আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি || Photography Post

in r2cornell •  2 years ago 

স্বাগতম সবাইকে,🌱


সবাই কেমন আছেন? আশা করি, সবাই অনেক অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আমার তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো। আমি ছবি তুলতে এবং সেগুলো একটু ঘষা মাজা করে আপনাদের সামনে উপস্থাপন করতে ভালোবাসি। এটা আমার একধরনের নেশা হয়ে গেছে বলতে পারেন। আমার তোলা ছবিগুলো আপনাদের সাথে শেয়ার না করলে আমার দিনগুলো ভালো কাটতে চায় না। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য ফটোগ্রাফির প্রতি আমার ভালোবাসা বহুগুনে বাড়িয়ে দেয়। নতুন নতুন ফটোগ্রাফি নিয়ে আসতে মন চায় বারেবার। সেজন্য চেষ্টা করি সুন্দর করে ফটোগ্রাফি করার এবং সেগুলো সাবলীল ভাষায় উপস্থাপন করার।


তো, আমি আজকে আমার তোলা সেরা সাতটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। 🌱 আশা করি, আপনাদের সেগুলো ভালো লাগবে।

তো চলুন শুরু করা যাকঃ-

📸🌱 【ছবিঃ ০১】 🌱📸


PicsArt_12-24-11.28.29.jpg
Device: Redmi 10
Edit: Adobe Lightroom
WW3W Location: https://what3words.com/term.dizziness.utterance
ছবিতে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা ফুল। ফুলটি দেখতে ও এর গন্ধ আসলেই মনোমুগ্ধকর। বিশেষ করে এর গন্ধ আমাকে অনেক টানে। এই ফটোগ্রাফিটা ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে।

sagor bordar.png

📸🌱 【ছবিঃ ০২】🌱📸


PicsArt_12-24-11.29.56.jpg
Device: Redmi 10
Edit: Adobe Lightroom
WW3W Location: https://what3words.com/term.dizziness.utterance
এই ফুলটির নাম হচ্ছে ইউফরবিয়া মিলি। এটিকে ফুল বললেও চলে আবার পাতার বাহার গাছের লিষ্টে রাখাও যায়। বিশেষত এটির ফুলটি দেখতে পাতার মতো হলেও এটি কিন্ত পাতা নয়। এই গাছের আলাদাভাবেই অন্যরকমের পাতা রয়েছে।

sagor bordar.png

📸🌱 【ছবিঃ ০৩】🌱📸


PicsArt_12-24-11.37.22.jpg
Device: Redmi 10
Edit: Adobe Lightroom
WW3W Location: https://what3words.com/sneezed.dinner.tastes
এই ফুলটির নাম চন্দ্রমল্লিকা। আসলে চন্দ্রমল্লিকার অনেকগুলো জাতের মধ্যে এই ফুলটি আমার কাছে বেশ ভালো লাগে। এর গন্ধ, এর আকৃতি বেশ মানান সই। এই ধরনের চন্দ্রমল্লিকা খুব দেখা যায়। এর কালারটা বেশ আকর্ষনীয়। যেকোনো ফুল প্রেমীমানুষকে সহজেই আকর্ষিত করতে পারে।

sagor bordar.png

📸🌱 【ছবিঃ ০৪】🌱📸


PicsArt_12-24-11.33.07.jpg
Device: Redmi 10
Edit: Adobe Lightroom
WW3W Location: https://what3words.com/trapdoor.wonderfully.engaging
এই ফুলগাছ আমাদের মধ্যে অনেকেই তাদের বাসায় রোপন করেছেন। যদিওবা আমি এই ফুলগাছের নাম জানি না। তবে গুগল করে যতটুকু জানতে পেরেছি এই গাছের নাম হচ্ছে Melampodium। এই ফুলগাছটা আমার কাছে ভালোই লেগেছে।

sagor bordar.png

📸🌱【ছবিঃ ০৫】🌱📸


PicsArt_12-24-11.35.35.jpg
Device: Redmi 10
Edit: Adobe Lightroom
WW3W Location: https://what3words.com/term.dizziness.utterance
লাল রঙের গোলাপ আমাদের মধ্যে সবাই অনেক পছন্দ করেন। লাল গোলাপকে ভালোবাসার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। মানুষ তার ভালোবাসা, মনের আকুল অনুভূতি, এই লাল গোলাপের মাধ্যমেই তার প্রিয়জনের নিকট প্রকাশ করে থাকে। ব্যক্তিগতভাবে লাল গোলাপ আমার অনেক ভালো লাগে। চাইলেই কিন্তু এই লাল গোলাপ নিয়ে একটা ব্লগ লেখা সম্ভব। কিন্তু সেটা আরেক দিন হবে।

sagor bordar.png

📸🌱【ছবিঃ ০৬】🌱📸


PicsArt_12-24-11.34.55.jpg
Device: Redmi 10
Edit: Adobe Lightroom
WW3W Location: https://what3words.com/debutantes.follows.extroverted
এই ফুলটির ও নাম হচ্ছে ইউফরবিয়া মিলি। এটি লাল প্রজাতির। আগে যেটি দেখেছি সেটা হচ্ছে সবুজ প্রজাতির। এই গাছগুলো ইন্ডোরের জন্য উপযুক্ত। কেননা এই গাছগুলো বেশি বড় হয় না। কিন্তু সৌন্দর্যে বিচারে সবার আগে থাকে। তাই কোনো প্রকার চিন্তা করা ছাড়াই এই গাছগুলো ইন্ডোরে লাগানো সম্ভব।

sagor bordar.png

📸🌱【ছবিঃ ০৭】🌱📸


PicsArt_12-24-11.34.00.jpg
PicsArt_12-24-11.36.31.jpg
Device: Redmi 10
Edit: Adobe Lightroom
WW3W Location: https://what3words.com/debutantes.follows.extroverted
এই ফুলটির নাম হচ্ছে জেসমিন। এই ফুলটি আমার অনেক ভালো লাগে। কেননা সারা বছর এই ফুলটিকে ফুটতে দেখা যায়। বিশেষ করে বর্ষাকালে এই ফুলের সৌন্দর্য বহুগুনে বাড়িয়ে দেয়। বাড়ির মেইন ফটকে এই গাছটি অনেকের মন জয় করে নিতে পারে।

sagor bordar.png

📸আমি ছবি তুলতে যেসব গ্যাজেট ব্যবহার করেছি!📸


CameraRedmi
Model10
EditAdobe Lightroom, Picsart


আশা করি, আপনাদের আমার এই ফটোগ্রাফিগুলো ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!