লেখাপড়ার কিছু সময় এবং সামারি আপনাদের সাথে ভাগাভাগি

in study •  2 years ago 
আমার প্রিয় ব্লগার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন।
IMG_20230119_000951_102.jpg
IMG_20230119_000952_843.jpg

আজকে আমি আপনাদের সাথে আমার লেখাপড়া নিয়ে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে।


যদিও এটা আমার লেখাপড়ার সাইট নিয়ে কথা বলছি অর্থাৎ ভিন্ন রকম লেখাপড়া। আমি সিরামিক ডিপার্টমেন্টে ষষ্ঠ সেমিস্টারের অধ্যায়নরত আছি। এখন প্রায় শেষের দিকে লেখাপড়া। অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারের লেখাপড়া শেষের দিকে ফাইনাল পরীক্ষা চলতেছে।


IMG_20230119_000923_579.jpg

আজকে আমি আপনাদের সাথে যেই সাবজেক্ট নিয়ে কথা বলব সেই সাবজেক্টের নাম হচ্ছে ডায়ার কিলন এন্ড ফার্নেস


আদি যুগে যে সমস্ত কিলন ব্যবহার করা হতো সিরামিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেই তার নাম হচ্ছে পিরিয়ডিক কিলন। পিরিয়ড কিলন দ্বারা সিরামিকের যে সমস্ত দ্রব্যাদি তৈরি করা হতো তা ব্যয়বহুল ছিল সময় অপচয় হতো দ্রব্যের গুণগতমান বেশি ভাল ছিল না।


IMG_20230119_000913_612.jpg


তাইতো পিরিয়ডি কিলন এর সাইটে কিভাবে ভালো মানের কিলন তৈরি করা হওয়া যায় তারি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


দ্রব্যের গুণগত মান বৃদ্ধির জন্য সময় বাঁচানোর জন্য দ্রব্যের উৎপাদন বৃদ্ধি তাপীয় ক্ষমতা বৃদ্ধির জন্য ড্রাগন কিলন আবিষ্কার করা হয়। এই ড্রাগন কিলন চীনের পাহাড়ের ঢালে, মাটি ক্ষুধায় করে টানেলের মতো করে নির্মাণ করা হয়।


ড্রাগন কিলন এ পিরিয়ডিক কিলনের চেয়ে অধিক পরিমাণে দ্রব্যাদি পোড়ানো যায় এবং এতে তাপীয় ক্ষমতা বেশি উন্নত হয়। পরবর্তীকালে এই ড্রাগন কিলনকে মডিফাই করে কয়েকটি চেম্বারে বিভক্ত করে অ্যাসিডিং কিলোন নির্মাণ করা হয়।


এই জাতীয় কিননের মধ্যে চার থেকে বারটির মতো চেম্বার ফায়ারিং থাকে। এতে দ্রব্যের গুণগত মান এবং সময় বেঁচে যায় একই সাথে ফায়ারিং টেম্পারেচার অনেক ভালো মানের হয়ে থাকে।


আজকের মত এ পর্যন্তই আগামী কোন একদিন আবারো আপনাদের সাথে কিলন সাবজেক্ট নিয়ে আলোচনা করা হবে। এ পর্যন্ত সকলেই ভাল থাকুন সুস্থ থাকুন।



Video source


DeviceName
AndroidTecno Spark 7
Camera16M Dual camera
LocationBangladesh 🇧🇩
Short by@jakaria131
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!