The reasons for the paralysis of ducks.

in blurthealth •  3 years ago 

IMG_20211227_091357.jpg
আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি আমি আজ আপনাদের মাঝে হাঁসের প্যারালাইসিস রোগের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই চলুন শুরু করা যাক...
যেসব কারণে হাঁসের প্যারালাইসিস হয়ে থাকে তা আমরা অনেকেই জানি না। হাঁস পালনে অন্যতম সমস্যা হল হাঁসের রোগ। আর হাঁসের রোগগুলোর মধ্যে অন্যতম হল হাঁসের প্যারালাইসিস। তবে হাঁসের প্যারালাইসিস হওয়ার জন্য যেসব কারণ দায়ী সেগুলো না জানার কারণে আমরা এই সমস্যার সমাধান করতে পারি না।
হাঁসের প্যারালাইসিস হওয়ার কারণ সম্পর্কে-

হাঁসের প্যারালাইসিস হওয়ার কারণঃ
যেসব কারণে হাঁসের প্যারালাইসিস হয়ে থাকে সেগুলি নিচে দেওয়া হল-

১। বিভিন্ন ভাইরাস জনিত রোগের কারণে অনেক সময় হাঁসের পা ফুলে যায় এবং তাপমাত্রা অনেক বৃদ্ধি পায়, এর ফলে অনেক সময় হাঁসের প্যারালাইসিস হয়ে থাকে।

২। হাঁসের খাবার পাত্র নিচু অবস্থানে রাখলে এবং হাঁস বসে খাবার ও পানি পান করলে অনেক সময় হাঁসের প্যারালাইসিস হয়ে থাকে।

৩। হাঁসের খাদ্য ব্যবস্থাপনা ঠিক না থাকলে হাঁসের প্যারালাইসিস হতে পারে। হাঁসের খাদ্যে ভিটামিন, আয়রন, খনিজ উপাদান ও ক্যালসিয়ামের অভাব দেখা দিলে অনেক সময় হাঁসের প্যারালাইসিস হয়ে থাকে। এছাড়া হাঁসের শরীরে হাড়ের গঠন ঠিক রাখার জন্য ভিটামিন-ডি এর অভাব দেখা দিলেও হাঁস অনেক সময় প্যারালাইসিস দ্বারা আক্রান্ত হয়ে থাকে।

৪। হাঁসের শরীরে ভিটামিন-বি এর অভাব হলে অনেক সময় হাঁসের পা বাঁকা হয়ে যায়। এর কারণেও অনেক সময় হাঁসের প্যারালাইসিস হয়ে থাকে।

৫। ব্যাকটেরিয়া জনিত রোগের কারণে অনেক সময় হাঁসের পায়ের তালু ও জয়েন্ট ফুলে যায়। এই সমস্যার কারণেও অনেক সময় হাঁসের প্যারালাইসিস হয়ে থাকে।

হাঁসের প্যারালাইসিস প্রতিকারঃ

১। হাঁসের প্যারালাইসিস প্রতিকারের জন্য বাচ্চার উন্নত ব্রুডিং ব্যবস্থা করতে হবে। ব্রুডিং ব্যবস্থা ভাল হলে হাঁস শারীরিকভাবে সুস্থ ও সবল হয়ে থাকে। ফলে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনাও অনেক কম থাকে।

২। হাঁসের খাদ্য ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারলে হাঁসের প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।

৩। হাঁসের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও রোগ প্রতিরোধের ব্যবস্থা করলে হাঁসের প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।

চিকিৎসাঃ

১। প্রাথমিকভাবে প্যারালাইসিসে আক্রান্ত হাঁসকে আলাদা করে রাখতে হবে।

২। একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে।

আপনারা যদি কেউ হাঁস পালন করে থাকেন আর যদি কোন প্যারালাইস সমস্যা সেই হাঁসগুলো ভোগে তাহলে আপনি অবশ্যই আমার দেওয়া এই টিপস ব্যবহার করতে পারেন ভালো থাকবেন সবাই আর আমার জন্য সবাই দোয়া করবেন।

Translation:

Assalamu alaikum how are you all I hope everyone is well I am also very good in your prayers I want to share some of the parasitic diseases of duck among you today Let's start ...
Many of us do not know the reasons for the paralysis of ducks. One of the problems in keeping ducks is the disease of ducks. And one of the diseases of duck is duck paralysis. However, we cannot solve this problem because we do not know the reasons that are responsible for the paralysis of ducks.
About the causes of duck paralysis-

Reasons for paralysis of ducks:
The following are the causes of duck paralysis:

  1. Due to various viral diseases, the legs of the duck are often swollen and the temperature rises a lot, which often leads to paralysis of the duck.

  2. Duck paralysis is often caused by keeping the duck food container in a low position and by sitting down and drinking food and water.

  3. If duck food management is not done properly, paralysis of ducks can occur. Lack of vitamins, iron, minerals and calcium in the diet of ducks often leads to paralysis of ducks. In addition to the lack of vitamin-D to maintain the bone structure in the body of the duck, but the duck is often affected by paralysis.

  4. When the body of the duck is deficient in vitamin-B, many times the legs of the duck become crooked. Due to this, ducks are often paralyzed.

  5. Bacterial diseases often cause swelling of the soles of the feet and joints of ducks. This problem is often due to the paralysis of ducks.

Duck paralysis remedy :.

  1. Advanced brooding of the baby should be done to cure the paralysis of the duck. If the brooding system is good, the ducks become physically healthy and strong. As a result, the chances of paralysis are much lower.

  2. Properly managed duck feeds are much less likely to cause duck paralysis.

  3. The chances of paralysis of ducks are greatly reduced by providing the necessary vitamins and immunity to the ducks.

Treatment:

  1. Initially, paralyzed ducks should be kept separate.

  2. Treatment should be done as per the advice of an experienced doctor.

If any of you are keeping ducks and if those ducks suffer from any paralysis problem then you can definitely use these tips given by me. Everyone will be fine and everyone will pray for me.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  


** Your post has been upvoted (1.13 %) **

Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote