Memorable stories about playing football with friends.

in story •  last month 

IMG_20240701_130902_480.jpg
Hello friends, how are you all? Hope everyone is healthy. I am also very good at your prayers. I am @rjraju001 from Khulna division of Bangladesh.
হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rjraju001 বাংলাদেশের খুলনা বিভাগ থেকে।
Football is my favorite sport. Although the most popular sport in the Asian continent is cricket. But the most popular sport in the whole world is football. So today I will share my memories about football. Let's get started.

  • We all have thousands of memories in our lives, and it's great to remember these memories. In fact, the days left in life are remembered very much. I especially remember my childhood. As a child there was no thought. There was no stress. There was so much joy and laughter and no added tension. So I like to think about how many sports I used to play with my friends, and those moments now. So friends today I will share with you, when I study in class five. Then a memorable story about playing football with our friends, I am sharing that story with you, I hope you will like reading this story. I was studying in class five then, there were many friends near my house, we used to play sports. All the time I used to have many naughty fights with these friends. In the afternoon, we used to go to the field to play sports. We used to play sports on the football field every day. We used to watch this football game. I also loved playing football. Sometimes we played football. So I earnestly asked my father to buy a football. Dad said ok, I will buy football. So I went to the market with my father the next day and after taking him to the market bought me a very good football. I was very happy to get football. I came home in the afternoon with football. When I came, I told my friends that I bought a football. Tomorrow we will go to the field to play football. When I told the friends that I bought a football, my friends were very happy to hear this. Because we have a football of our own. We can play football very happily in the afternoon. So the next day in the afternoon all of us friends got together and with the new football we went to play on the field. I was really happy at that moment. I felt very good. I can't explain it, I was very happy. So I went to play football in the field with my friends. And there were others playing in the field of our school, so I started playing in a nearby crop field. New We continued to play football.Really liked it. We were 7 people. Then some others came from the neighborhood to see our new football game. We started playing with them. We were divided into two teams, we were playing divided, we were really enjoying it, it felt so good that we can't say it. We fell down on the field many times during our football game and it didn't hurt. I got up and played again. There was really a lot of joy at that moment. At that time, an elder brother came to our house. He said who is the new football top, I said this is my football. Said the ball looks nice. So the brother said stay goalkeeper, I will score the goal. If you can stop the goal, I will get 10 rupees. If you don't stop, you don't have to pay. You I will get money only when I block the goal. Then my friend Manik said ok. I will stay at the goalkeeper. So Manik stood at the goalkeeper. And that elder brother hit the ball short towards the goalkeeper.
    ফুটবল খেলা আমার খুব পছন্দের একটা খেলা । যদিও এশিয়া মহাদেশে সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ক্রিকেট । কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল ।তাই আমি আজ ফুটবল নিয়েই আমার স্মৃতিগুলো শেয়ার করব। চলুন শুরু করা যাক।
  • আমাদের প্রত্যেকের জীবনে হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে, আর এই স্মৃতিগুলো মনে করতেও যেন খুবই ভালো লাগে। আসলে জীবনে ফেলে আসা দিনগুলো খুব বেশি মনে পড়ে। বিশেষ করে ছোটবেলার কথা আরো বেশি মনে পড়ে। ছোট বেলা কোন চিন্তাভাবনা ছিলনা। ছিলনা কোন মানসিক চাপ। কত আনন্দ হাসি ছিল এবং বাড়তি টেনশন ছিল না। তাই বন্ধুদের সাথে কত খেলাধুলা করতাম, আর সেই মুহূর্তগুলো এখুন ভাবতে ভালো লাগে। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমি যখন ক্লাস ফাইভে পড়াশোনা করি। তখন আমাদের বন্ধুদের সাথে নিয়ে ফুটবল খেলা নিয়ে একটি স্মৃতিময় গল্প,সেই গল্পটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি এই গল্পটি পড়ে আপনাদের ভালো লাগবে।আমি তখন ক্লাস ফাইভে পড়াশোনা করি, তখন আমার বাড়ির পাশে অনেক বন্ধু ছিল, আমরা খেলাধুলা করতাম। সব সময় এই বন্ধুদের সাথে অনেক দুষ্টামি মারামারি করতাম। বিকেল হলেই আমরা মাঠে খেলাধুলা করতে যেতাম।আমাদের ফুটবল মাঠে প্রতিদিন খেলাধুলা হতো। আমরা এই ফুটবল খেলা দেখতাম। আমারও ফুটবল খেলতে খুবই ভালো লাগতো। মাঝেমধ্যে আমরা ফুটবল খেলতাম। তাই একটি ফুটবল কেনার জন্য বাবার কাছে বায়না করলাম। বাবা বলল ঠিক আছে ফুটবল কিনে দেবো। তাই বাবা সাথে পরের দিন বাজারে গেলাম এবং বাজারে নিয়ে যাওয়ার পরে আমাকে অনেক ভালো একটি ফুটবল কিনে দিলো। ফুটবল পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছিলাম। ফুটবল নিয়ে বিকেলবেলা বাড়িতে আসলাম। এসেই বন্ধুদের বললাম আমি ফুটবল কিনেছি।কালকে আমরা কিন্তু ফুটবল খেলতে মাঠে যাবো।বন্ধুত্বের যখন বললাম আমি ফুটবল কিনে,বন্ধুরা এই কথা শুনে খুবই খুশি হলো।কারণ আমাদের নিজেদের একটা ফুটবল হলো। আমরা বিকেল বেলা অনেক আনন্দের সাথে ফুটবল খেলতে পারব। তাই পরের দিন বিকাল বেলা আমরা সব বন্ধুরা এক জায়গায় হলাম এবং নতুন ফুটবল নিয়ে আমরা মাঠে খেলতে গেলাম। সত্যি সেই মুহূর্তে অনেক আনন্দের ছিল।আমার খুবি ভালো লাগছিল।সেটা বলে বুঝাতে পারব না, খুবই আনন্দিত ছিলাম।তো বন্ধুদের সাথে নিয়ে মাঠে ফুটবল খেলতে গেলাম।আর আমাদের স্কুরের মাঠের ভিতর অন্যরা খেলতে ছিলো তাই পাশের একটা ফসলের ফাঁকা জমিতেই খেলতে শুরু করলাম।নতুন ফুটবল নিয়ে আমরা খেলাধুলা করতে থাকলাম।সত্যিই অনেক ভালো লাগতেছিল। আমরা ছিলাম ৭ জন। তারপরে আমাদের এই নতুন ফুটবলের খেলা দেখে আরো কয়েকজন আশেপাশে থেকে আসলো। আমরা তাদের নিয়ে খেলতে লাগলাম। আমরা দুটি দলে ভাগ হলাম, ভাগ হয়ে খেলতে ছিলাম, সত্যিই অনেক আনন্দ হচ্ছিল এত ভাল লাগছিলো যে বলার মত না।আমরাদের ফুটবল খেলার মাঝে অনেক বার মাঠিতে পড়ে গিয়েছিলাম তাও যেন কোনো কষ্ট হচ্ছিলো না। বারবার উঠে আবার খেলতেছিলাম। সত্যিই সেই মুহূর্তে অনেক আনন্দের ছিল। এমন সময় আমাদের বাড়ির পাশে এক বড় ভাই আসলো। সে বলল যে নতুন ফুটবলটপ কার, আমি বললাম এটি আমার ফুটবল।বলো বলটি দেখতে সুন্দর লাগছে।তাই সেই ভাই বললো গোলকিপার থাক, আমি গোল দেবো।যদি গোল ঠেকাতে পারিস তো ১০ টাকা পাবি।আর না ঠেকাতে পারলে তোদের টাকা দিতে হবে না।তোরা গোল ঠেকালেই টাকা পাবি। তখন আমার বন্ধু মানিক বলল ঠিক আছে। আমি গোলকিপারে থাকবো।তাই মানিক গোলকিপারয়ে দাড়ালো। আর সেই বড় ভাই গোলকিপারের দিকে বলটি শর্ট মারলো।
    IMG_20240701_130903_912.jpg
    Manik then stands for the goalkeeper to catch the ball, but elder brother hits the ball short with a lot of speed. Due to which the speed of the ball is very high, and the ball hits straight at Manik. Before Manik can catch the ball, the ball hits him on the forehead and Manik immediately sits on the ground. fell and slowly lay down on the field. Then we ran. We saw a little blood coming out of Manik's nose. I was really scared then. Everyone was scared. Then the elder brother said that you are here with some water quickly. Another friend of mine went to a distant house to fetch water.

