Better Life with blurt ||The Diary Game||

in r2cornell •  11 months ago 
" হ্যালো বন্ধুরা "
Picsart_24-02-08_13-43-36-137.jpg

Editing by PicsArt

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমার কাটানো একটি দিনের সকল কার্যক্রম গুলো।

🌺 সকাল বেলা 🌺
IMG_20240207_124827-01.jpeg

সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম , তারপর আমি আমার বোনকে নিয়ে মাদ্রাসায় চলে গেছিলাম। তারপরে বোনকে মাদ্রাসায় দিয়ে আমি আবার বাসার দিকে আসলাম। বাসায় এসে সকাল বেলা কি খাওয়া যায় তা দেখলাম। তারপরে আমি চানাচুর আর মুড়ি নিলাম খাওয়ার জন্য। মা যদিও ভাত খাওয়ার কথা বলছিল কিন্তু আমি ভাত না খেয়ে মুড়ি খেয়ে ছিলাম সকালবেলা।

১০:৪৫ মিনিটে আমি বাসা থেকে বের হলাম ছোট বোনকে মাদ্রাসা থেকে নিয়ে আসার জন্য। গিয়ে আমি মাদ্রাসার ভিতরে বসলাম আর কিছুক্ষণ এর ভিতরে দেখি বোন এর ছুটি হয়েছে আর ও ক্লাস রুম থেকে বের হয়ে আমার কাছে চলে আসছে। আমি তারপরে আমার বোনকে নিয়ে বাসায় আসলাম।

IMG_20240207_133023-01.jpeg

বাসায় আসার পরে আমাকে আমার মা বললো ঝুড়িতে করে কিছু কামরাঙ্গা ফল রাখা আছে গাছ থেকে পেড়ে এনেছিলাম গতকাল বিকেল বেলা সেগুলো খেয়ে দেখ কেমন লাগে। আসলে কেমন লাগে বলার কারণ হলো এই প্রথম বছর গাছ টিতে ফলন ধরেছে তাই আমরা জানি না যে ফলগুলো খেতে কেমন হবে। আমি তারপরে দুইটি কামরাঙ্গা ফল নিলাম খাওয়ার জন্য সাথে একটু লবণ নিয়েছিলাম।

আমি খেয়ে দেখলাম যে অনেক মিষ্টি আমার কাছে অনেক ভালোই লাগলো আমি তারপরে মাকে বললাম আমার কাছে তো ভালোই লাগলো তুমি এখন খেয়ে দেখো একটা।মা তারপরে একটা কামরাঙ্গা খেয়েছিল আর তার কাছেও ভালো লেগেছে যেটা বুঝলাম।

🌺 দুপুর বেলা + বিকাল বেলা 🌺
IMG_20240207_152639-01.jpeg

দুপুরের আজান হওয়ার সাথে সাথে আমি গোসল করতে চলে গেলাম। আর আমি অনেকদিন পরে গরম পানি ছাড়া ঠান্ডা পানি দিয়ে গোসল করে ছিলাম। গোসল করা হয়ে গেলে আমি ঠান্ডা লাগছিল তার কারণ কিছুক্ষণ রোদে বসলাম। আর তারপরে আমাকে আমার মা খাবার খেতে দিল। দুপুরে আমি খাবার খেয়েছিলাম চিংড়ি মাছ ও লাল শাক দিয়ে। শাকের ভিতরে লাল শাক টা আমার অনেক প্রিয়।

IMG_20240207_171305-01.jpeg

খাওয়া দাওয়ার পরে আমি একটু বিশ্রাম নিলাম। বিকাল চারটার দিকে আমি উঠে বাইরে যাওয়ার জন্য রহনা হলাম। আমি অনেকদিন পরে কলেজের ভিতরে বসে বন্ধুদের সাথে কিছু সময় পার করেছিলাম।আমরা সাতজন বন্ধু মিলে অনেক মজা করেছিলাম কলেজের ভিতরে বসে। বিকেল বেলা সূর্যটা দেখতে অনেক ভালো লেগেছিল তাই আমি ফটো তুলে নিয়েছিলাম কলেজের ভিতর থেকে। কলেজের ভিতরে আমরা সন্ধ্যা পর্যন্ত বসে ছিলাম।

🌺 সন্ধ্যা বেলা + রাতের বেলা 🌺
IMG_20240207_184833-01.jpeg
IMG_20240207_184914-01.jpeg

সন্ধ্যাবেলা কলেজের ভিতর থেকে বের হয়ে আমরা বন্ধুরা মিলে গেলাম এটা হোটেলে কিছু খাওয়া জন্য। হোটেলে গিয়ে আমরা যার যার মত যে যা পছন্দ করে তাই খাওয়ার জন্য নিয়েছিলাম। আমি আর আমার তিন বন্ধু একই খাবার নিয়েছিলাম আর সেটা হলো আলুর চপ ও বেগুনির চপ। বাকি তিনজন বন্ধু নিয়েছিল পুরি।

আমি ৮ টার দিকে বন্ধুদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে হাতমুখ ধুয়ে,কিছুক্ষণ ফোন দেখলাম শুয়ে শুয়ে। ৯ টার দিকে আমাদের কমিউনিটির সপ্তাহিক ক্লাস ছিল তাই আমি সেখানে জয়েন করলাম। আমাদের ক্লাস শেষ হয়েছিল ১১:২০ এর দিকে,এর পরে আমি খাওয়া-দাওয়া করি ঘুমিয়ে পড়েছিলাম।

"তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন "
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!