আসসালামুয়ালাইকুম আমার সিরিয়ায় এর সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভাল আছেন কারণ আমি সবসময় আপনাদের জন্য ভালো থাকার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আমাকে যেন সব সময় ভালো রাখে সুস্থ রাখে
{source}[https://images.app.goo.gl/UdCVipeqiGRFi1fj7]
আমি আপনাদের সাথে আজকে কথা বলব একটি বৃদ্ধ লোকের কাহিনী নিয়ে কাহিনীটি বৃদ্ধ লোকের মুখ থেকে শোনা আমি প্রথমে এটা শুনে হতাশ হয়ে পড়েছিলাম আসলে মানুষের জীবন কি যাদের জন্য আমরা সারাটা জীবন বিলিয়ে দেই নিজের চিন্তাটা একবার করি না আজ তারাই কি রকম ব্যবহার করতে পারে বৃদ্ধকালে চিন্তা করে আমি সারারাত ঘুমাতে পারিনি আমার একদিন আমাদের গ্রামের পাশেই একটি বাজার আছে দুপুর বেলায় আমি সেই বাজারের দিকে যাচ্ছি বাজারে প্রায় কাছাকাছি যাওয়ার পরে আমি একটা লোককে দেখতে পেলাম রাস্তায় বসে কাঁদছে আমি তার কাছে গিয়ে বললাম দাদু আপনি কাঁদছেন কেন সে বলল আমি এমনিতেই কাঁদছি তার পর সেই আমাকে বল আমার দুঃখে তোমার কি আসেযাই তুমি তোমার কাজে যাও আমি বিষয়টা বুঝতে পেরেছি যে কাঁদছে অবশ্যই তার নিজের কোন লোকি যেকোনো ভাবে আঘাত করেছে বা কষ্ট দিয়েছে এজন্য সে আমাকে কিছু বলতে যাচ্ছিল কিন্তু আমি তার সাথে বসে তার কথাগুলো শোনার চেষ্টা করলাম একপর্যায়ে বলতে বলতে সে বলল ঠিক আছে তুমি যখন শুনতে যাচ্ছ তাহলে শোনো আমার বয়স প্রায় 80আমি যখন বিয়ে করলাম বিয়ের পর থেকে আমি আমার চিন্তা-ভাবনাগুলো করতে ছেড়ে দিলাম তারপর আল্লাহ তাআলা আমাকে দুই টি ছেলে এবং কি দুই মেয়ে দিয়েছে আস্তে আস্তে চারজন সন্তান হয়ে গেল আমিত বিয়ের পর থেকে আমার নিজের চিন্তাটা মোটামুটি ছেড়ে দিয়েছিলাম কিন্তু চারটা সন্তান হওয়ার পরে আরো নিজের চিন্তা ছেড়ে দিলাম আমার চিন্তা শুধু আমার সন্তানদের নিয়ে তারপর আস্তে আস্তে দুটি মেয়েকে বিয়ে দিয়ে ফেললাম দুটি সন্তান কেউ দেখেশুনে বিয়ে করেলাম বাড়িতে বৌ আনলাম তারপর বেশ কিছুদিন পরে আমার স্ত্রী মারা যায় আমি মোটামুটি হতবাক হয়ে গেছিলাম