প্রায় ৪ বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রথম ভুমি সৃষ্টি হয়েছিল। পৃথিবীর সৃষ্টির প্রাথমিক সময়ে এটি ছিলো একটি উত্তপ্ত অগ্নিয় গোলক।৪ বিলিয়ন বছর আগে সেই উত্তপ্ত লাভা শুকিয়ে প্রথম ভুমি তৈরি হয়।আজও আমরা সেই শুকানো লাভার উপর বসবাস করতেছি।পৃথিবীতে প্রথম পানি আসে ৩.২ বিলিয়ন বছর আগে।সেই সময় পৃথিবীর প্রকৃতির গন্ধ ছিলো অনেকটা পঁচা ডিমের মতো। এর কারণ ছিলো সামুদ্রে থাকা একধরনের অনুজীব লবনাক্ত পানির সাথে বিক্রিয়া করে একধরনের দুর্গন্দযুক্ত গ্যাস তৈরি করতো।এই সময় বায়ুমন্ডলে মিথেন গ্যাসের অধিক্যের কারণে আকাশের রং ছিলো তীব্র কাচা হলুদের মতো।সে সময় কখনো এসিড বৃষ্টি হতেও বলেও বিজ্ঞানীদের ধারণা।
SHOHEL_ADNAN
#SAAC