Vegetable and fruit cultivation

in r2cornell •  2 years ago 

sss.webp

source
There are usually six seasons in our country. And there are three agricultural seasons - Kharif-1, Kharif-2 and Rabi. Although the agricultural season is divided into three parts based on the production, but depending on the geographical location, weather, climate and the urgency of our needs, every day of the month has to do some agricultural work. Farmers will organize and implement the daily tasks according to their own thinking, needs and finances.

Baisakh (Mid April-Mid May): Best time to sow seeds of red cabbage, gimakalmi, stalk, green onion, juniper, brinjal, chilli, ginger, turmeric, dal. Summer tomato seedlings can also be planted. 5 tajmishtikumra, bitter gourd, dhundul, shrimp, chichinga, rice gourd, cucumber loft should be made, seedlings should be produced. Pest control and irrigation of pumpkin vegetables should be provided. Kharif-1 season vegetable seeds should be sown, saplings should be planted, stalks, puishak, lalshak, barbati crops should be harvested. Kharif-2 vegetable beds and seedlings should be prepared. Young Shajina, Watermelon, Bangi should be collected. Selection of place for fruit cultivation, collection of high quality fruit seedlings or cuttings, application of balanced fertilizers to old fruit trees and irrigation of fruiting trees.

Jaishtha (Mid-May-Mid-June): Planting, irrigation and fertilizer application and maintenance of Kharif-2 vegetable seedlings sown earlier in the seed bed. Shajina has to be collected and summer tomato seedlings have to be planted and cared for. Measures should be taken to collect prawns, chichinga, dhundul, potal, kankarol and control insects. Gourds must be raised, irrigated and fertilized. Preparation of pits for planting fruit seedlings and application of balanced fertilizers to mature fruit trees, collection and marketing of fruits of fruiting trees should be arranged.

Asadha (Mid June-Mid July): Maintenance of summer eggplant, tomato, green chillies, sowing of beans, control of pests and diseases of cucurbit vegetables. Harvesting should be done from the garden of brinjal, tomato and radish planted earlier. Kharif-2 vegetable seedlings should be planted and cared for, irrigation, fertilizer should be applied. Planting saplings or cuttings of medicinal plants with fruits, tying saplings with poles, cages or fences and balanced fertilizers should be applied to fruit trees.

Shravan (Mid-July-Mid-August): Preparation of seed bed of early rabi vegetables like cabbage, cauliflower, gourd, tomato, brinjal, sowing can be started. Vegetables of Kharif-2 should be raised and insects should be controlled. Sowing beans, red cabbage and spinach should be done. Maintenance of planted fruit seedlings, advanced planting/cutting, staking, trellising or fencing, collection of fruits from fruiting trees.

Bhadra (Mid August-Mid September): Early Rabi Vegetables Cabbage, Cauliflower, Cauliflower, Cauliflower, Tomato, Eggplant, Pumpkin, Gourd land preparation, planting, fertilizer application etc. Seedbeds of medium and early rabi vegetables should be prepared and sown. Nabi Kharif-2 vegetable collection, seeds should be stored. Pre-planted fruit seedling care including planting advanced fruit seedling or grafting, giving poles, protecting saplings with fences, pruning of tree limbs after fruit collection.

আমাদের দেশে সাধারণত ঋতু ছয়টি। আর কৃষির মৌসুম তিনটি- খরিফ-১, খরিফ-২ ও রবি। উৎপাদনের ওপর ভিত্তি করে যদিও কৃষি মৌসুমকে তিনভাগে ভাগ করা হয়েছে, কিন্তু ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, জলবায়ু এবং আমাদের প্রয়োজনের তাগিদে প্রতি মাসের প্রতিটি দিনই কিছু না কিছু কৃষি কাজ করতে হয়। চাষিরা নিজস্ব চিন্তা ধারা, চাহিদা ও আর্থিক দিক বিবেচনা করে নিজের মতো প্রতিদিনের কাজগুলোকে সাজিয়ে নেবেন ও বাস্তবে রূপ দেবেন।

বৈশাখ (মধ্য এপ্রিল-মধ্য মে): লালশাক, গিমাকলমি, ডাঁটা, পাতাপেঁয়াজ, পাটশাক, বেগুন, মরিচ, আদা, হলুদ, ঢেঁড়স বীজ বপনের উত্তম সময়। সঙ্গে গ্রীষ্মকালীন টমেটো চারা রোপণ করা যায়। ৫ তজমিষ্টিকুমড়া, করলা, ধুন্দুল, ঝিঙা, চিচিংগা, চালকুমড়া, শসার মাচা তৈরি, চারা উৎপাদন করতে হবে। কুমড়া জাতীয় সবজির পোকা মাকড় দমনের ব্যবস্থা ও সেচ প্রদান করতে হবে। খরিফ-১ মৌসুমের সবজির বীজবপন, চারা রোপণ করতে হবে, ডাঁটা, পুঁইশাক, লালশাক, বরবটি ফসল সংগ্রহ করতে হবে। খরিফ-২ সবজির বেড ও চারা তৈরি করতে হবে। কচি শজিনা, তরমুজ, বাঙ্গি সংগ্রহ করতে হবে। ফল চাষের স্থান নির্বাচন, উন্নতজাতের ফলের চারা বা কলম সংগ্রহ, পুরনো ফলগাছে সুষম সার প্রয়োগ ও ফলন্ত গাছে সেচ প্রদান করতে হবে।

জ্যৈষ্ঠ (মধ্য মে-মধ্য জুন): আগে বীজতলায় বপনকৃত খরিফ-২ এর সবজির চারা রোপণ, সেচ ও সার প্রয়োগ ও পরিচর্যা করতে হবে। শজিনা সংগ্রহ করতে হবে এবং গ্রীষ্মকালীন টমেটোর চারা রোপণ ও পরিচর্যা করতে হবে। ঝিঙা, চিচিংগা, ধুন্দুল, পটল, কাঁকরোল সংগ্রহ ও পোকামাকড় দমনের ব্যবস্থা নিতে হবে। নাবীকুমড়া জাতীয় ফসলের মাচা তৈরি, সেচ ও সার প্রয়োগ করতে হবে। ফলের চারা রোপণের গর্ত প্রস্তুত ও বয়স্ক ফল গাছে সুষম সার প্রয়োগ, ফলন্ত গাছের ফল সংগ্রহ এবং বাজারজাতকরণের ব্যবস্থা করতে হবে।

আষাঢ় (মধ্য জুন-মধ্য জুলাই): গ্রীষ্মকালীন বেগুন, টমেটো, কাঁচা মরিচের পরিচর্যা, শিমের বীজবপন, কুমড়া জাতীয় সবজির পোকামাকড়, রোগবালাই দমন করতে হবে। আগে লাগানো বেগুন, টমেটো ও ঢেঁড়সের বাগান থেকে ফসল সংগ্রহ করতে হবে। খরিফ-২ সবজির চারা রোপণ ও পরিচর্যা, সেচ, সার প্রয়োগ করতে হবে। ফলসহ ওষুধি গাছের চারা বা কলম রোপণ, খুঁটি দিয়ে চারা বেঁধে দেয়া, খাঁচা বা বেড়া দেয়া ও ফলগাছে সুষম সার প্রয়োগ করতে হবে।

শ্রাবণ (মধ্য জুলাই-মধ্য আগস্ট): আগাম রবি সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, লাউ, টমেটো, বেগুনের বীজতলা তৈরি, বীজবপন শুরু করা যেতে পারে। খরিফ-২ এর সবজি উঠানো ও পোকামাকড় দমন করতে হবে। শিমের বীজবপন, লালশাক ও পালংশাকের বীজবপন করতে হবে। রোপণকৃত ফলের চারার পরিচর্যা, উন্নত চারা/কলম রোপণ, খুঁটি দেয়া, খাঁচি বা বেড়া দেয়া, ফলন্ত গাছের ফল সংগ্রহ করতে হবে।

ভাদ্র (মধ্য আগস্ট-মধ্য সেপ্টেম্বর): আগাম রবি সবজি বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, ফুলকপি, টমাটো, বেগুন, কুমড়া, লাউয়ের জমি তৈরি, চারা রোপণ, সার প্রয়োগ ইত্যাদি করতে হবে। মধ্যম ও নাবী রবি সবজির বীজতলা তৈরি, বীজবপন করতে হবে। নাবী খরিফ-২ সবজি সংগ্রহ, বীজ সংরক্ষণ করতে হবে। আগে লাগানো ফলের চারার পরিচর্যাসহ ফলের উন্নত চারা বা কলম লাগানো, খুঁটি দেয়া, বেড়া দিয়ে চারাগাছ সংরক্ষণ, ফল সংগ্রহের পর গাছের অঙ্গ ছাঁটাই করতে হবে।

source

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!