বান্দরবান ভ্রমণ

in r2cornell •  3 years ago 

হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আমি আজ আলোচনা করব 2020 সালে জানুয়ারি 10 তারিখে গিয়েছিলাম বান্দরবান ভ্রমণ করতে

বান্দরবান-ভ্রমণ.jpg
{source}[https://images.app.goo.gl/AMvT2CoAsk9ckRg89]
আমাদের এলাকার কিছু বন্ধু মিলে 15 জন বন্ধু মিলে বান্দরবান ভ্রমণ যাওয়ার প্ল্যান করলাম এবার আমরা সকলে মিলে চিন্তা করলাম কি গাড়ি দিয়ে যাওয়া যায় সেখানে তখন আমি বললাম আমাদের জন্য একটা হাইস গাড়ি হলেই যথেষ্ট কারণ আমার 15 জন লোক আছে তাহলে কোন সমস্যা নাই 15 জন লোক হলেই যথেষ্ট হয়ে যাবে তখন সবাই বলল ঠিক আছে তাহলে একটা কিস করো আমার সাথে একটি হায়েস গাড়ির ড্রাইভার এর পরিচিত ছিল তাকে আমি ফোন দিই ফোন দেওয়ার পরে বারোটা করার পরের দিন তারিখ গুলি ঠিক করি তার সাথে এবার জানুয়ারির 10 তারিখ হয়ে গেল তারপর আমাদের সাধারন ভাবে যে প্রস্তুতি গুলো নেওয়ার থাকে সেগুলো তো আমরা আগেই নিয়ে নিয়েছি এবং 10 তারিখ হয়ে গেল যাওয়ার পালা তারপর আমরা আমাদের এখান থেকে বান্দরবান অনেক দূর তাই আমাদের রাতে গাড়িতে উঠতে হবে সারারাত যাব সকাল থেকে ঘোরাঘুরি শুরু হয়ে যাবে তারপর সন্ধ্যা সাতটার দিকে আমরা গাড়িতে উঠে বসলাম হ্যাঁরে যাত্রা শুরু হলো তারপর কিছুক্ষণ যাওয়ার পর এই এশারের নামাজের সময় হয়ে গেল তখন আমরা গাড়ি থেকে নেমে একটি মসজিদের সামনে গাড়ি থামা করে গাড়ি থেকে নেমে নামাজটা পড়ে নিলাম তারপর আবার গাড়িতে উঠে বসলাম আবার যাত্রা শুরু হয়ে গেল বান্দরবানের উদ্দেশ্যে যেতে যেতে রাত প্রায় বারোটা বেজে গেল এখন আমাদের রাতের খাবারের সময় আর তখন আমরা ছিলাম কিশোরগঞ্জে কিশোরগঞ্জে আমরা সবাই নেমে একটি হোটেলে গিয়ে রাতের খাবার খেলাম আবার সবাই মিলে গাড়িতে উঠে আবার যাত্রা শুরু হতে লাগল আবার কিছু রাস্তা যাওয়ার পরই গাড়ির তেল শেষের পথে ঢাকা সফরের কে বলল আপনার কিছু টাকা দেন আমীন গাড়িতে তেল পুরি তখন আমরা বাড়াতে কিছু টাকা দিলাম সে গাড়িতে বলবো আমি সবাইকে বললাম সেখান থেকে নামেন চলেন একটু হাঁটাহাঁটি করি তাহলে ঘুমটা ছেড়ে দিবি তারপর সবাই নেমে চা খেলাম একটু হাটাহাটি করলাম আশেপাশে এবার ঘুমটাও আমাদের ছেড়ে দিয়েছে এবার গাড়িতে উঠে বসলাম এবার সারারাত এভাবেই গাড়ি যাওয়ার পর সকালের দিকে পৌঁছে গেলাম আমরা বান্দরবান

আমার বাকি কথাগুলো নেক্সট পোস্টটিতে সম্পন্ন বলবো আজ এই পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!