যখন খারাপ সময় আসে,তখন সবার ব্যবহার হয়ে যায় ঠিক চোখে পড়ার মতো!যে মানুষটাকে আপনি কখনোই এক চুল পরিমাণ মূল্যও দেননি কখনোই,সেই মানুষটাই আপনাকে আঙ্গুল তুলে কথা বলবে!
রাস্তা দিয়ে হেঁটে যাবেন,রাস্তায় পড়ে থাকা কোনো অদৃশ্য কিংবা দৃশ্যমান জিনিসে হোঁচট খেয়ে আঘাত পাবেন!ব্যথায় গোংরাতে থাকবেন,তবে মলম তো দূরের কথা;সান্ত্বনা দেয়ার জন্যও কাউকে পাশে পাবেন না!
আবার একা থাকতে চাইবেন,লোকসমাগমে আপনি একপ্রকার বিরক্তই হবেন বৈকি!যেখানে যাবেন,সেখানেই একটা না একটা ঝামেলা ঘটবেই।
যে বিষয়ে সতর্ক থাকতে চাইবেন,সেই বিষয়টা নিয়েই আপনাকে দুঃখ কিংবা ঝামেলা পোহাতে হবে!
সবচেয়ে চোখে পড়ার মতো যে বিষয় তখন খেয়াল করবেনঃ
যে মানুষটা আপনার মানসিক শান্তির কারণ,সেই মানুষটাই আপনাকে যন্ত্রণা দিবে!যার সাথে কথা বললে একটু শান্তি পাবেন মনে করবেন,সেই মানুষটাই থাকবে অতিশয় ভীষণ ব্যস্ত!
তাহলে যাবেন কোথায়?
রাস্তায় যাবেন?
সেখানেও ইটপাটকেলে হোঁচট খাওয়ার সম্ভাবনা!
নদীতে যাবেন?
সেখানেও অথৈজলে ডুবে যাওয়ার ভয়!
আপনজনের কাছে যাবেন?
তাদের কাছেও আপনি নিতান্তই অসহায়,আপনাকে কিংবা আপনার পরিস্থিতি বিন্দুমাত্র বুঝার চেষ্টাটুকুও কেউ করবে না!
তাহলে আপনি ঠিক করবেন টা কি?
হুম,
এই সময়ে আপনি একদম স্থির থাকুন,স্থীর থাকতে নিজেকে প্রশিক্ষিত করুন।সবার থেকে নিজেকে গুটিয়ে নিয়ে একা থাকার চেষ্টা করুন,প্রার্থনা করুন।মনে অসীম ব্যথা নিয়ে মানুষের সামনে দাঁড়ালে কেবল উপহাস কিংবা বিনা পয়সায় সান্ত্বনা কিংবা উপদেশ আর নয়তো অবহেলাই করে,তবে মনে তীব্র ব্যথা নিয়ে উপরওয়ালার সামনে দাঁড়ালে সে বান্দার মনের কষ্ট বুঝতে পারে।
মনে রাখবেনঃ
স্বার্থের পৃথিবীতে নিজের বলতে কিচ্ছু নেই,যা আছে তা কেবল ক্ষনিকের মায়া।স্বার্থে আঘাত লাগলে যেখানে নিজের রক্তের সম্পর্কের মানুষগুলো পর হয়ে যায়,সেখানে পর মানুষ কভু আপন হতে পারে না–কস্মিনকালেও না!
অনেকটা আঘাত দিয়ে ফেলেছেন নিজেকে,মানুষের ভালোবাসা-সহানুভূতি কিংবা নিজের একটু মানিসক শান্তির জন্য!এবার না হয় নিজেই একা থাকার চেষ্টা করুন।
প্রয়োজন নেই এমন মানুষের;যারা কেবল আপনার মাধ্যমে ভালো থাকতে চায়–ভালো থাকতে আসে।কিন্তু আপনাকে কিংবা আপনার অসহায়ত্ব অনুভূতিটুকুন বুঝার ক্ষমতা কিংবা ইচ্ছা,কোনোটাই রাখে না,আপনার খারাপ সময়ে যারা ভীষণ ব্যস্ত থাকে!
বাস্তবতাঃ Reality
r2cornell blurtpilipinas blurtindia instablurt blurtbom blurtainment blurtpower iduvts blurtconnect blurttribe