যারা বিড়ি সিগারেট সেবন করে থাকেন তাদের জন্য দুঃসংবাদ আছে!
সিগারেটের গরম ও বিষাক্ত ধোয়া প্রথমে শ্বাসনালী ও পরে ফুসফুসে এ্যাটাক করে!
যার থেকে আলসার হয়ে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ৮৫%! আর এই সংক্রমণ থেকেই উদ্ভব হতে পারে কোরোনার এ্যাটাক!
এই কোরোনা একটি অকোষীয় ভাইরাস শ্রেণীর! এদের শরীর DNA ও RNA এবং নিউক্লিক এসিড দ্বারা গঠিত! এদের শরীর এতোটাই ক্ষুদ্র যে তাদের খালি চোখে দেখা যায় না।
আল্লাহ অতিক্ষুদ্র ভাইরাস দিয়েই আমাদের বুঝিয়ে দিচ্ছেন তার সীমাহীন ক্ষমতার কত দাপট! আমরা সব রকম নেশা ও সামুদ্রিক প্রাণী আহার থেকে বিরত থাকি!
সচেতন হয়ে সুস্থ রাখি পরিবেশকে এবং নিজেদেরকে সুস্থ রাখি ইনশাআল্লাহ।