প্রাচীন আরব উপদ্বীপের জলবায়ু, উৎপন্ন ফসল ও জীবজন্তু

in r2cornell •  3 years ago 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বন্ধুরা আপনারা কেমন আছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালোই আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।

images - 2022-01-05T140814.371.jpeg
Sorsce
আবারো হাজির হলাম আপনাদের সামনে আমি আমার নতুন আরেকটি লেখা নিয়ে। আশা করি আমার লিখাটি পড়ে সবার ভালো লাগবে।

আমি এবার লিখব প্রাচীন আরব উপদ্বীপের জলবায়ু, উৎপন্ন ফসল ও জীবজন্তু সম্পর্কে।

জলবায়ু:

পৃথিবীর অত্যন্ত শুষ্ক ও গ্রীষ্মপ্রধান দেশগুলোর মধ্যে আরব উপদ্বীপ অন্যতম। উপদ্বীপ টির তিনদিকে জলরাশি থাকলেও তা ভূমিকে সিক্ত করতে পারেনি। কারণ আরো ভূমির অধিকাংশই আফ্রো-এশিয়ার বৃষ্টিহীন বিপুল প্রান্তর। দক্ষিনে মহাসমুদ্র থেকে প্রাকৃতিক কারণে মেঘ ওঠে কিন্তু মরুর বালু ঝড় সাইমুম তা শুষে নেয়। বাতাসে আর জলীয়বাষ্প অবশিষ্ট থাকে না।

মরু অঞ্চল প্রচন্ড খরতাপে বিদগ্ধ ও গুল্মশূন্য। কখনো কখনো তপ্ত লু হাওয়া প্রবাহিত হয়। তবে ইয়ামেন, ওম্যান, হাজরামাউত, হেজাজ প্রভাতী অঞ্চলে এবং পানি বর্ধিত উপত্যকায় যতসামান্য বৃষ্টিপাত হয়। হেজাজে কখনো বৃষ্টি হয় দুই তিন দিন ধরে। অন্যদিকে কোথাও ঝটিকা বৃষ্টি হয়ে জানমালের ক্ষতি করে। চাষের উপযোগী বৃষ্টিপাত হয় ইয়েমেন ও আশির প্রদেশ। ইয়ামেনের আধুনিক রাজধানী সানা সমুদ্রপৃষ্ঠ থেকে 700 ফুট উঁচু তে অবস্থিত এবং এটি আরব উপদ্বীপের সবচেয়ে সুন্দর ও স্বাস্থ্যকর শহর। বৃষ্টির পানির মরুভূমিতে সঞ্চালিত হয় স্থানে স্থানে যে ঝরনা বাজি সৃষ্টি করেছে তা দেখে আরো বানিক ও তথ্য যাত্রা পথের সন্ধান পায়।
শুষ্ক আবহাওয়া ও অনুর্বর ঘুমের কারণে আরব দেশে পর্যাপ্ত ফসল উৎপাদন করা দুরূহ ব্যাপার। তবে গাছের রানী হিসেবে বিখ্যাত খেজুর গাছ হেজাজ অঞ্চলে প্রচুর জন্মে। খেজুর আরবের প্রধান খাদ্য। খেজুর ছাড়া তাদের জীবন ধারণ কষ্টকর ছিল। খেজুরের রস পানীয় হিসেবে এবং খেজুরের বীজ উট এর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আলী এম এন ও কয়েকটি মরুদ্যানে গমের চাষ হয়। ঘোড়ার খাদ্য হিসাবে বার্লি চাষ। ওম্যান ও আল হাসান ও কয়েকটি অঞ্চলে ভুট্টা উৎপাদন হয়। আরবের উদ্যানে উৎপাদিত অন্যান্য ফসলের মধ্যে আপেল, কমলা লেবু, কাগজি লেবু, বেদনা, আখ, তরমুজ, কলা ইত্যাদি উল্লেখযোগ্য।
আরবিও ঘোড়া বিখ্যাত হলেও প্রকৃতপক্ষে সর্বপ্রথম সিরিয়া থেকে আরব দেশে ঘোড়া আমদানি করা হয়। ঘোড়ার প্রধান গুরুত্ব ছিল বেদুইনদের ঝটিকা আক্রমনে প্রয়োজনীয় গতি সঞ্চার করা। আরবের মাটিতে ঘোড়া পালন ছিল খুব ব্যয়বহুল। কেবল বিত্তবানরা ঘোড়ার মালিক ছিল। শিকার, খেলাধুলা, যুদ্ধ বিগ্রহ সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হতো। উত্তপ্ত মরুভূমিতে দুর্ধর্ষ আরব বেদুইনদের একমাত্র বাহন এর যথার্থতা মরুভূমির জাহাজ বলা হয়। উট আরবদের সর্বাধিক প্রয়োজনীয় প্রিয় গৃহ পালিত পশু। উড়ছিল যাযাবরদের ধাত্রীসম। উট শীতকালে প্রায় 25 দিন এবং প্রায় 15 দিন পানি পান না করে তুলতে পাড়ায় রাজ্যবিস্তার ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে উত্তম হিসেবে মুখ্য ভূমিকা রাখে।

আমার লেখাতে কষ্ট করে পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা সবাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!