একটা ব্যাপার আসলেই বুঝিনা যে দায়িত্ববান জায়গায় গেলে কি অটোমেটিকলি কিছু দায়িত্বহীন কথা চলে আসে নাকি বলতে হয়? এটা কি সিস্টেম?
মানে ভারত ২৬ বছরে প্রথম টেস্ট জিতেছে এটা উদাহরণ হয় অথচ ওদিকে অস্ট্রেলিয়া ইংল্যান্ড প্রথম এবং দ্বিতীয় টেস্টেই জিতে যায়। ওয়েস্ট ইন্ডিজ জেতে ২বছরে। পাকিস্তান আবার তাদের ২য় টেস্টেই জিতে যায়। শ্রীলঙ্কা জেতে ৩বছরেই, একই সময়ের মধ্যেই প্রথম টেস্ট জেতে জিম্বাবুয়েও।
এগুলো বছরের হিসাব। ম্যাচের হিসেবে এর মধ্যে টেস্ট খেলুড়ে নিউজিল্যান্ড বাদে সব টিম ই বাংলাদেশের চেয়ে কম ম্যাচ খেলেই টেস্ট জিতেছে।
সব বাদ দিলাম আফগানিস্তান তাদের ২য় টেস্টেই জয় লাভ করেছে। সেটাও ১বছর ৯মাসের মাথায়। অথচ উদাহরণ হয় ভারত ২৬ বছরে টেস্ট জিতেছে।
শক্তি-সামর্থ্য কিংবা পরিচালনা বা সিলেকশন সমস্যা বা অবকাঠামোগত সমস্যা আছে কি না সেটা নিয়ে কথা না বলে উদাহরণ হয় সব লেম কথাবার্তার।
তার নিজের ভাষায় ই বলতে হয়, মানে কি বলবো!!!
আরেকটা ব্যাপার,
টেস্টের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। তারা এবারে এখন অব্দি আছে তলানিতে থাকা বাংলাদেশের উপরে। উদাহরণ এটাই হয়। অথচ গতবছর টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫ এ শেষ করা আফ্রিকা এবার এখন ২এ সেটা উদাহরণ হয়না।
বাংলাদেশ অবশ্য অপরিবর্তিত আছে। ৯ এ শেষ করে এবারো ৯এই আছে। অবস্থান ধরে রাখাও নাকি কঠিন। নিউজিল্যান্ডের উদাহরণ টেনে তিনি সেটাই বুঝাইতে চাইলেন কি না কে জানে!!!