আসসালামুয়ালাইকুম আমার সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ তায়ালার রহমতে আমি ভালো আছি আপনারও যেন ভাল থাকেন সবসময় আমি দোয়া করি আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় ভালো সুস্থ থাকতে পারি আমি আজ আপনাদের সাথে পরিবেশের সম্পর্ক কিছু কথা বলবো যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন
{Soreuce}[https://images.app.goo.gl/9PdVeMEyWifuPX6C7]
যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উৎপাদন দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যাবলি, উন্নতি, অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলোর সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে।
পরিবেশ দ্বারা মানুষের জীবনধারা, আচার-আচরণ, সংস্কৃতি, অর্থনীতি এবং ব্যবসায় প্রভাবিত হয়। সাধারণত কোনো স্থানের ব্যবসায় বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠানের উন্নতি নির্ভর করে ব্যবসায়িক পরিবেশের ওপর। ব্যবসায়িক পরিবেশের সার্বিক অবস্থা অনুকূল হলে ব্যবসায়-বাণিজ্যের উন্নতি সাবলীল হয়। আবার যদি ব্যবসায়িক সার্বিক পরিবেশ প্রতিকূল হয় তবে ব্যবসায়-বাণিজ্যের উন্নতি বাধাগ্রস্ত হয়। ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোর মধ্যে অন্যতম হলো প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, আইনগত পরিবেশ এবং প্রযুক্তিগত পরিবেশ।
ব্যবসায়ের সামাজিক পরিবেশের উন্নয়নের মাধ্যমে শ্রমিক ও কারিগরদের সৃজনশীলতা বিকাশ সম্ভব।
কোন সমাজের বা জাতির মানুষের সংখ্যা, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য প্রভৃতি মিলে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ ] বলে। ব্যবসায় সমাজের একটি অপরিহার্য বা অবিচ্ছেদ্য অংশ। বিধায় এর ওপর সামাজিক পরিবেশের প্রভাব সুস্পষ্ট।