আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।
Sorsce
আবারো হাজির হলাম আপনাদের সামনে আমি আমার নতুন আরেকটি লেখা নিয়ে আশা করি আমার লিখাটি পড়ে সবাই উপভোগ করবেন। আগামী কালকের নতুন বছরের প্রথম দিনে সবাইকে স্বাগতম।
আমাদের 2022 সাল আসতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে রাত 12 টা থেকে শুরু হবে 2022 সালের প্রথম দিন শনিবার। এভাবে 365 দিন চলে গেল আমাদের জীবন থেকে। আমরা নিজেরাই নিজের বিবেক কে প্রশ্ন করি আমরা এক বছরে কে কতটুকু সৎকাজ করেছে। বা নিজের জন্য এবং পরিবারের জন্য কতটুকু সাফল্য অর্জন করেছি।
সফলতা একা একা বয়ে আনা যাবে না বরং সাফল্য অর্জন করে নিতে হবে। বুদ্ধিমান লোক এরা অন্যদের সামনে যখন কথা বলে তখন তারা বীক্ষণের সাথে বুদ্ধিমত্তার ভাবে নম্রভাবে কথা বলে। অন্য গান যা বলে তা মনোযোগ দিয়ে শোনে এবং নিজের জীবনে প্রতিফলন করার চেষ্টা করে।
আবার দেখা যায় যে এই এক বছরে কে ধর্মীয় কাজ কি রকম করেছে সে সম্পর্কে। যেমন আমরা ইসলাম ধর্মের অনুসারী আমাদের দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। এখন আমরা 365 দিনে হিসাব করে দেখে নিজেরা একে কয়েক্ত নামাজ জামাতের সহিত আদায় করেছি এটা কিন্তু সে আমাদের সবচেয়ে আগের বিষয়ে ফরজ করা হয়েছে।
একটা ঘটনার বিবরণ দেওয়া যায় যেমন একজন মানুষকে পরিবর্তন করতে হলে কোন পরিবেশে যেতে হবে। যেমন, ধান প্রথমে বপন করা হয় কোন কাদাযুক্ত মাটিতে, তারপর অপেক্ষা করতে হয় কখন চারা গাছ গুলো বড় হবে, চারা গাছ গুলো খুব বড় হলেই তা উঠানো হয় এবং অন্য এক খন্ড জমিতে কাদা করতে হয় পানি দিতে হয় এবং তার মধ্যে রোপন করতে হয়। এবং কিছুদিন যাওয়ার পরে সেটা একটি চারা গাছ হয় এবং সেটাতে ফল ধরে। এ যে একটা পরিবেশ থেকে অন্য একটা পরিবেশে স্থাপনের ফলে হক ধারা শুরু করল এটা হচ্ছে পরিবেশ।
কোন মানুষের জন্মগত ভাবে ধনী কিংবা গরিব লেখা থাকে না। তারা তাদের সাফল্যের কর্মপ্রচেষ্টা দিয়ে এই অর্জন করে নেয় ধনীকে গরীব। তাই উক্ত আলোচনা থেকে বোঝা গেল যে সবাইকে আত্মনির্ভরশীল ও সৎ ও যোগ্য হতে হবে।
আজকে এই পর্যন্তই থাক, আমার লেখাতে কোন কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ।