The rainy sky of my country, seen from one end, seems to have fallen to the ground at the other end 🌧️🌧️🌦️

in r2cornell •  3 years ago 

I live in Bangladesh. Everyone knows how much beauty there is. But if you go out of the house to know who that beauty is, you can see what beauty is. Today, like nature lovers, I went out to do research on nature. To unveil the beauty of the nature of Bengal. At last the wonderful game of nature came to my notice. This is the cloudy sky during the rainy season. Just like professional photography.

IMG20220518180615.jpg

A kind of grass in the hand from which a kind of juice comes out. This juice is very fun to eat sweet. In the rainy season not only annoying but also a little beauty can be seen. Seeing this picture, it seems that I am touching the sky. I dream of touching the sky from the ground. Sometimes I think pilots do a very good job. No matter how old the pilots want. They can touch the sky and move around the sky. But at this time it seems that the sky has come down to the ground. As if descending to the ground of the sky, it seems that the impossible beauty blossoms. No one can enjoy this beauty without seeing it with their own eyes. No one can feel it. This time this cloudy sky carries nature in my country. This is not the case in the skies of all the countries. It is impossible to find such in Dhaka, a developed city of the country.

The lightless lamppost seems to be standing still in the cloudy atmosphere in the afternoon. As if to say that now the time of loneliness is gone. My companions came to see me. Everyone throngs to this secluded place. It was very hot today and it was cold here. My father and I went to taste the weather. The man you see in the picture is my father. He was not photographed for any reason because he did not like to be photographed. So I didn't take the picture. Along with this picture is another picture where it seems that the sky is mixed with the soil on the other side. It seems that he has fallen to the ground in the sky. That is the photography.

IMG20220518180845.jpg

The sky usually looks like this during the rainy season. However, the sky looks like this in the rainy season. If it is so beautiful, then how beautiful it can be to see the autumn sky is the turn of autumn. In 6 seasons, my Bangladesh is dressed in a new form. Letting everyone know that I am going to show my new look. I would like to wish all the best for this rainy season in my country. I also want everyone to feel these six seasons of my country with their own body. I wish everyone could travel to my country. Thanks for reading my article so carefully. Everyone should take care of their body health.

আমি বাংলাদেশে বাস করি। এখানে রয়েছে কত সৌন্দর্য তা অজানা সবার। তবে সেই সৌন্দর্য কে জানার জন্য একটু ঘর থেকে বের হলেই দেখা যায় সৌন্দর্য কি জিনিস। আজকে প্রকৃতিপ্রেমীদের মত আমিও বেরিয়েছিলাম প্রকৃতি নিয়ে গবেষণা করার জন্য। বাংলার প্রকৃতির সৌন্দর্য উদঘাটন করার জন্য। অবশেষে প্রকৃতির অপরূপ খেলা আমার নজরে চলে আসলো। এই হল বর্ষাকালে মেঘাছন্ন আকাশ। ঠিক যেন প্রফেশনাল ফটোগ্রাফি।

হাতে এক ধরনের ঘাস যার মধ্যে থেকে একপ্রকার রস বের হয়। এই রস খেতে খুবই মজা মিষ্টি। বর্ষাকালে শুধু বিরক্তিকর নয় একটু সৌন্দর্য সব দেখা যায়। এই ছবি দেখলে মনে হয় আকাশ ছুঁয়ে দিই আমি। মাটি থেকে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখি। মাঝে মাঝে ভাবনা চিন্তা করি পাইলটরা অনেক ভালো জব করে। পাইলটদের ইচ্ছে কতইনা পুরনো হয়। তারা আকাশ ছুতে পারে আকাশের বুকে ঘুরতে পারে। তবে এই সময়টাতে মনে হয় আকাশ মাটিতে নেমে এসেছে। আকাশের মাটিতে নেমে আসা যেন অসম্ভব সৌন্দর্য ফুটিয়ে তোলে। এই সৌন্দর্য স্বচক্ষে না দেখলে কেউ উপভোগ করতে পারবে না। অনুভব করতে কেউ পারবেনা। এবার এই মেঘাচ্ছন্ন আকাশ আমার দেশে প্রকৃতিকে বহন করে। সব দেশের আকাশে এরকম হয়না উন্নত দেশগুলোর আকাশে অন্যরকম ভাব দেখা যায়। দেশের উন্নত শহর ঢাকাতে এরকম খুঁজে পাওয়া অসম্ভব।

IMG20220518180612.jpg

আলোহীন ল্যাম্পপোস্ট বিকেলবেলা মেঘাছন্ন পরিবেশে যেন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। যেন বলতে চাইছিলে এখন একাকীত্ব সময়টা ঘুচিয়ে গেল ‌। আমার সঙ্গী সাথীরা আমাকে দেখতে চলে এলো। সবাই ভিড় করে এই নিরিবিলি জায়গা তে। আজকে প্রচুর গরম ছিল এখানে আবহাওয়া টা ঠান্ডা হয় সে আবহাওয়ার স্বাদ নিতে গিয়েছিলাম আমি এবং আমার বাবা। ছবি তে যেই লোকটিকে দেখতে পারছেন উনি আমার বাবা। কোন কারণবশত ওনার ছবিটা তোলা হয়নি কারন সে ছবি তোলা পছন্দ করেন না। তাই ছবিটি তুলিনি। এই ছবির পাশাপাশি আরও একটা ছবি যেখানে মনে হচ্ছে আকাশ অপরপ্রান্তের মাটির সঙ্গে মিশে আছে। মনে হচ্ছে আকাশে সে মাটিতে পড়েছে সেখানে গেলে আকাশে উঠতে পারব। এটাই সেই ফটোগ্রাফি।

সাধারণত বর্ষাকালে এরকম আকাশ দেখায়। তবে আকাশ বর্ষা মৌসুমে এরকম দেখায় এটা যদি এত সুন্দর হয় তাহলে শরতের আকাশ দেখতে কতটা সুন্দর হতে পারে সেটা শরৎকাল আসার পালা। 6 ঋতুতে যেন নতুন নতুন রূপে সাজে আমার বাংলাদেশ। জানিয়ে দেয় সবাইকে আমার নতুন রুপ দেখাতে চলেছি আমি। বর্ষাকালের এই সময়টা আমার দেশের সবার ভালো কাটুক সবার কাছে দোয়া চাই। সেইসাথে চাই আমার দেশের এই ছয় ঋতু সবাই যেন অনুভব করতে পারে নিজের শরীর দিয়ে। আমার দেশ ভ্রমণ করতে যেন সবাই পারে এ দোয়া রইল। ধন্যবাদ আমার লেখাকে এতক্ষন মনোযোগ দিয়ে পড়ার জন্য। সবাই নিজেদের শরীর-স্বাস্থ্য খেয়াল রাখবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been curated by @r2cornell-curate. Also, find us on Discord

Manually curated by @abiga554

logo3 Discord.png

Felicitaciones, su publication ha sido votado por @r2cornell-curate. También, encuéntranos en Discord