ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে যুবাদের বিশ্বকাপ মিশন শুরু

in sports •  3 years ago 

Bcricket.jpg

আইসিসি যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলপতি রকিবুল হাসান, ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষের দিকে রিপনের অপরাজিত ৩৩ রানে কিছুটা প্রতিরোধ গড়ে বাংলাদেশ, মেহরব ১৪, আইচ ১৩, নাইমুরের ১১ ছাড়া দুই অংকের কোটা চুতে পারেনি বাংলাদেশের ৭ ব্যাটার। ইংল্যান্ডের জশুয়ার বোলিং বিষে ৯৭ রানে অলআউট হয় বাংলাদেশ । দ্বিতীয় ইনিংসে ৯৮ রানের লক্ষ মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ২৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙ্গর করে ইংল্যান্ড।

ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ মিশন শুরু বিশ্ব চ্যাম্পিয়নদের, বাংলাদেশের পরবর্তী ম্যাচ কানাডার সাথে ২০ জানুয়ারী।
Bangladesh captain Rakibul Hasan won the toss and elected to bat in their first match of the ICC Youth World Cup. In the end, Ripon's unbeaten 33 runs helped Bangladesh, Mehrab 14, Ich 13, Naimur's 11 to reach the double digit quota. Bangladesh were bowled out for 96 by England's Joshua. In the second innings, England batted with a target of 96 runs and lost 3 wickets in 25.1 overs.

After losing to England by 6 wickets, the World Cup mission started with the World Champions, Bangladesh's next match against Canada on 20 January.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!