আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভাল আছেন আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা রহমতে আমিও ভাল আছি
{source}[https://images.app.goo.gl/Vspy2VpwtHh96NKfA]
আমি আপনাদের সাথে আজ আলোচনা করব রোড এক্সিডেন্ট নিয়ে
আমরা প্রতিনিয়ত ফেসবুক-ইউটিউবে ঢুকলেই শুধু দেখতে পারি এক্সিডেন্ট কারো মাথা ফেটে গেছে কারো হাত ভেঙেছে আবার কেউ কেউ মরে গেছে যারা মরে গেছে তারা তো মরেই গেছে আর যারা তাদের হাত ভেঙে গেছে পা ভেঙ্গে গেছে তাদের কি হবে আমাদের একটি হাত না থাকলে আমরা কিছুই করতে পারব না কোন কাজ করতে পারব না আর আমাদের যদি পা না থাকে তো আমরা কোন কাজ করতে পারবো না কারণ কোথাও যেতেও পারবো না কিছু করতে পারবোনা আল্লাহ তা'য়ালা আমাদের সব কিছুই খুব প্রয়োজন এর জন্যই তৈরি করে
বাইক এক্সিডেন্ট প্রাইট প্রায়ই হয়ে থাকে সাধারণ এক্সিডেন্ট হলে দেখা যাবে যে হাত পা ছিলে গেছে আরেকটু বেশি স্পিড থাকলে দেখা যাবে হাত-পা ভেঙে গেছে কিন্তু আরো বেশি যদি ইচ্ছে থাকে তখন সেই বাইকের ড্রাইভার এমনকি পিছনে যদি কেউ থাকে তারাও মারা যাওয়ার থাকি বেশ কিছুদিন আগে আমি একটি বাইক এক্সিডেন্ট দেখেছি খুব মারাত্মক একটি বাইক এক্সিডেন্ট ছিল বাইক চালক অনেক দূরে একটি রুটি ভাগ চালাচ্ছিল এর মাঝে আমার একটা ব্রিজ ছিল ওপাশ থেকে তাকাচ্ছিল কিন্তু এই বাইকে ডাইভার সেটা বেশি খেয়াল করতে পারিনি অনেক স্পিডে চালানোর কারণে তাকে যখন ব্রিজের উপরে উঠছিল সেইটা এইপাশে থেকে উপরে উঠতে ছিল এক পর্যায়ে সেই ট্রাকের নিচে চলে যায় তখন ঘটনাস্থলেই চালক ঘটনাস্থলেই মারা যায়
আসলে আমাদের হাতে গাড়ি যদি থাকে মনে চায় অনেক জোরে চালাতে ইচ্ছে করে অনেক স্পিডে চালাতে ইচ্ছে করে কিন্তু অ্যাকসিডেন্ট অ্যাকসিডেন্ট হলে কত ক্ষতি তা আর বলার নেই আপনি যদি মারাও না জান হাত-পা ছিলেন বা হাত-পা ভেঙে যায় কত টাকার প্রয়োজন হয় কত কষ্ট শুধু একটাই জুড়ে চালানোর কারণে তাই আমাদের সকলের উচিত বাইক চালানোর সময় অবশ্যই দেখেশুনে চালানো এবং কি অবশ্যই খুব কম রাখা উচিত আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পায়ের জুতো বা শক্ত মোটা কাপড় পরা উচিত যাতে কোনো কারণে যদি কোনভাবে পড়ে যায় যাতে বেশী একটা ক্ষতি না হয় হেলমেট থাকলে আমাদের অনেক উপকার যদি আমরা পরিস্থিতির যাই মাথায় আঘাত লাগে তাই আমাদের সকলের উচিত দেখেশুনে চলাফেরা করা উচিত