Very few people know the benefits of mutton.

in blurthealth •  3 years ago 

IMG_20211223_114456.jpg

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি আমি আজ আপনাদের মাঝে ছাগলের মাংসের কিছু উপকারিতা শেয়ার করতে যায় যা আপনাদের সবারই অজানা রয়েছে চলুন শুরু করা যাক...
আমাদের অনেকের মনেই ভুল ধারণা আছে যে, খাসির মাংস খাওয়া শরীরের পক্ষে ভালো না। কারো আবার এর গন্ধ নাকে গেলেই খিদে দুই গুন বেড়ে যায়। আবার কারো কাছে এর গন্ধ একটু বোটকা বলে এই মাংস খান না, সে বিষয়টি সম্পূর্ণ আলাদা। কিন্তু যারা এই মাংস খেতে ভালোবেসেও শরীরের কথা ভেবে, রবিবার পাতে ৪ টুকরোর বদলে ২ টুকরো দিয়েই পেট পুজো সেরে মন খারাপ নিয়েই উঠে পরেন! তাদের উদ্দেশ্যে বলিঃ-

যেকোনো জিনিসই অতিরিক্ত পরিমাণে খারাপ। খাসির মাংস তার ব্যাতিক্রম নয়। তবে রসনা তৃপ্তিতে আর একটু খোরাক দেওয়াই যায়, যেমন ধরুণ একটু চিটিং। না না , লুকিয়ে খাওয়া নয়, বরং সবার সাথে বসে পাত পেড়ে খান। কারণ খাসির মাংসের কিন্তু কিছু উপকারী দিকও রয়েছে। কিভাবে? আসুন সেই উপকারী দিকগুলি কি দেখেনি।

খাসির মাংসে সম্পৃক্ত চর্বি ও কোলেস্টেরল-এর পরিমাণ বেশি, তবে একই গুন সম্পন্ন ছাগলের মাংসে তুলনামূলক ভাবে সম্পৃক্ত চর্বি ও কোলেস্টেরল-এর পরিমাণ অনেকটাই কম হওয়ায় তেমন কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। সম্পৃক্ত চর্বি কম বলে রক্তে কোলেস্টেরল-এর মাত্রা বৃদ্ধি করে আপনাকে বিপদে ফেলবে না। সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছে মতো ছাগলের মাংস খেতে পারেন। এই মাংসে চর্বি কম হওয়ায় পাতলা করে কেটে লিন মাংস বানাতে হয় না।

উপকারিতাঃ- ছাগলের মাংসে সোডিয়ামের পরিমাণ কম ও পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে। যার ফলে খাদ্য হিসেবে এই মাংসের স্বাস্থ্য উপকারিতা বৃদ্ধি করেছে। প্রতি ১০০ গ্রাম ছাগলের মাংসে ১২২ ক্যালরি শক্তি, ২৩ গ্রাম প্রোটিন ও ২.৫৮ গ্রাম চর্বি। এছারাও রয়ছে বেশি মাত্রায় লৌহ, যা কিনা আমাদের শরীরের রক্তাল্পতা প্রতিরোধ করে। তাই খাসির মাংসের বদলে একটু চিটিং করে ছাগলের মাংস তৃপ্তি করে খান ও সুস্থ্য থাকুন।

Translation:

Assalamu Alaikum how are you all I hope everyone is well I am also very good in your prayers I am going to share some benefits of goat meat among you today which is unknown to all of you Let's start ...
Many of us have the misconception that eating castrated meat is not good for the body. When someone smells it again, their hunger doubles. Some people don't eat this meat because it smells a little botka, that's a completely different matter. But those who love to eat this meat, even thinking about the body, on Sunday leaves instead of 4 pieces with 2 pieces of stomach pujo and get up with a bad mood! I say to them: -

Anything is too bad. Khasi meat is no exception. However, a little more food can be given to satisfy the taste, such as a little cheating. No, not to eat in secret, but to sit down and eat with everyone. Because there are some beneficial aspects of castrated meat. How? Let's see what the benefits are.

The amount of saturated fat and cholesterol in goat meat is high, but there is no health risk as the amount of saturated fat and cholesterol in goat meat is relatively low. Being low in saturated fat will not put you at risk by raising your blood cholesterol levels. In that case you can eat goat meat as you wish. Since this meat is low in fat, it is not necessary to cut it thin and make lean meat.

Benefits: Goat meat is low in sodium and high in potassium. As a result the health benefits of this meat as food have increased. 122 calories per 100 grams of goat meat, 23 grams of protein and 2.56 grams of fat. It also contains high levels of iron, which helps prevent anemia in our body. So eat goat meat with a little cheating instead of mutton and stay healthy.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  


** Your post has been upvoted (2.36 %) **

Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote