সদর দরজাটা ওইদিকে...

in sports •  3 years ago 

মার্কেট মিঠুনকে নেয়নি, ইমরুলকেও না। নাঈম শেখকেও মার্কেটে গছিয়ে দেয়ার চেষ্টা চলছে, মার্কেট তাকে নিবে না। তামিম, রিয়াদ, মাশরাফির মতো অচল প্রোডাক্টকেও মার্কেটে গছিয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করেছে বিসিবি, মার্কেট নিচ্ছে না। ঢাকা ৪ ম্যাচের ৩টাতেই হার; বাকি ৬ ম্যাচে জিতবে সর্বোচ্চ ২টা, অর্থাৎ সুপার ফোর এ উঠা হচ্ছে না। তামিম, রিয়াদ ১৩০-৩৫ চেজ করার ব্যাটসম্যান, এর বেশি হলেই তাদের জারিজুরি ফাঁস। শেহজাদ, রাসেল এদের কাছ থেকে বেশিরভাগ ম্যাচেই সাপোর্ট পাওয়া যাবে না। এই দলের একমাত্র এক্স-ফ্যাক্টর শুভাগত হোম আর জহুরুল (সে আবার অফ ফর্মে); সে একা আর কতদূর টানবে! এবং সবার সামনে দাঁড়িয়ে থাকবে স্বয়ং নাঈম শেখ! রাতের ম্যাচে ডিউ পড়ে, বল ব্যাটে আসে, রান বেশি হয়। এসব ম্যাচে ঢাকার পাত্তা পাওয়া কঠিন। দিনের ম্যাচগুলোতে মন্থর পিচে বোলাররা যদি অপোনেন্টকে ১৩০-৩৫ এ আটকে রাখতে পারে তাহলেই কেবল সম্ভব। সেজন্যই ঢাকার জন্য বাকি ৬ ম্যাচে সর্বোচ্চ ২ টি জয় বরাদ্দ রইলো।

হে টি২০ মহাত্রাস নাঈম শেখ, গ্যালাক্সি সেরা ওপেনার তামিম ইকবাল, পার্মানেন্ট কিলার রিয়াদ, এবং মোটিভেশন ফ্যাক্টরি মাশরাফি, মার্কেট আপনাদের নিচ্ছে না; সদর দরজাটা ওইদিকে...

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!