আলোচনা-সমালোচনা ছাপিয়ে ঠিকই এগিয়ে যাচ্ছে বিপিএল। দেশের ক্রিকেটের প্রতি প্রেম আমাদের কখনো কম ছিলোনা। আজও নেই।
হয়তো দেশের ক্রিকেটের কিছু অযাচিত আচারন আমাদের কিছুক্ষন বিদ্ধ করে। দেশীয়রা পারফর্ম করছে এটা খুব বেশি আশার আলো। হেলমেট নেই, টেপ মেরে উপরে নিজ দলের কাগজে প্রিন্ট করা লোগো লাগাচ্ছে, প্রযুক্তির কোন ব্যবহার নেই, ভূলভাল কমেন্ট্রি, ব্রডকাস্টিং ব্যবস্থার দূর্বলতা সহ সকল ব্যার্থতা মেনে নিচ্ছি।
কিন্তু ভাইরে ভাই। টসের সময় ৮ টা চোখ, ক্যামেরার চোখ। তারপরেও কয়েন টা খুঁজে পেতে এই বেগ।
এরপরেও বলবেন আমাদের ক্রিকেট নিয়ে ট্রল করবেন না।
আমিও ট্রল করছিনা।
শুধু লজ্জা থেকে পরিত্রান চাই বাবারা।
এগুলো নিয়ে বাইরের দেশের মিডিয়া থেকে হাটুর বয়সী পোলাপান টুইটার ইনস্টাগ্রামে মজা নিচ্ছে🥴