জিম্বাবুয়ে বনাম শ্রীলংকার মধ্যকার আজকের খেলার আপডেট নিউজ।

in sports •  2 years ago 

হ্যালো খেলা প্রেমী বন্ধুরা,

আসসালামু আলাইকুম, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আমি ইমরান নতুন নতুন বিষয় সম্পর্কে আপনাদের আপডেট নিউজ দিতে ভালবাসি। এরই পরিপ্রেক্ষিতে আজ আমি আপনাদের সাথে আইসিসি ইন্টার্নেশনাল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স ম্যাচের জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কা এর মধ্যকার সুপার সিক্স এর আজকের খেলার আপডেট নিউজ সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আমার লেখাটি আপনাদের ভালো লাগবে। সকলকে আমার ব্লগে আপনাদের আমন্ত্রণ রইল।

IMG_20230703_114217.jpg

আইসিসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ের মার্চে জিম্বাবুয়ে বনাম শ্রীলংকার সুপার সিক্সের ম্যাচে শ্রীলংকা প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নাই এবং জিম্বাবুই কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।

IMG_20230703_113821.jpg

জিম্বাবুয়ে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় দুই রানের মাথায় প্রথম ওভারেই তাদের প্রথম উইকেট হারিয়ে ফেলে। এক থেকে দশ ওবার পাওয়ার প্লে তে জিম্বাবুয়ে ৩ উইকেট হারিয়ে দলীয় ৪০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এবং শ্রীলংকা বোলিং অনেক বেশি চেপে ধরে জিম্বাবুয়ে ব্যাটিং লাইনআপ কে।

IMG_20230703_113838.jpg

জিম্বাবুয়ের পক্ষে শেন উইলিয়ামসন তিনি সর্বোচ্চ ৫৬ রান সংগ্রহ করেন ৫৭ টি বল মোকাবেলা করে। আর জিম্বাবুয়ে দলের হয়ে কোন ব্যাটার তাদের নামের প্রতি সুবিচার করতে পারিনি। জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা তিনি দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেন ৫১ বল খেলে ৩১ রান তার নামের পাশে যোগ করতে সক্ষম হয়।

IMG_20230703_113858.jpg

IMG_20230703_113927.jpg

জিম্বাবুয়ে ৩২.২ ওভার বল খেলে ১৬৫ রান সংগ্রহ করে সব কয়টি উইকেট হারিয়ে।

শ্রীলংকার হয়ে সর্বোচ্চ থিক্সানা ৪টি উইকেট লাভ করেন এবং মাদুসানাকা দ্বিতীয় সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন।

জবাবে শ্রীলংকা একশত ছেষট্টি রানের টার্গেট ব্যাট করতে নেমে অসাধারণ উদ্বোধনী জুটি নিশানকা ১০১ রান করে অপরাজিতা থাকেন। শ্রীলংকার মাত্রই একটি উইকেট পতন ঘটে এই ছোটো স্কোরের লক্ষ তারা করতে নেমে।

IMG_20230703_113944.jpg

শ্রীলংকা ৩৩.১ ওভারে একটি উইকেট হারিয়ে তারা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শ্রীলংকা জিম্বাবুই কে নয় উইকেটে হারিয়ে ২০২৩ বিশ্বকাপ মূল পর্বে খেলার জন্য নিজেদেরকে টিকিয়ে রাখতে সক্ষম হল।

আজকের ক্রিকেট খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচন হইছে মাহেশ থিকশানা।

বন্ধুরা এই ছিল আজকে কেকের খেলার আপডেট নিউজ জিম্বাবুই বনাম শ্রীলংকার মধ্যকার। আমার লেখাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।

সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশা রইল সকলের প্রতি। লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 years ago  ·  


** Your post has been upvoted (1.83 %) **