আমার শখের সাদ বাগান এবং মুরগি পালন।

in blurt-188398 •  yesterday 

![17365825176725901833501953540686.jpg](https://img.blurt.world/blurtimage/mamun001/6a174795c0d9a3a2e85a3ed3fd38f579483a4631.jp
আসসালামু আলাইকুম, সুপ্রিয় বন্ধুগণ আজ আমি কথা বলব আমার সাধের বাগান নিয়ে, এখানে একটি গুরুত্বপূর্ণ গাছ এই গাছের নাম ড্রাগন গাছ, আমার এই গাছে এর আগে প্রায় ছয় থেকে সাতটা ফল এসেছিল, ফলগুলা খেতে মিষ্টি ও অনেক সুস্বাদু, আপনারা ইচ্ছা করলে এভাবে ছাদে বাগান তৈরি করতে পারবেন শুধু তাই নয় আমার সাথে আরও আছে আঙ্গুরের গাছ এবং সজনে গাছ আরো আছে ডালিমের গাছ, আমি আমার ছাদে দুইটি মুরগি পালন করি, আমার মুরগি দুটা কিছুদিন হলো ডিম দিয়ে শুরু করেছে আপনারা ছাদে ইচ্ছা করলে এভাবে দু একটা করে মুরগি পুষ্টি পারেন, ফলের গাছের তো কোন বিকল্প নেই আপনার ইচ্ছা করলে ছাদে টপের মাধ্যমে যে কোন ফলের গাছ চাষ করতে পারবেন, আমার ছাদ বাগানে যে ডাউন গাছটা আছে ডাউন গুলা খেতে অনেক সুস্বাদু কিন্তু আমার আঙ্গুলগুলো খেতে অনেক টক তাই বন্ধুরা যদি আপনাদের কারো জানা থাকে কিভাবে আঙ্গুর চাষ করতে হয় তাহলে অবশ্যই আমার জানাবেন আমি রাজশাহী বসবাস করি অনেক সুন্দর একটা পরিবেশ রাজশাহীতে সব কিছু দাম অনেক কম রাজশাহী শহরে আছে অনেক সুন্দর সুন্দর জায়গা পদ্মা গার্ডেন বা পদ্মা নদী এখানে অনেক মানুষ বিকেলে ঘুরতে আসে এই পদ্মা নদীতে সারাক্ষণ জেলেরা মাছ ধরে রাজশাহী শহরের আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আছে কামরুজ্জামান পার্ক শিশু পার্ক বর্তমানে তন্দন পার্কে কোন পশু পাখি নাই তবে এক সময় পার্কে অনেক পশু পাখি ছিল বন্ধুগণ যদি আপনারা রাজশাহী কেউ ঘুরতে আসেন রাজশাহীর মনোরম পরিবেশ অনেক সুন্দর, বর্তমানে রাজ্যের শহর অনেক উন্নত
1736584162198656614201127297351.jpg
রাজশাহী শহরের রাস্তাঘাট অনেক পরিষ্কার আর চারি সাইডে সবুজের সমাহার রাজশাহী আছে অনেক উন্নতমানের লাইটিং দিনের মত, এখন তো বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি পরবর্তীতে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ।

17365842482172984958254159909858.jpg

17365843889415656886086479662324.jpg

![17365844808753841109707381811066.jpg](UPLOAD FAILED)

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!