IMG-20230315-WA0216.jpg

  • Actually, friends, we used to play many kinds of sports when we were children. I have had many accidents while playing this sport. So today I share with you this story about playing football with my friends. I am finishing the first part here today. Through the second part I will share with you how my friend Manik recovered, hope you wait for the second part.

I will share with you some quotes about the game of football.

  1. Football is a game of mistakes. Whoever makes the least number of mistakes will win the game at the end of the day.
  2. Everything is possible in football. You just need to work hard and believe in your own abilities.
  3. Football is in the place of football, and skill is in the place of skill. But what makes the difference between the two teams is the positive mindset of your team.
  4. Football is a combination of sacrifice, dedication, hard work and camaraderie off the field.
  5. Football is an art, just like dance is an art. But it only becomes art when one plays it well.
  6. My mom thinks I'm the best. I grew up always believing what my mother told me.
  7. Loyalty is a big part of football and it shows if you are a real person.
  8. Football is a game where you cannot finish the game without making a mistake You must make a mistake somewhere.
  9. Excuses are the worst thing in football. You have excuses that mean you are stuck and can't move forward.
  10. In football you win as a team. Accept defeat again as a team. So the joy of victory or the sorrow of defeat should be shared equally among all.
  11. I never play football to win the Ballon d'Or. I play football because I love it and I want to play football. To me it is a means of happiness and self-satisfaction.
    মানিক তখন গোলকিপারের দাঁড়িয়েছে বলটি ধরার জন্য, কিন্তু বড় ভাই বলটি অনেক স্পিডে শর্ট মেরেছিল।যা কারণে বলের স্পিড ছিল অনেক বেশি, আর বল সোজা মানিকের দিকেই হিট করেছে।মানিক বলটি ধরার আগেই তার কপালে গিয়ে বলটি আঘাত করে এবং মানিক তখন সাথে সাথে মাটিতে বসে পড়ে এবং আস্তে করে মাঠিতে শুয়ে পড়ল। তখন আমরা দৌড়ে গেলাম।গিয়ে দেখতে পেলাম মানিকের নাক দিয়ে অল্প রক্ত বের হচ্ছে। সত্যি তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। সবাই ভয় পেয়ে গিয়েছিল। তখন বড় ভাই বললো যে তাড়াতাড়ি একটু পানি নিয়ে এই তোরা।আমার অন্য একজন বন্ধু তখন দূরে এক বাড়িতে গেল পানি আনার জন্য।

