Bangi is a healthy fruit

in r2cornell •  2 years ago 

ghbb.jpg

Bangi is a healthy fruit. Ripe Bangi has a rich aroma. Bangi has many qualities. Raw bangi can be cooked and eaten as a vegetable. Bangi contains meat, fatty acids and mineral salts. Bangi can eliminate urinary incontinence or loss of appetite.

Other names of Bangi are Kharmuz, Kankur, Footi or Bani. Bungi grows in summer in almost all parts of the country. It is the most common cucumber after watermelon. According to Mritunjay Roy in his book 'Bichitra Fal of Bengal', Bangi is believed to have originated in Iran or Afghanistan. This fruit is also cultivated in America and Australia.

Bangigach looks like a cucumber, creeping. The color of raw fruit is greenish. Raw bangi can be cooked and eaten as a vegetable. The fruit is yellowish when ripe. Ripe fruit has a sweet aroma. It has a distinct taste. Fruit weight can range from one to four kg.

There are mainly two types of bangi found in the country – sand and clay bangi. The shell of Belle Bangir is soft. The shell is very thin, it takes sand to eat the shell. Not so sweet. On the other hand, clay bungee shells are shiny, slightly hard and relatively sweet.

Amirul Alam Khan mentioned in the book 'Banglar Phaal' that 25 calories of nutrients are available from every 100 grams of bangi. Bangi has herbal properties.

Daudkandi upazila in-charge health officer Shahinur Alam said, Bangi has many qualities. Diabetic patients are not harmed by taking bungi. It is useful and healthy food. Children, young or old can all eat bungi.

বাঙ্গি স্বাস্থ্যকর ফল। পাকা বাঙ্গির রয়েছে ম-ম সৌরভ। বাঙ্গির অনেক গুণ। কাঁচা বাঙ্গি সবজি হিসেবে রান্না করে খাওয়া যায়। বাঙ্গিতে আমিষ, ফ্যাটি অ্যাসিড ও খনিজ লবণ আছে। মূত্রস্বল্পতা কিংবা ক্ষুধামান্দ্য দূর করতে পারে বাঙ্গি।

বাঙ্গির অপর নাম খরমুজ, কাঁকুড়, ফুটি বা বানি। দেশের প্রায় সব এলাকায় গ্রীষ্মকালে বাঙ্গি জন্মে। তরমুজের পর এটিই অধিক প্রচলিত শসাগোত্রীয় ফল। মৃত্যুঞ্জয় রায় তাঁর ‘বাংলার বিচিত্র ফল’ বইয়ে উল্লেখ করেছেন, ধারণা করা হয়, বাঙ্গির জন্ম ইরান বা আফগানিস্তানে। আমেরিকা ও অস্ট্রেলিয়াও এ ফলের চাষ করা হয়।

বাঙ্গিগাছ দেখতে অনেকটা শসাগাছের মতো, লতানো। কাঁচা ফলের রং সবুজাভ। কাঁচা বাঙ্গি সবজি হিসেবে রান্না করে খাওয়া যায়। ফল পাকলে হলুদাভ হয়। পাকা ফলের সুমিষ্ট সৌরভ আছে। এটি স্বতন্ত্র স্বাদের। ফলের ওজন এক থেকে চার কেজি পর্যন্ত হতে পারে।

দেশে প্রধানত দুই জাতের বাঙ্গি দেখা যায়—বেলে ও এঁটেল বাঙ্গি। বেলে বাঙ্গির শাঁস নরম। খোসা খুব পাতলা, শাঁস খেতে বালু বালু লাগে। তেমন মিষ্টি নয়। অন্যদিকে, এঁটেল বাঙ্গির শাঁস কচকচে, একটু শক্ত এবং তুলনামূলকভাবে মিষ্টি।

‘বাংলার ফল’ বইয়ে আমিরুল আলম খান উল্লেখ করেছেন, প্রতি ১০০ গ্রাম বাঙ্গি থেকে পাওয়া যায় ২৫ ক্যালরি পুষ্টিগুণ। ভেষজ গুণ আছে বাঙ্গির।

দাউদকান্দি উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা শাহীনূর আলম বলেন, বাঙ্গির গুণাগুণ অনেক। ডায়াবেটিক রোগীরা বাঙ্গি খেলে ক্ষতি হয় না। এটি উপকারী ও স্বাস্থ্যসম্মত খাবার। শিশু, যুবক কিংবা বৃদ্ধ সবাই বাঙ্গি খেতে পারে।

source


Posted from https://blurtlatam.com

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!