গণতন্ত্র

in r2cornell •  3 years ago 

গণতন্ত্র হলো জনগণের জন্য জনগণের দ্বারা, জনগণের সরকার। গণতান্ত্রিক সরকার হলো সাধারণ জনগণের সরকার যারা তাদের প্রতিনিধি হিসেবে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত গণতন্ত্রে একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রতিনিধি জনগণের চাহিদা পূরণের জন্য তাদের কাছে দায়বন্ধ থাকে।

images - 2022-02-06T200005.733.jpeg
Sorsce
গণতন্ত্র কিছু অধিকার সংরক্ষণ করে। যেমন- ভোটের অধিকার, কথা বলার অধিকার, ধর্ম, রাজনৈতিক মতামত, ব্যক্তিস্বাতন্না ইত্যাদি। চিন্তা বা মতামত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য। বিরোধী দলগুলো সরকারের অনেক সিদ্ধান্তের প্রতিবাদ জানায় যদি তা তাদের কাছে অন্যায় বলে প্রতীয়মান হয়। হরতাল, অবরোধ, মানববন্ধন কর্মসূচি ইত্যাদি একটি গণতান্ত্রিক সমাজের নিতা বৈশিষ্ট্য। অনেক সময় আন্দোলন থেকে হট্টগোল, ভাঙচুর, নৈরাজ্য, রক্তপাতের ঘটনাও সমাজে সংঘটিত হয়। যদিও গণতছে যেকোনো দোষী ব্যক্তি ও নেতার বিরুদ্ধে অভিশংসনের সুযোগ রয়েছে তথাপি গণতন্ত্র দেশে কিছু ক্ষতিরও কারণ হয়ে দাঁড়ায়। কারণ অনেক সময় সবার জন্য ভোটাধিকার অধিকাংণে জনগণের রায়ে নেতা নির্ধারণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বস্তুতপক্ষে, গণতন্ত্র ও সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত নয়। এই কারণে, বিশ্বের অনেক দেশই গণতন্ত্র ও সমাজতন্ত্রের মিলিত শাসনব্যবস্থায় পরিচালিত হচ্ছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!