং রক্ত বর্ধনেও এটি ভূমিকা রাখে। ৩ আউন্স গরুর মাংসে আছে ৯-১৩ বছর বয়সী বাচ্চার দৈনিক চাহিদার ১২৫ শতাংশ ভিটামিন বি১২, ৯০ শতাংশ প্রোটিন, ৭৪ শতাংশ জিঙ্ক, ৪২ শতাংশ সেলেনিয়াম, ৩২ শতাংশ ভিটামিন বি৬, ৩২ শতাংশ আয়রন, ২৯ শতাংশ নায়াসিন, ২৩ শতাংশ রিবোফ্লেভিন এবং ১৬ শতাংশ ফসফরাস।

গরুর মাংস খনিজ লবণের চমৎকার উৎস। এতে রয়েছে জিংক, ফসফরাস, সেলেনিয়াম এবং বিপুল পরিমাণ লৌহ। গরুর মাংস গুরুত্বপূর্ণ ভিটামিনেরও উৎস। ভিটামিন বি-৩, বি-৬, বি-১২ প্রভৃতি ভিটামিনের সরবরাহ পেতে পারেন গরুর মাংস থেকে।

মাংস ছাড়াও হাড়, কলিজা, মগজ ইত্যাদি থেকেও প্রোটিন চলে আসে। গরুর মাংসের প্রোটিন থেকে যে অ্যামাইনো এসিড পাওয়া যায়, তা হাড় ও মাংসপেশির কাজে অনেক সাহায্য করে থাকে। ১০০ গ্রাম গরুর মাংসে ২২.৬ গ্রাম প্রোটিন পাওয়া যায়।

জিংক আমাদের শরীরের কোষ রক্ষণাবেক্ষণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে থাকে। বলা হয় ৩ আউন্স পরিমাণ গরুর মাংস দৈনিক জিংকের ৩৯ শতাংশ পূরণ করে থাকে।

অপকারিতা

অতিরিক্ত গরুর মাংস খেলে কোষ্ঠকাঠিন্য হওয়ার ঝুঁকি বাড়ে, যা থেকে পরবর্তীকালে আরো অনেক রোগের সূত্রপাত হয়।

সপ্তাহে যারা পাঁচ বেলা গরু, খাসি কিংবা ভেড়ার মাংস খান, তাদের কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।

যারা নিয়মিত লাল মাংস খান তাদের মধ্যে ধূমপান, মদ্যপানসহ নানা বদভ্যাস গড়ে ওঠে। এতে বেড়ে যায় হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি।

গরুর মাংসের অতিরিক্ত সোডিয়াম শরীরের জন্য ক্ষতিকর। বিশেষ করে উচ্চ রক্তচাপ সৃষ্টিতে বা বাড়াতে সোডিয়াম সাহায্য করে। তাই অতিরিক্ত গরুর মাংস খেলে উচ্চ রক্তচাপ হতে পারে, যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

যারা নিয়মিত লাল মাংস খান তাদের কোলন ক্যান্সার হওয়ার হার শতকরা ১২ ভাগ বেশি। অন্যদিকে প্রক্রিয়াজাত লাল মাংসে মৃত্যু ঝুঁকি তার চেয়েও বেশি।

অতিরিক্ত গরুর মাংস খেলে তা থেকে প্রাপ্ত প্রোটিন কিডনি রোগের ঝুঁকি বাড়ায়। এছাড়া বেশি পরিমাণে গরুর মাংস খাওয়ার কারণে রক্তে ইউরিক এসিডের মাত্রা বেড়ে যায়।

দৈনিক কতটুকু গরুর মাংস খাওয়া যায়

গরুর মাংসের দৈনিক নিরাপদ মাত্রা হলো ৩ আউন্স বা ৮৫ গ্রাম।

Translation:

Eid-ul-Adha is ahead. This Eid has beef in every house. It is seen that beef is cooked in all the houses for several days in a row. So eating is more. When beef is eaten in moderation, it is difficult to get the same amount of nutrients from other sources. However, not playing the right amount and rules can be some serious damage.
Therefore, before eating beef on Eid, it is very important to know about its advantages, disadvantages and amount of food. But let us know the details about this-

Benefits

Beef contains nine essential nutrients for our body. These are protein, zinc, vitamin B12, selenium, phosphorus, niacin, vitamin B6, iron and riboflavin.

Beef is not only for physical growth, it also plays a role in intellectual development and blood growth. 3 ounces of beef contains 125 percent vitamin B12, 90 percent protein, 64 percent zinc, 42 percent selenium, 32 percent vitamin B6, 32 percent iron, 29 percent niacin, 23 percent riboflavin, and 18 percent phosphorus. .

Beef is an excellent source of mineral salts. It contains zinc, phosphorus, selenium and a large amount of iron. Beef is also a source of important vitamins. You can get vitamin B-3, B-6, B-12 etc. from beef.

In addition to meat, protein also comes from bones, liver, brain, etc. The amino acids found in beef protein are very helpful in bone and muscle function. 100 grams of beef contains 22.6 grams of protein.

Zinc enhances our body's cell maintenance and immunity. It is said that 3 ounces of beef contains 39% of daily zinc.

Disadvantages

Eating extra beef increases the risk of constipation, which in turn leads to the onset of many more diseases.

Those who eat beef, mutton or mutton five times a week have a higher risk of developing colon cancer.

Those who regularly eat red meat, smoking, drinking and other bad habits developed. This increases the risk of heart disease and cancer.

Excess sodium in beef is harmful for the body. Sodium helps in raising or lowering blood pressure in particular. So eating extra beef can lead to high blood pressure, which increases the risk of heart disease and stroke.

Those who regularly eat red meat have a 12 percent higher rate of colon cancer. Processed red meat, on the other hand, carries a higher risk of death.

Protein obtained from eating extra beef increases the risk of kidney disease. In addition, high levels of uric acid in the blood can be caused by eating too much beef.

How much beef can be eaten daily?

The daily safe dose of beef is 3 ounces or 75 grams.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  


** Your post has been upvoted (1.22 %) **

Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote