About the medicinal properties and benefits of Kamranga.

in blurthealth •  3 years ago 

IMG_20211228_112621.jpg

হ্যালো ব্লার্ট,

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। কামরাঙ্গার ঔষধীগুণ ও উপকারিতা সম্পর্কে, চলুন সুরু করা যাক।

বাড়ির আনাচে-কানাচে গজিয়ে ওঠা গাছ কামরাঙ্গা। সবুজ ও হলুদের মিশ্রণে বাহারি ফলটির বেশ চাহিদা রয়েছে আমাদের কাছে।

এই সময়ে ফলটি বাজারেও বেশ সহজলভ্য। অন্যান্য ফলের তুলনায় এর দামও কম।

তাই ঔষধীগুণ সমৃদ্ধ ফল কামরাঙ্গা যেমন পুরণ করবে শরীরের পুষ্টি তেমনি প্রতিরোধ করবে নানান রোগ।

টক ও মিষ্টি স্বাদযুক্ত দু’ধরনের কামরাঙ্গা সাধারণত পাওয়া যায়।

এতে ভিটামিন-এ অল্প পরিমাণে থাকলেও অন্যান্য পুষ্টি উপাদান উল্লেখযোগ্য পরিমাণে থাকে।

এতে ভিটামিন সি-এর পরিমাণ আম, আনারস ও আঙ্গুরের চেয়ে বেশি।
কামরাঙ্গায় আয়রনের পরিমাণ পাকা কাঁঠাল, পাকা পেঁপে, লিচু, কমলালেবু ও ডাবের পানির থেকেও বেশি। আবার কামরাঙ্গা দিয়ে জ্যাম, জেলি, চাটনি ইত্যাদি তৈরি করা যায়।

কামরাঙ্গা উপকারিতা।

এতে থাকে এলজিক এসিড যা খাদ্যনালির অন্ত্রের ক্যান্সার প্রতিরোধ করে।
এর পাতা ও কচি ফলের রসে রয়েছে ট্যানিন, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
পাকা ফল রক্তক্ষরণ বন্ধ করে।
ফল ও পাতা গরম পানিতে সিদ্ধ করে পান করলে বমি বন্ধ হয়।
কামরাঙ্গা ত্বক মসৃণ করে।
এর পাতা ও ডগার গুঁড়া খেলে জলবসন্ত ও বক্রকৃমি নিরাময় হয়।

কামরাঙ্গা পুড়িয়ে ভর্তা করে খেলে ঠাণ্ডাজনিত (সর্দিকাশি) সমস্যা সহজেই ভালো হয়ে যায়।
এর মূল বিষনাশক হিসেবে ব্যবহৃত হয়। কামরাঙ্গা ভর্তা রুচি ও হজমশক্তি বাড়ায়। পেটের ব্যথায় কামরাঙ্গা খেলে উপকার পাওয়া যায়। শুকানো কামরাঙ্গা জ্বরের জন্য খুবই উপকারী। গ্রাম পরিমাণ শুকনো কামরাঙ্গার গুঁড়া পানির সঙ্গে রোজ একবার করে খেলে অর্শ রোগে উপকার পাওয়া যায়। কামরাঙ্গা শীতল ও টক। তাই ঘাম, কফ ও বাতনাশক হিসেবে কাজ করে।

Translation:

Hello Blart,

Assalamu Alaikum I hope you are all well. By the grace of God, I am also well. I will share with you today. About the medicinal benefits of Kamranga, let's get started.

Kamranga is a tree that grows all over the house. We have a great demand for Bahari fruit in a mixture of green and yellow.

At this time the fruit is also quite readily available in the market. It also costs less than other fruits.

Therefore, Kamranga, a fruit rich in medicinal properties, will supplement the body's nutrition as well as prevent various diseases.

There are two types of kamaranga, usually sour and sweet.

Although it contains a small amount of vitamin A, it contains significant amounts of other nutrients.

It contains more vitamin C than mangoes, pineapples and grapes.
Kamranga contains more iron than ripe jackfruit, ripe papaya, litchi, orange and coconut water. Jamrang, jelly, chutney etc. can be made with Kamranga.

Kamranga benefits.

It contains allergic acid which prevents esophageal cancer.
The juice of its leaves and young fruits contains tannins, which help in blood clotting.
Ripe fruit stops bleeding.
Boil fruits and leaves in hot water and drink it to stop vomiting.
Kamranga smoothes the skin.
Eating its leaves and dagger powder cures chickenpox and worms.

The problem of cold (sardikashi) is easily cured by burning kamaranga and playing with it.
Its root is used as an antidote. Kamranga mash enhances appetite and digestion. Playing Kamranga is beneficial for stomach ache. Dried kamaranga is very useful for fever. Hemorrhoids can be cured by taking one gram of dried kamaranga powder with water once a day. Kamranga is cool and sour. So it acts as an antiperspirant, expectorant and antiseptic.

Thank you very much for reading this and I hope you have a wonderful day today! I will be thinking of you throughout the day and do my best to read and respond to each comment!
Love,
@hossain001

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  


** Your post has been upvoted (1.14 %) **

Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote