আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি আমি আপনাদের সামনে আজ ভ্রমণ নিয়ে কিছু কথা বলবো
{source}[https://images.app.goo.gl/QgeqmcWS2msaRXm1A]
আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ভ্রমণ পছন্দ করতেন আর আমরা তার উম্মত আমরা তো অবশ্যই ভ্রমণ অনেক পছন্দ করি ভ্রমণের সম্পর্কে আপনাদের কুরআনে উল্লেখ করা আছে ভ্রমণ কার ভালো আমরা সারাদিন কাজকর্ম করি আর আমার কাজকর্ম করার পরে কিছুদিন পরে যদি একটু ভ্রমণ হয়ে যায় তাহলে অবশ্যই ভালো লাগে বন্ধুদের সাথে একসাথে মিলে ভ্রমণ করার মজাই আলাদা সাধারণত আমাদের দেশে ভ্রমণটা হয়ে থাকে জানুয়ারি-ফেব্রুয়ারিতে এই সময়টা খুব ভালো থাকে কোন মেঘ বৃষ্টি ঝড় বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় না তাই ভ্রমণের সবচেয়ে ভালো একটি সময় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এ সময় দেখা যায় অনেক অনেক দূর থেকে ভ্রমণে মানুষ চলে যায় আমারও খুব ভালো লাগে
আমি আমার জীবনে অনেক জায়গায় ভ্রমণ করেছি আমার বন্ধুদের সাথে নিয়ে ভ্রমন করেছি অবশ্যই ভ্রমণের সময় বন্ধুরা কাছে না থাকলে ভ্রমণটাই যেন বৃথা বেশ কিছুদিন আগে আমি ভ্রমণে গিয়েছিলাম বঙ্গবন্ধু সাফারি পার্ক আমরা দশ পনের জন বন্ধু মিলে গিয়েছিলাম আমাদের এখান থেকে রাত্রে একটার দিকে গাড়ি ছেড়েছিল যেতে যেতে আমাদের সকাল হয়ে গেছিল তারপর বঙ্গবন্ধু সাফারি পার্ক যে সেখান থেকে টিকিট কাটলাম টিকেট কাটার পরে আটটা নয়টার দিকে খাবার খেয়ে আমরা তারপর ঢুকে পড়লাম বঙ্গবন্ধু সাফারি পার্কের ভিতর জায়গাটা খুবই সুন্দর ছিল পশুপাখি জীবজন্তু দেখা যেত আমার মনে নেই হোটেলের ভিতরে ঢুকে খাবার খেলে ভাগ দেখা যায় আমি আমরা সবাই মিলে সেই হোটেলের ভিতরে ঢুকলাম ঢোকার পর কিছু খাবার অর্ডার দিলাম খাবার খেতে খেতেই দেখা যাচ্ছে সামনে এক ভাগ ঘোরাঘুরি করছে আমরা দেখে খুব ভাল লেগেছিল