Today village photography

in blurtbooster •  last year 

IMG_20230408_075507.jpg

হ্যালো বন্ধুগন ,,

আজকে আমি সারাদিনে কয়েকটি ছবি তুলেছি ৷ আর এই ছবি গুলো তুলে আমি অনেক ধন্য কারন ছবি তুলতে অনেক কষ্ট হয় সারাদিন ঘুরে ছবি ক্যাপশন করতে হয় ৷ সব জায়গায় ছবি ভালো ক্যাপশন হয় না তার জন্য বেশ কিছু জায়গায় খুবই গুরুত্বপূর্ণ ৷

ধানগাছের সাথে আকাশের সৌন্দর্যতা ফুটে উঠেছে সেই দৃশ্য গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ আশা রাখছি অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে ৷

IMG_20230522_132028.jpg

তারপর একটি সবজী গাছের ফুলের ছবি তুলেছিলাম ৷ ফুলটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে ৷ ফুলের রং হলুদ আর বেশ কয়েকটি পাপড়িও রয়েছে ৷ এই ফুল গুলো দেখতে অনেক চমৎকার বিশেষ করে সকাল বেলা আর বিকেল বেলা দেখতে অনেক সুন্দর লাগে ৷

IMG_20231003_160442.jpg

IMG_20231003_160513.jpg

তারপর দেখলাম প্রজাপতি গুলো বসে আছে আর সেই সময়ে আমি এই প্রজাপতি ছবিগুলো তুলেছি ৷ আসলে প্রজাপতি আমার অনেক ভালো লাগে ৷ যখন প্রজাপতি আকাশে উড়ে তখন দেখতে আরো অনেক সুন্দর লাগে ৷

যাই হোক আমার শেষের ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷

সমাপ্ত
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!