ROHMATULL
Hello..!!
My Dear Blurt,
I am @ahik777 from Bangladesh
Assalamu alaikum come, you are all well, by the grace of God, I am also well. I will share with you today Ibrahimpur Park Tour.
Ibrahimpur Park Tour.
This morning I rented a Karimon car with my friends and went for a walk in Ibrahimpur Park. I went and saw that people have come to visit the park from far and wide. There are so many beautiful things to see inside this park. Such as peacocks, deer, eagles, camels, horses, hutum owls, and trains, cradles, a water fountain to entertain children. Much more. All in all, this Ibrahimpur Park is very beautiful. I was walking around the park with my friends for a long time. While walking, I saw an elephant made of cement sand. People are entering and leaving with the melody behind this elephant. I was very happy to see, I went out once and out and I took a picture of the elephant that you can see. And I shared with you. Beautiful and picturesque environment inside Ibrahimpur Park.
ইবরাহিমপুর পার্ক ভ্রমণ।
আজ সকাল বেলা আমার বন্ধুদের সাথে করিমন গাড়ি ভাড়া করে ইবরাহিমপুর পার্কে ঘুরতে গিয়েছিলাম। যেয়ে দেখি পার্কে অনেক দুর দুরান্ত থেকে মানুষ ঘুরতে এসেছে। এই পার্কের ভিতর দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। যেমন মউর পাখি, হরিণ, ইগল পাখি, উট, ঘোড়া, হুতুম পেঁচা, এবং বাচ্চাদের আনন্দো দেয়ার জন্য ট্রেন, দোলনা, একটি পানির ঝর্ণা আছে। আরও অনেক কিছু। সব মিলে এই ইবরাহীমপুর পার্ক অনেক সুন্দর। আমি বন্ধুদের সাথে পার্কের ভিতর অনেকক্ষণ ঘুরাঘুরি করলাম ঘুরাঘুরি করার সময় দেখি সিমেন্ট বালি দিয়ে তৈরি করা একটি হাতি। এই হাতির পেছন দিয়ে মানুষ ঢুকছে আর সুর দিয়ে বের হচ্ছে। আমার দেখে খুব ভালো লাগলো, আমি ও একবার বের হলাম আর বের হয়ে আমি হাতির ছবি তুলেছি যা আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদের মাঝে শেয়ার করলাম। ইবরাহিমপুর পার্কের ভিতর সুন্দর ও মনোরম পরিবেশ।
** Your post has been upvoted (11.34 %) **
Curation Trail Registration is Open!
Curation Trail Here
Delegate more BP for better Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote