হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন ও সুস্থ আছেন।
আজকে আমি আপনাদের সামনে একটি গল্প নিয়ে এসেছি আজকের গল্পটি হল দুঃখ থেকে সুখের সময় এর গল্প।
আমাদের জীবনে প্রত্যেকটা মানুষেরই কোন না কোন দিক থেকে দুঃখ সুখ আছে বেশিরভাগ মানুষের জীবনে দুঃখ টাই বেশি থাকে কেননা প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটি পরিচয় দেওয়ার সময় চলে আসে যে সময় নিজের পরিচয় দেওয়ার সময় আছে ওই সময়টা আমাদের অনেক কিছুই সেভ করে চলতে হয় এবং ওই সময়টাই আমাদের দুঃখটা বেশি চলে আসে এবং সেই দুঃখকে পার করতে গেলে আমাদের অনেক কিছুর মোকাবেলা করতে হয় সকল কিছু মোকাবেলা করার পরে আমরা হয়তো সুখের মুখ একটু হলেও দেখতে পারি।
কিন্তু আমাদের জীবনে যে সময়টা দুঃখ আসে ওই সময়ের যে জিনিসগুলো পার করতে হয় ওই জিনিসগুলো পার করতে গেলে আমাদের অধিক কষ্ট হয়ে যায় এবং দেখবেন আপনি যাদেরকে মনে করবেন আপনার পাশের মানুষ তারাই আপনার পাশে থাকবে না ওই দুঃখের সময় কিন্তু আপনি যদি একটু কষ্ট করেন তাহলে হয়তো দুঃখ থেকে আপনি সুখে পরিবর্তন করতে পারেন।
সাপোজ আপনি মনে করেন যখন আপনার সংসারে অধিক দুঃখ থাকে তখন আপনার পাশে কেউ এসে দাঁড়ায় না কিন্তু যখন আপনি ধীরে ধীরে বিভিন্ন কিছুর মোকাবেলার মাধ্যমে আপনি যখন একটু উঁচু মাধ্যমে উঠে যাবেন তখন দেখবেন আপনার পাশে কত লোক এসে দাঁড়াবে কেননা আপনি যখন দুঃখের সময় পার করছিলেন সেই সময় আপনার পাশে কেউ আছিল না এবং ওই সময় কেউ থাকেনা কিন্তু যখন দেখবেন আপনার দুঃখ থেকে সুখের একটি পথে আপনি হেঁটে যাচ্ছেন তখন দেখবেন আপনাকে সবাই সাপোর্ট করবে এবং আপনার পাশে এসে সবাই দাঁড়াবে কেননা ওই সময় আপনি একটু সুখের মুখ দেখতে পারবেন বলে আপনার পাশে এসে লোক দাঁড়াবে তখন আপনি দুঃখের সময় থাকবেন এটাই হলো আমাদের মানুষের জীবনের একটি অংশ।
এ কারণে আমি মনে করি প্রত্যেকটা মানুষকে ধৈর্যশীল হওয়া উচিত যদি সে ধৈর্যশীল হয় তাহলে অবশ্যই সে জীবনে কিছু একটি করতে পারবে আর যদি সে ধৈর্যশীল না হয় তাহলে সে জীবনে কোন কিছু করার সম্ভাব করতে পারবে না সে যে দুখে ছিল সেই দুঃখেই পড়ে থাকবে সে কখনো সুখের মুখ দেখতে পারবেন আমাদের সুখের মুখ দেখতে হলে দুঃখকে জয় করতে হবে তাহলে আমরা সুখের মুখ দেখতে পারব।
তো বন্ধুরা আজকের ছোট্ট একটি গল্প এখানে শেষ করছি যদি আপনাদের মনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকের ছোট গল্পটি শেষ করছি।
** Your post has been upvoted (1.25 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan