আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আল্লাহ তাআলার মেহেরবানীতে আমিও খুব ভালো আছি
{source}[https://images.app.goo.gl/KLUcWKzAbLDcecPE9]
আমাদের এলাকার নাফিজ নামে এক লোক ছিল নাফিজ আর তার বাবাকে নিয়ে কিছু কথা বলব
আমার মতে, উদ্দীপকের নাফিজের বাবার পক্ষে এলাকাবাসীর চাহিদামাফিক ওষুধ সরবরাহ করতে না পারার প্রধান কারণ হলো সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাব।
পরিবহনের মাধ্যমে ব্যবসায়ের পণ্যসামগ্রী একস্থান থেকে
অন্যস্থানে সময়মতো পরিবহন করা যায়। সুষ্ঠুভাবে পণ্য বা সেবা
ভোক্তার নিকট পৌঁছাতে না পারলে ব্যবসায় সাফল্য ব্যাহত হয়।
তাই সর্বক্ষেত্রে ও সহজে সমাজের সবার মধ্যে পণ্য ও সেবা পৌঁছে
দিতে হলে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা আবশ্যক।
নাফিসের বাবা একজন পল্লি চিকিৎসক। তিনি ডাক্তারি পরামর্শের পাশাপাশি ওষুধ বিক্রেতার কাজটি সম্পাদন করেন। তাছাড়া তিনি রোগীদেরকে সবসময় মানসম্মত ওষুধ সরবরাহের চেষ্টা করেন। কিন্তু গ্রামের রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকায় প্রয়োজনীয় ওষুধটি শেষ হয়ে যাওয়ার পর পরই তাৎক্ষণিকভাবে তা আনার ব্যবস্থা করতে পারেন না। তাছাড়া অধিক পরিমাণে, ওষুধ কিনে এনে সংরক্ষণ করে রাখার মতো ব্যবস্থাও তার কাছে নেই। যার ফলে অনেক সময় সেবা প্রত্যাশীরা তাদের কাঙ্ক্ষিত ওষুধটি না পেয়ে ফিরে যান। আবার অনেক সময় দেখা যায়, অনুমানের ওপর ভিত্তি করে কোনো একটি জরুরি ওষুধ বেশি পরিমাণে কিনে আনলেও নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিক্রি করতে না পারলে নষ্ট বা মেয়াদোত্তীর্ণ হয়ে যায় ।
আবার কিছু কিছু লোক আছে ওষুধের মেয়াদ উত্তীর্ণ হলেও সে ওষুধ বিক্রি করে দেয় কারণ গ্রামের লোক তেমন একটা লেখাপড়া জানে না তাই তারা ঠিকমতো দিকটাও দেখতে পারে না কিন্তু তাদের কাছে কিছু অসাধু ডাক্তার আবার কিছু কিছু ডাক্তার রয়েছে অল্প হলে লোকজন তাদের কাছে গেলে অনেকগুলো ওষুধ দিয়ে তাদেরকে টাকা বেশি রাখে
এসব কাজগুলো করা আসলেই ঠিক না সত বাবি ব্যবসা করার জন্য ভালো মন-মানসিকতা দরকার হয়
এরপর নাফিজের বাবার ওষুধের ব্যবসায়ে বিদ্যমান সমস্যাগুলোর
মধ্যে কাম্য যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা প্রধান হয়ে দাঁড়িয়েছে
বলে আমি মনে করি।
একসময় ব্যবসায়-বাণিজ্যে
আমাদের প্রত্যেকের উচিত ব্যবসা করতে হলে সৎ ভাবে করতে হবে আজ এই পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন