The tree name Hatishund is full of medicinal properties Medicinal plants.

in blurt-192372 •  6 months ago 

The tree name Hatishund is full of medicinal properties Medicinal plants.

1000004135.jpg

The tree name Hatishund is brimming with restorative properties
Therapeutic plants.

The name sounds unique - the name of the tree is elephant. This plant should be visible among different weeds close to old structures or along streets. White blossoms sprout on the bended stems of this plant. This blossom is white like ivory. The tree develops to a great extent with weeds so it gets away from the general view. Roughly one and a half feet tall. The tree trunk is empty, delicate. There are little hairs all around the body. The upper trunk of the tree is square, the lower part is moderately round. The Sanskrit name is Srihastini.

The logical name is Heliotropium indicum and in English it is called 'Indian heliotrope'. Otherwise called Hatishundi, Hatishundi, Hastishundi, Srihastini, Mahashundi and so forth as nearby names. Has a place with the Boraginaceae family. Blossoms sprout over time yet blossom seriously during the blustery season. The uterus is four-separated. Leafy foods are little. This plant contains indicine, pyrrolizidine alkaloids and heliothrine. Leaves fresh, inverse to one another. The leaves on the lower a piece of the branch are huge, the petioles are long. The enormous leaves seem to be lances. The leaves are fragrant when scoured with the fingers.

The purposes of Hatishur tree
In the event that a piece of the body is enlarged because of the nibble of a toxic bug and there is consuming there, applying its juice on the leaves of this plant is helpful.

In Horrible Expanding - Applying a little intensity on betel leaf lessens enlarging and torment.

In the event that the knuckles of the hands and feet are enlarged because of cold or baghi expanding for example between the thigh and lower midsection, assuming any side of the right or left half of the shin is enlarged, the leaves of this plant are tenderly warmed and applied to the impacted region to diminish the expanding and torment.

The juice of its leaves is utilized to fix red chaka spots because of contagious contaminations in the body.

If for reasons unknown the eyes are dazzling red, stinging - it appears to be that sand has fallen. If so, the juice of the leaves of the elephant trunk tree is a faultless medication.

In the event that you have a cool, take two spoonfuls of the juice of this elephant leaf and it will fix the virus.

To dispose of skin inflammation, on the off chance that you apply the leaves of Hatishur plant on the impacted region, it will fix the dermatitis following a couple of days.
The leaves of this plant can be a powerful cure in typhoid sickness. The juice of its leaves blended in with warm water is great for typhoid.

The juice of its leaves is utilized to fix red chaka spots because of contagious contaminations in the body.
Individuals experiencing gum disease diminish the gingival expanding in Hatishur root biting.
In the event that there is a pimple or it becomes scarred, the departs of the elephant tree and its young branches are squashed and applied on the pimple 1 hour prior to washing up in the early evening, the pimple mends and no more skin break out happens.

1000004134.jpg

গাছের নাম হাতিশুঁড় ঔষধি গুণে ভরপুর
ঔষধি গাছ ।

নামটা শুনে অন্যরকম মনে হয়- গাছের নাম হাতিশুঁড়। পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এ গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল। গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল। গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায় তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়। মোটামুটি এক দেড় ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা, নরম। সারা দেহে ছোট ছোট রোম আছে। গাছের ওপরের দিকের কাণ্ড চৌকো, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার। সংস্কৃত নাম শ্রীহস্তিনী।

বৈজ্ঞানিক নাম Heliotropium indicum এবং ইংরেজিতে 'Indian heliotrope' বলে। হাতিশুঁড়ি, হাতিশুণ্ডি, হস্তীশুণ্ডী, শ্রীহস্তিনী, মহাশুণ্ডী ইত্যাদি স্থানীয় নামেও পরিচিত। হাতিশুঁড় Boraginaceae পরিবারের অর্ন্তভুক্ত। সারা বছরই ফুল ফোটে তবে বর্ষাকালে বেশি ফুটতে দেখা যায়। গর্ভাশয় চারখন্ডিত। ফল ও বীজ ছোট। এই উদ্ভিদে ইনডিসিন, পাইরোলিজিডিন এলকালয়েড্স ও হেলিওট্রিন নামক নানারকম জৈব উপদান পাওয়া যায়। পাতা খসখসে, একের বিপরীত অন্য পাতাটির অবস্থান। ডালের নিচের দিকের পাতা বড়, পত্রবৃন্ত লম্বা। বড় পাতাগুলো দেখতে বর্শার ফলার মতো। পাতাগুলো আঙুল দিয়ে ঘষলে গন্ধ পাওয়া যায়।

যেসব কাজে লাগে হাতিশুর গাছ
বিষাক্ত কোনো পোকার কামড়ে শরীরের কোনো স্থান ফুলে গেলে এবং সে স্থানে জ্বালাপোড়া হলে এ উদ্ভিদের পাতা বেটে এর রস লাগালে উপকার পাওয়া যায়।

আঘাতজনিত ফোলায়- পাতা বেটে অল্প গরম করে লাগালে, ফোলা এবং ব্যথা কমে যায়।

ঠান্ডা লেগে হাতে পায়ের গাঁট ফুলে গেলে বা বাগী ফোলা অর্থাৎ উরু ও তলপেটের মাঝখানে, কুচকির ডান ও বাম দিকে যেকোনো দিক ফুলে গেলে এ গাছের পাতা বেটে হালকা গরম করে আক্রান্ত জায়গায় লাগালে ফোলা ও ব্যথা কমে যায়।

দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়।

কোন কারনে চোখ টকটকে লাল হলে, কড় কড় করছে- মনে হচ্ছে বালি পড়েছে। এমনটা হলে হাতিশুঁড় গাছের পাতার রস অব্যর্থ ওষুধ।

সর্দি লাগলে এই হাতিশুড়ের পাতা ছেচে দুই চামচ পরিমাণ রস খেলে সর্দি ভাল হবে।

একজিমা থেকে মুক্তি পেতে হাতিশুড় গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিলে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবে।
টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান। এর পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভাল হয়।

দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়।
মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিশুরের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায়।
ব্রন হলে বা এর দাগ হয়ে গেলে হাতিশুঁড় গাছের পাতা ও তার কচি ডাল থেঁতো করে দুপুরে গোসল করতে যাবার ১ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না।

1000004136.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!