ফুটবল খেলা নিয়ে আমি আপনাদের মাঝে কিছু উক্তি শেয়ার করব।

১. ফুটবল হলো একটা ভুল করার খেলা। যে যত কম ভুল করবে, সেই দিনশেষে খেলাটা জিতবে।
২. ফুটবলে সবকিছু করা সম্ভব। শুধু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনার নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখতে হবে।
৩. ফুটবল থাকে ফুটবলের জায়গায়, আর দক্ষতা থাকে দক্ষতার জায়গায়। কিন্তু দুটো দলের মধ্যে যেটা পার্থক্য গড়ে দেয় তা হলো আপনার দলের ইতিবাচক মানসিকতা।
৪. ফুটবল মানে হলো আত্নত্যাগ, উৎসর্গ, কঠোর পরিশ্রম এবং মাঠের বাইরের বন্ধুত্বের একটা সংমিশ্রণ।
৫. ফুটবল একটা শিল্প, যেমন নাচ একটা শিল্প, ঠিক তেমনি। কিন্তু এটা তখনি শুধু শিল্প হয়ে ওঠে, যখন কেউ এটিকে ভালোমতো খেলে।
৬. আমার মা মনে করেন আমি সেরা। আমার মা আমাকে যা বলে তা সবসময় বিশ্বাস করেই আমি বড় হয়েছি ।
৭. আনুগত্য ফুটবলের একটি বড় অংশ এবং এটি দেখায় যে আপনি একজন সত্যিকারের মানুষ কিনা।
৮. ফুটবল এমন একটি খেলা যেখানে আপনি ভুল না করে খেলা শেষ করতে পারবেন না৷ আপনাকে অবশ্যই কোথাও না কোথাও ভুল করতেই হবে।
৯. ফুটবলে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হচ্ছে অযুহাত। তোমার কাছে অযুহাত আছে মানেই তুমি থমকে গিয়েছো, আর সামনে এগোতে পারছো না।
১০. ফুটবলে তুমি জয় লাভ করো দল হিসেবে। আবার পরাজয় বরণও করো দল হিসেবেই। তাই জয়ের আনন্দ কিংবা পরাজয়ের গ্লানি, সকলের মধ্যে সমান ভাবে ভাগ করে দিতে হবে।
১১. আমি কখনোই ব্যালন ডি অর পাওয়ার জন্য ফুটবল খেলি না। আমি ফুটবল খেলি কারণ আমি এটিকে ভালোবাসি এবং আমি ফুটবল খেলতে চাই। আমার কাছে এটি একটি সুখের এবং আত্মতৃপ্তির মাধ্যম।

  • আসলে বন্ধুরা ছোটবেলায় আমরা অনেক ধরনের খেলাধুলা করতাম। আমার এই খেলাধুলা করতে গিয়ে অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে। তাই আজকে আমি আপনাদের মাঝে আমার বন্ধুদের সাথে ফুটবল খেলা নিয়ে এই গল্পটি শেয়ার করলাম। আজকে প্রথম পর্ব এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্বের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমার বন্ধু মানিক সুস্থ হয়ে উঠল, আশাকরি দ্বিতীয় পর্বে জন্য অপেক্ষা করবেন।

my identity

আমার পরিচয়
IMG_20240721_041025_433.jpg

My name is Mohroknuzzaman Raju.I live in Meherpur District in Khulna Division of Bangladesh. I feel proud as a citizen of Bangladesh. I love my motherland very much. I am a student. I always want to establish myself in the service of the poor and needy. I love photography very much and I love to create something through new creativity. This was my short introduction, you all support me by my side, thank you all.
আমার নাম মোঃরোকনুজ্জামান রাজু ।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি একজন ছাত্র।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
Thank you for sharing such great content!
Congratulations on your post in #blurt-131902 or #blurtconnect
Blurt to the Moon
Most welcome Votes for our community Witness Here
Your publication has been manually upvoted by @oadissinOfficial Blurtconnect-ng Page
Please delegate Blurt power to @blurtconnect-ng and help support this curation account
Also, keep in touch with Blurtconnect-ng family on 

Telegram and Whatsapp