আসসালামুআলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভাল আছেন আল্লাহ তায়ালার রহমতে আমিও খুব ভালো আছি
প্রথমে আমি যে কথা বলতে চাই এই মুহূর্তে করোনার প্রভাব খুবই বেশি স্কুল-কলেজ অলরেডি বন্ধ হয়ে গেছে আমার মনে হয় বেশ কিছুদিনের মধ্যেই আমাদের লকডাউন হয়ে যেতে পারে কিন্তু আমরা যদি সবাই সতর্ক ভাবে চলি সতর্ক হয়ে যায় তাহলে আমাদের তো আসলে লোক ডাউনের কোন প্রয়োজন নেই আরে লকডাউন হলে যে আমাদের সাধারণ মানুষের যে কত রকমের ক্ষতি হয় তা আর বলার নেই আমাদের সকলকে সচেতন না হলে এসব সমস্যা আসলে কোনদিন দূর হবে না আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন মাক্স ব্যবহার করা আমরা প্রত্যেকেই আসলে আমরা সাধারন লোক যারা আছে তারা ঘরে থাকতে পারিনা আমাদের কোনো না কোনো কাজের বাড়ির বাহিরে বের হতেই হয়
কিন্তু আমাদের যেহেতু বাধ্যতামূলক বের হতেই হবে তাহলে আমাদেরকে অবশ্যই সর্তকতা বজায় রাখতে হবে শ্রী সতর্ক করা হচ্ছে বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাক্স ব্যবহার করত প্রথম সর্তকতা নিতে বাধ্য হচ্ছে দ্বিতীয় হচ্ছে স্যানিটাইজার অবশ্যই নিজের কাছে রাখতে হবে কারো সাথে হাত মিলিয়ে অবশেষে তাদের দুজনের হাত ভালো করে পরিষ্কার করতে হবে আমরা যদি সব কাজগুলি না করি তাহলে আমাদের অবশ্যই করুনা ভাইরাসে আক্রান্ত হবেন আর আক্রান্ত হলে কি রকমের যন্ত্রনা প্রেম যারা এই পর্যন্ত আক্রান্ত হয়েছে তার অনেক প্রিয় মারাও গেছে তারা বুঝতে তারা এখন তারপর তারা এখন বুঝতেছি যদি আমরা একটু সর্তকতা হতাম তাহলে কত না ভালো হতো আমাদের জন্য তাই আমি আপনাদেরকে বলি আমি নিজেও অনেক সর্তকতা বজায় রাখি বাইরে কোথাও গেলে মাউস ব্যবহার করে সর্বোচ্চ পরিমাণ দূরত্ব বজায় রাখে কারণ এই গুলো যদি আমরা না রাখি তাহলে আমাদের দেশে দেখা যাবে করুণা অসংখ্য বেড়ে যাবে আর বেড়ে যাওয়ার কারণে কি হবে আমাদের জন্য লকডাউন চলে আসবে
আর এই লকডাউন সবচেয়ে বড় ক্ষতি করে আমাদের মত সাধারন লোক হয়েছে যারা কৃষক যারা রিসকা চালাই নানান ধরনের গাড়ি চালায় নানান রকমের পেশায় নিযুক্ত আছে সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদের কারণ তখন কোন কাজ থাকেনা আর আমাদের জীবনটাই শেয়ার করে এরকম একদিন যদি কাজ না করতে পারি পরেরদিন হার ঘরে আগুন জ্বলে না আর চুলায় আগুন জ্বলে না আমাদের এই হচ্ছে জীবন আমাদের সাধারণ ঘরের লোকগুলি রাস্তার দিকে চেয়ে থাকে কতক্ষণ চাল ডাল নিয়ে ঘরে আসবো তারপর ঘরের চুলায় আগুন জ্বলবে এই সময়টা যদি আমাদের লকডাউনে পোহাতে হয় বাড়িতে তাহলে তো বুঝতেই পারতেছেন কোন সমস্যা তা আর বলার নেই
তাই আমাদের লকডাউন দরকার নেই তবে আমাদের লকডাউন যেন না হয় সে জন্য করণীয় হচ্ছে আমাদের কি সর্তকতা অবলম্বন করা দরকার যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের লকডাউন এর প্রয়োজন
{source}[https://images.app.goo.gl/HPVX9kChUqADtJVh7]
কোথায় আমাদের শেষ কথা হচ্ছে নিজে সুরক্ষিত থাকি আমাদের পরিবারের সবাইকে সুরক্ষিত রাখে তাহলে আমাদের দেশটা জড়িত থাকবে তাই নিজে ভালো থাকুন অন্যকে ভাল রাখুন