Better Life with blurt ||The Diary Game||

in r2cornell •  10 months ago 
" হ্যালো বন্ধুরা "
Picsart_24-01-28_12-11-04-403.jpg

Editing by PicsArt

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমার কাটানো গতকাল এর সকল কার্যক্রম গুলো।

🌺 সকাল বেলা 🌺
IMG_20240126_122949-01.jpeg

গতকাল সকালে আমি ঘুম থেকে উঠেছিলাম ৮ টার সময় উঠে আমার ছোট বোন কে ডাক দিলাম।আর আমি এতো তাড়াতাড়ি একা একা কি করে উঠলাম তা হয়তো অনেকেই ভাবছেন..?। আসলে আমি আমার ফোনে এলাম দিয়ে রাখছিলাম। বোন কে উঠিয়ে দিলাম আর সাথে মাকে ও উঠিয়ে ছিলাম সামিরা কে রেডি করে দেওয়ার জন্য। আমার ছোট বোন এর নাম সামিরা এতো দিন বলা হয়নি তার জন্য আমি দুঃখিত। ফ্রেশ হয়ে সামিরা কে মাদ্রাসায় দিয়ে আবার বাসায় আসলাম। বাসায় এসে কয়েক পিছ বিস্কুট নিলাম খাওয়ার জন্য। বিস্কুট খেয়ে পানি খেলাম আর তার পরে ফোন দেখার জন্য একটু শুয়ে ছিলাম।

IMG_20240126_122751-01.jpeg

১০ মিনিট পর আমাকে আমার মা ডাক দিল।আমি মায়ের কাছে গেলাম গিয়ে দেখি মা রান্না ঘরে রান্না করছে।আমি বললাম মা বলো আমাকে মা বললো ফ্রিজ থেকে শসা গুলো নামিয়ে রাখ গরম হয়ে যাবে আনে।আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে কি রান্না করবা মা বলে খিচুড়ি।আমি তার পরে শসা গুলো নামিয়ে রেখে আবার এসে শুয়ে পড়লাম আর ফোন দেখতে ছিলাম।

১০:৪৫ এর সময় আমি বাসা থেকে বের হলাম সামিরা কে নিয়ে আসবো বলে।আর ১১ টার সময় ওদের ছুটি হবে তাই একটু আগেই গেলাম।আমি গিয়ে ৭_৮ মিনিট দাঁড়িয়ে রইলাম আর তার পরে দেখি ওদের ছুটি হয়েছে।আমি তার পরে সামিরা কে নিয়ে বাসার দিকে আসলাম।

IMG_20240125_221056-01.jpeg

বাসায় আসার পর আমাকে আমার মা পাঠিয়ে দিল টিভি ঠিক করার জন্য।২ দিন আগে টিভি কালো রং হয়ে গেছিল কিছুই দেখা যাচ্ছে না। আমাকে অনেক বার বলেছে নিয়ে যেতে কিন্তু আমার ভালো লাগে না তাই এতো দিন নেওয়া হয়নি।টিভি ঠিক করার দোকান একদম আমাদের গেটের সামনে তাই বেশি কষ্ট হয়নি। নিয়ে আমি দোকান দার কাকা কে দেখালাম আর সে বললো ৩০০ টাকা লাগবে।আমি বললাম আচ্ছা ঠিক আছে ঠিক করেন।আমি তাকে জিজ্ঞেস করছিলাম কত সময় লাগবে সে বললো ১০ মিনিট এর ভিতরে হয়ে যাবে আর তাই আমি একে বারে ঠিক করে নিয়ে বাসায় আসলাম।

🌺 দুপুর বেলা + বিকাল বেলা 🌺
IMG_20240126_185637-01.jpeg

বাসায় এসে আমি গরম পানি করে গোসল করতে গেলাম। গোসল শেষ করে আমি ফোন নিয়ে ছাদে গেলাম রোদে বসবো বলে।আমি ছাদে গিয়ে রোদে বসে ফোন দেখলাম। কিছুক্ষণ পর নিচে এসে আমি দুপুরের খাবার খেলাম।আর দুপুরের খাবার ছিল খিচুড়ি তা তো ইতিমধ্যেই বলে দিয়েছি। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলাম।আর শরীর একটু দুর্বল বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম।

IMG_20240126_143651-01.jpeg

আমি ঘুম থেকে উঠে দেখি ৪ টা বাজে তার পরে আমি মাঠে খেলাম ক্রিকেট 🏏 খেলার জন্য।আমি মাঠে গিয়ে দেখি সবাই পাশে বসে আছে খেলা শুরু করেনি।আমি তার পরে সবাই কে নিয়ে ২ দল করে খেলা শুরু করলাম। পুরো বিকাল বেলা টায় ৩ টা ম্যাচ খেলতে পারলাম আমরা। আমার দল ১ টা ম্যাচ জয় লাভ করেছিল আর বাকি ২ হেরে গেছিলাম।আমি বিকাল বেলাটা খেলাধুলা করে কাটিয়েছি তাই অনেক ভালো লাগছিল।

🌺সন্ধ্যা বেলা + রাতের বেলা 🌺
IMG_20240126_190608-01.jpeg

সন্ধ্যা বেলা আমি আমার একটা বন্ধুর সাথে মোবাইল ঠিক করার জন্য বাজারের গিয়েছিলাম।আর আমার বন্ধুর ফোনে সমস্যা হলো ফোন টা পানিতে পড়ে গেছিল। ফোন ঠিক করে আমরা সামনের একটা হোটেল থেকে আলুর চপ আর পেঁয়াজু খেয়েছিলাম।

IMG_20240127_124545-01.jpeg

আমি এর পরে বন্ধুকে বিদায় দিয়ে বাসার দিকে আসলাম। বাসায় এসে আমি কিছুক্ষণ ফোন দেখলাম।আর রাত ১০ টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম।

" তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন "
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!